Nojoto: Largest Storytelling Platform

শতাব্দী পরে তুমি ফিরে এসে দেখলে চেনা শহরটা নেই আর

শতাব্দী পরে তুমি ফিরে এসে দেখলে
চেনা শহরটা নেই আর আগের মতন।
পুরানো বাসস্ট্যান্ড হয়েছে আধুনিকীকরণ।
বিবর্ণ কবিতার পাণ্ডুলিপি!
দুপুরের রোদে ঠায় দাঁড়িয়ে থাকা বেকার ছেলেটা
আজ তলিয়ে গেছে ব্যস্ততার ভিড়ে।
তার হাতে সংসারের জমা খরচের ফর্দ,
খুব কষ্ট করে দু একটা প্রেমের কবিতা আওড়ায় সে
স্মৃতির কবর খুঁড়ে।
রুবি রায়, আজ যদি তুমি নুপুর জোড়া পরে 
ফুটপাত ধরে হাঁটো
সেই সুর বাজবে না আর সেই প্রেমিককবির হৃদয়ে।
সে এখন দৈবাৎ জীবনমুখী গান লেখে 
রাতে ঘুম না এলে।
রুবি রায়, তুমি কবিতাতেই থেকো বরং
কিংবদন্তি ব্যর্থ প্রেমের গল্প হয়ে। #রুবিরায়তোমারজন্য #শ্রীমতীটুম্পা #yqdada #yqbestbengaliquotes
শতাব্দী পরে তুমি ফিরে এসে দেখলে
চেনা শহরটা নেই আর আগের মতন।
পুরানো বাসস্ট্যান্ড হয়েছে আধুনিকীকরণ।
বিবর্ণ কবিতার পাণ্ডুলিপি!
দুপুরের রোদে ঠায় দাঁড়িয়ে থাকা বেকার ছেলেটা
আজ তলিয়ে গেছে ব্যস্ততার ভিড়ে।
তার হাতে সংসারের জমা খরচের ফর্দ,
খুব কষ্ট করে দু একটা প্রেমের কবিতা আওড়ায় সে
স্মৃতির কবর খুঁড়ে।
রুবি রায়, আজ যদি তুমি নুপুর জোড়া পরে 
ফুটপাত ধরে হাঁটো
সেই সুর বাজবে না আর সেই প্রেমিককবির হৃদয়ে।
সে এখন দৈবাৎ জীবনমুখী গান লেখে 
রাতে ঘুম না এলে।
রুবি রায়, তুমি কবিতাতেই থেকো বরং
কিংবদন্তি ব্যর্থ প্রেমের গল্প হয়ে। #রুবিরায়তোমারজন্য #শ্রীমতীটুম্পা #yqdada #yqbestbengaliquotes