Nojoto: Largest Storytelling Platform

উত্তরে হাওয়ার দাপটে, বয়ে যাওয়া মুহূর্তরা এসে- _

উত্তরে হাওয়ার দাপটে, বয়ে যাওয়া মুহূর্তরা এসে-
____ কড়া নাড়ে বুকের বাঁ-ভাগে।
ভেঙ্গেচুরে দিতে চায়- সকলের সামনে 
বহু কষ্টে সামলানো,আমি'ও... আমি'র সংসার!
হাসি একে মুখে;কত সাবধানে,সামলেনি___
ভেঙ্গেচরা মুহূর্তদের এনে বসাই একাকিত্বের পাশে!
প্রতিটা মুহূর্তদের ফিরে দেখি, হিসেব কষি-
 কতটা আমার ছিলে-কতটা ভুলে, ভেসেছিল মন।
যোগ-বিয়োগ, গুণ-ভাগ শেষে___
ভেঙ্গে যাই টুকরো টুকরো খন্ডে,
বরাবর'ই আমি গবেট অংক কষতে!
'না পাওয়া, তো অনেক...প্রতিটি পাওয়ার পাশে।'



 #piccontest124

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট – ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest124 #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada #পারমিতাদে
উত্তরে হাওয়ার দাপটে, বয়ে যাওয়া মুহূর্তরা এসে-
____ কড়া নাড়ে বুকের বাঁ-ভাগে।
ভেঙ্গেচুরে দিতে চায়- সকলের সামনে 
বহু কষ্টে সামলানো,আমি'ও... আমি'র সংসার!
হাসি একে মুখে;কত সাবধানে,সামলেনি___
ভেঙ্গেচরা মুহূর্তদের এনে বসাই একাকিত্বের পাশে!
প্রতিটা মুহূর্তদের ফিরে দেখি, হিসেব কষি-
 কতটা আমার ছিলে-কতটা ভুলে, ভেসেছিল মন।
যোগ-বিয়োগ, গুণ-ভাগ শেষে___
ভেঙ্গে যাই টুকরো টুকরো খন্ডে,
বরাবর'ই আমি গবেট অংক কষতে!
'না পাওয়া, তো অনেক...প্রতিটি পাওয়ার পাশে।'



 #piccontest124

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট – ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest124 #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada #পারমিতাদে