Nojoto: Largest Storytelling Platform

সময় শেখায় সময়ের অবক্ষয়, সময়ে সময়ের বদল হয়। আজ যে ভ

সময় শেখায় সময়ের অবক্ষয়,
সময়ে সময়ের বদল হয়।
আজ যে ভুল কাল সেই ঠিক,
জীবন সে যে বড়ই আপেক্ষিক
শূন্যতা বড়ই ছোঁয়াচে 
একবার ছুঁলে পুরতেই হয় সেই আগুনের আঁচে।
যে শূন্যতা সময়ের সাথে বদলে যেতে চায়না
সে শূন্যতার গভীরতা মাপা এত সহজ তো হয়না।
আমরা চোখের ভিতর চোখ দেখি,
মনের ভিতর মন,
আমরা লোকের ভিড়ে আপন খুঁজি,
খুঁজি জীবনের ভিতর আর এক জীবন।
যে জীবনের আসল ডোর সময়ের হাতে,
সে জীবনের পূর্ণতা শুধুই শূন্যতাতে।
আমরা একলা আসি পৃথিবীতে,একলাই যাই চলে
আমরা একলাই চাই কাছে পেতে,
একলাই যাই ফেলে।
আমরা আমাদের 'আমি' টাকেই সবচেয়ে বেশি বাসি ভালো....
কখনো সাদার মধ্যে কালো দেখি,
কখনো বা অন্ধকারে খুঁজি আলো।
কখনো সময়ের মধ্যে শূন্যতা হাতরাই,
কখনো শূন্যতাকে সময় দিতে চাই...
কখনো আপনকে পর করি,
কখনো বা পরের মধ্যে আপনকে খুঁজে যাই।


    #piyaS
সময় শেখায় সময়ের অবক্ষয়,
সময়ে সময়ের বদল হয়।
আজ যে ভুল কাল সেই ঠিক,
জীবন সে যে বড়ই আপেক্ষিক
শূন্যতা বড়ই ছোঁয়াচে 
একবার ছুঁলে পুরতেই হয় সেই আগুনের আঁচে।
যে শূন্যতা সময়ের সাথে বদলে যেতে চায়না
সে শূন্যতার গভীরতা মাপা এত সহজ তো হয়না।
আমরা চোখের ভিতর চোখ দেখি,
মনের ভিতর মন,
আমরা লোকের ভিড়ে আপন খুঁজি,
খুঁজি জীবনের ভিতর আর এক জীবন।
যে জীবনের আসল ডোর সময়ের হাতে,
সে জীবনের পূর্ণতা শুধুই শূন্যতাতে।
আমরা একলা আসি পৃথিবীতে,একলাই যাই চলে
আমরা একলাই চাই কাছে পেতে,
একলাই যাই ফেলে।
আমরা আমাদের 'আমি' টাকেই সবচেয়ে বেশি বাসি ভালো....
কখনো সাদার মধ্যে কালো দেখি,
কখনো বা অন্ধকারে খুঁজি আলো।
কখনো সময়ের মধ্যে শূন্যতা হাতরাই,
কখনো শূন্যতাকে সময় দিতে চাই...
কখনো আপনকে পর করি,
কখনো বা পরের মধ্যে আপনকে খুঁজে যাই।


    #piyaS
peyaliguha1148

Peyali Guha

New Creator