Nojoto: Largest Storytelling Platform

আবির প্রায় দুই বছর পর বাড়ি ফিরছে আজ । জাষ্ট পাঁচ

আবির প্রায় দুই বছর পর বাড়ি ফিরছে আজ । জাষ্ট পাঁচ মিনিট 
দেরি হওয়ার  জন্য ট্রেন টা  মিস করলো সে এবার সেই দুপুর আড়াইটার সময় ট্রেন বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে তার ।
রাত হওয়াটা বড় ব্যাপার নয়। কিন্তু স্টেশন থেকে নেমে বাকি পথটা
তাকে একা হেঁটে যেতে হবে কারণ সন্ধ্যার পর আর কোনরকম যানবাহন ওই রাস্তায় আর  চলে না। 
এইসব ভাবতে ভাবতে আড়াই টার ট্রেন টাই আবির বসে পড়ল।
উইন্ডোজ সিটে এ বসে ছিল বলে সে ঘুমিয়ে পড়েছি। তাই আর সময়টা বুঝতে পারিনি সে। ঠিক রাত দশটার সময় আবির ট্রেন থেকে নামলো  । এবার অনেকটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে তাকে একা যেতে হবে। কিছুটা পথ হাঁটার পর কলেজের বন্ধু রিম্পা  সাথে দেখা হল তার।আবির মনে মনে ভাবল যাইহোক এখন আর একা যেতে হবে না । কিন্তু না কিছুটা দূর যাওয়ার পর আবিরের বিকাশের কথা মনে পড়ে গেল তার মুহূর্তের মধ্যে আবির এর সমস্ত শরীর যেন হিমের মতো ঠান্ডা হয়ে গেল।

কারণ বিকাশ 1 বছর আগে আবিরকে ফোন করে বলেছিল
রিম্পা ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল।
আবির প্রায় দুই বছর পর বাড়ি ফিরছে আজ । জাষ্ট পাঁচ মিনিট 
দেরি হওয়ার  জন্য ট্রেন টা  মিস করলো সে এবার সেই দুপুর আড়াইটার সময় ট্রেন বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে তার ।
রাত হওয়াটা বড় ব্যাপার নয়। কিন্তু স্টেশন থেকে নেমে বাকি পথটা
তাকে একা হেঁটে যেতে হবে কারণ সন্ধ্যার পর আর কোনরকম যানবাহন ওই রাস্তায় আর  চলে না। 
এইসব ভাবতে ভাবতে আড়াই টার ট্রেন টাই আবির বসে পড়ল।
উইন্ডোজ সিটে এ বসে ছিল বলে সে ঘুমিয়ে পড়েছি। তাই আর সময়টা বুঝতে পারিনি সে। ঠিক রাত দশটার সময় আবির ট্রেন থেকে নামলো  । এবার অনেকটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে তাকে একা যেতে হবে। কিছুটা পথ হাঁটার পর কলেজের বন্ধু রিম্পা  সাথে দেখা হল তার।আবির মনে মনে ভাবল যাইহোক এখন আর একা যেতে হবে না । কিন্তু না কিছুটা দূর যাওয়ার পর আবিরের বিকাশের কথা মনে পড়ে গেল তার মুহূর্তের মধ্যে আবির এর সমস্ত শরীর যেন হিমের মতো ঠান্ডা হয়ে গেল।

কারণ বিকাশ 1 বছর আগে আবিরকে ফোন করে বলেছিল
রিম্পা ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল।
punyabrata1921

Punyabrata

New Creator