Nojoto: Largest Storytelling Platform

মাঝে মাঝে মনে হয় শিক্ষিত হবার চেয়ে, অশিক্ষিত হওয়া


মাঝে মাঝে মনে হয় শিক্ষিত হবার চেয়ে,
অশিক্ষিত হওয়া হয়তো বেশি ভালো ছিলো।
তার থেকেও বেশি ভালো ছিলো, 
মেরুদন্ডহীন একটা মানুষ হওয়া।
নাতো থাকতো জীবনে কোনো উচ্চাকাঙ্খা,
না থাকতো প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করার তাগিদ।
তাতে জীবনে কিছু প্রাপ্তিযোগ হতো বা না হতো,
চাপলুষি করা মানুষদের ভিড় থেকে দূরে দাঁড়িয়ে,
শুধুমাত্র নিজের যোগ্যতা দিয়ে নিজের প্রাপ্য বুঝে নিতে,
প্রতিদিনের জীবনে মানসিকভাবে ক্ষতবিক্ষত আর বিধ্বস্ত অন্তত হতে হতো না.....

©Ayan Guin
  #Anger #frustration #storytelling #mywritings #myquote