ভোরে শরতের হাওয়া, তার সাথে ভেসে আসা, শিউলি ফুলের গন্ধ ।। অন্তত নীল আকাশ, সাদা মেঘের তুলির টান ।। মন্দিরে মন্দিরে বেজে উঠা শন্খ ধ্বনি, আর ঢাকের তালে তালে, নেচে উঠা কাশ ফুল, জানান দেয় - মায়ের আগমনির পদধ্বনি ।। আগমনি #yqbengalipoem #yqbaba #maaasche #subhomahalaya Image courtesy: google Translation: Agomoni Bhore shoroter hawa, tar shatey bhese asha, Shiuli fuler gondho.