Nojoto: Largest Storytelling Platform

বেশ কয়েকদিনের অভিজ্ঞতা রোজ খোঁজ নেওয়া ঘুম ভাঙা স

বেশ কয়েকদিনের অভিজ্ঞতা
রোজ খোঁজ নেওয়া
ঘুম ভাঙা স্বর,আধো আধো কথা
কিছু শ্বাসনালীতে,
ভয়ের চোটে ঠোঁটের ডগায় আসে না,
রাতের সাথে পরিচয় ও বাড়তে থাকে
রাখতে গেলেই মনে হয়,ব্যাস আর একটু 
এই প্রথম প্রথম প্রেমে পড়লে যা হয়।
সবে যৌবনে পা,
একটু আধটু না হলে কি চলে??

দিন কাটছে,সব জানা শেষ
শুরু ভুল বোঝাবুঝির মহাপর্ব
যা কিছু করো ,তাতেই সন্দেহ
ভালোবাসা তখন ক্ষণস্থায়ী।
চেনা মানুষটা কেমন অচেনা যেন
কষ্টে কুঁকড়ে উঠবে তুমি,
আরে ওটা কষ্ট না, ভুল কাজের ফল।।

যে আমন্ত্রণ পত্র ছাড়াই একদিন
সদর দরজায় কড়া নেড়েছিল
সেই তৃতীয় দশায় বলবে তোমায়
"উফ!অসহ্য লাগছে এবার
বিরক্ত না করে মুক্তি দাও।।"
এইসব 'মনুষ্যত্বহীন যাযাবর'-দের
সময় থাকতে তাড়িয়ে দিতে হয়।
নইলে নিজেদের স্বার্থসিদ্ধির পর 
তোমাকেই নিঃস্ব করে দেবে।
তাই বিচক্ষণতায় আপ্যায়ন করো
দুই তিন কেন সে দশ নম্বর হোক
কারণ তিক্ত সম্পর্কে এক মুহুর্ত সুখ নয়
বরং দু-ফোঁটা চোখের জল বেশি পাবে।।

           -মৌসুমী

©mousumi pal
  #boat shayei
mousumipal2078

mousumi pal

New Creator

#boat shayei

272 Views