Nojoto: Largest Storytelling Platform

দুটো সেতু একটা স্টেশন আর কয়েক লক্ষ মানুষকে একটা শ

দুটো সেতু একটা স্টেশন আর কয়েক লক্ষ মানুষকে
একটা শহর টানছে, বাগ বাজারের রাজবাড়ি, বাঁধানাে
ঘাট, কলেজস্ট্রিট-এর বইপারা যেখানে গীতবিতান থেকে
গীতা সব পাওয়া যায়, একটা স্থাপত্য ভিক্টোরিয়া
শতকের পর শতক শহরের ভিড়ে গলা উঁচু করে দাড়িয়ে
আছে, সামনে আজও হেঁটে চলেছে এক্কা গাড়ি...
ধর্মতলায় আজও ধর্ম রাজনীতি নিয়ে লােরে চলেছে কিছু
মানুষ, কফি হাউসে ঠাণ্ডা কফি হাতে নিয়ে এক কবি
ইশ্বরের থেকেও বেশি ভাবছে ইশ্বরচন্দ্রের কথা.. আজও
| jadavpur 8B বাস স্ট্যান্ড আর হাজার হােক কলরব
নিয়ে মেতে আছে.... আজও দুর্গা পূজা আলােয় মাখা
| Parkstreet আর জল পান নয় জল খাওয়া আমদের।
সবার আলাদা করে রেখেছে... আজ আর Ola Uber নয়
| হেঁটে দেখাে ভালােবাসার শহর ট্রাম-এ চরাে রেড রােডের
গন্ধ নয় নন্দন-এ প্রাক্তন থেকে বর্তমান সবই দেখাে।
আপন দৃষ্টিকোণে......... ইতি আলাপে শহর কলকাতা...
#copyright #kolkata Kolkata ❤️
দুটো সেতু একটা স্টেশন আর কয়েক লক্ষ মানুষকে
একটা শহর টানছে, বাগ বাজারের রাজবাড়ি, বাঁধানাে
ঘাট, কলেজস্ট্রিট-এর বইপারা যেখানে গীতবিতান থেকে
গীতা সব পাওয়া যায়, একটা স্থাপত্য ভিক্টোরিয়া
শতকের পর শতক শহরের ভিড়ে গলা উঁচু করে দাড়িয়ে
আছে, সামনে আজও হেঁটে চলেছে এক্কা গাড়ি...
ধর্মতলায় আজও ধর্ম রাজনীতি নিয়ে লােরে চলেছে কিছু
মানুষ, কফি হাউসে ঠাণ্ডা কফি হাতে নিয়ে এক কবি
ইশ্বরের থেকেও বেশি ভাবছে ইশ্বরচন্দ্রের কথা.. আজও
| jadavpur 8B বাস স্ট্যান্ড আর হাজার হােক কলরব
নিয়ে মেতে আছে.... আজও দুর্গা পূজা আলােয় মাখা
| Parkstreet আর জল পান নয় জল খাওয়া আমদের।
সবার আলাদা করে রেখেছে... আজ আর Ola Uber নয়
| হেঁটে দেখাে ভালােবাসার শহর ট্রাম-এ চরাে রেড রােডের
গন্ধ নয় নন্দন-এ প্রাক্তন থেকে বর্তমান সবই দেখাে।
আপন দৃষ্টিকোণে......... ইতি আলাপে শহর কলকাতা...
#copyright #kolkata Kolkata ❤️