Nojoto: Largest Storytelling Platform

—বিদায়। তবে, বিদায় মানে কি বি-দায়? //ক্যাপশন


—বিদায়।
তবে, বিদায় মানে কি বি-দায়? 

//ক্যাপশন

 

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ, কিন্তু বিদ্যালয় জানায়নি ফেয়ারওয়েল এই আউটগোয়িং ব্যাচকে। সদ্য যৌবন ছোঁয়া মেয়েগুলো ডিভিয়ান্ট হয়ে প্রতিবাদের শোরগোল তুলেছে। দাবি খালি এইটুকুই যে, "ফেয়ারওয়েল চাই।" 

চোখ বন্ধ করলে আজও মনে পরে, কেমন করে ক্লাসটিচার স্বাগতা ম্যাম ক্লাস টেন- এ আমাদের ফেয়ারওয়েল ডায়েরিতে লিখতে নারাজ ছিলেন। বলেছিলেন, "আরো দুটো বছর আছে তো, স্কুলেই তো থাকবে।" দু বছর। একাদশ ও দ্বাদশ শ্রেণী। তথাকথিত পাখনা তো গজিয়েছিল, কিন্তু সে পাখনা নিয়ে আকাশের নিচে উড়ে বেরানো হলো কই? ঘরকুনো হয়ে গে

—বিদায়।
তবে, বিদায় মানে কি বি-দায়? 

//ক্যাপশন

 

উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ, কিন্তু বিদ্যালয় জানায়নি ফেয়ারওয়েল এই আউটগোয়িং ব্যাচকে। সদ্য যৌবন ছোঁয়া মেয়েগুলো ডিভিয়ান্ট হয়ে প্রতিবাদের শোরগোল তুলেছে। দাবি খালি এইটুকুই যে, "ফেয়ারওয়েল চাই।" 

চোখ বন্ধ করলে আজও মনে পরে, কেমন করে ক্লাসটিচার স্বাগতা ম্যাম ক্লাস টেন- এ আমাদের ফেয়ারওয়েল ডায়েরিতে লিখতে নারাজ ছিলেন। বলেছিলেন, "আরো দুটো বছর আছে তো, স্কুলেই তো থাকবে।" দু বছর। একাদশ ও দ্বাদশ শ্রেণী। তথাকথিত পাখনা তো গজিয়েছিল, কিন্তু সে পাখনা নিয়ে আকাশের নিচে উড়ে বেরানো হলো কই? ঘরকুনো হয়ে গে