Nojoto: Largest Storytelling Platform

জীবনযুদ্ধে হার না মানা আমি, এখন আমার ঘরের কোণে ঠাঁ

জীবনযুদ্ধে হার না মানা আমি,
এখন আমার ঘরের কোণে ঠাঁই।
স্বপ্নগুলো দুমরে-মুচড়ে ভেঙে,
নিঃস হেথায় আকাশ পানে চাই। 

একদিন সব বাধা-বিপত্তি ভেঙে_
ছুঁয়ে গেলে আমার লাসের কাঁথা।
অন্তরঙ্গ খুব বেশি আজ হলে,
চমকে উঠে লুটিয়ে পড়ে মাথা। 

শূন্য যদি ,র‌ইবে কত শূন্য?
একাকিত্ব কাটবে একদিন।
সংসারের এই নিয়ম কানুন সঠিক।
অন্ধকার আর আলোর ফারাক ক্ষীণ।

©Abhinabo #lamp
জীবনযুদ্ধে হার না মানা আমি,
এখন আমার ঘরের কোণে ঠাঁই।
স্বপ্নগুলো দুমরে-মুচড়ে ভেঙে,
নিঃস হেথায় আকাশ পানে চাই। 

একদিন সব বাধা-বিপত্তি ভেঙে_
ছুঁয়ে গেলে আমার লাসের কাঁথা।
অন্তরঙ্গ খুব বেশি আজ হলে,
চমকে উঠে লুটিয়ে পড়ে মাথা। 

শূন্য যদি ,র‌ইবে কত শূন্য?
একাকিত্ব কাটবে একদিন।
সংসারের এই নিয়ম কানুন সঠিক।
অন্ধকার আর আলোর ফারাক ক্ষীণ।

©Abhinabo #lamp
abhinabo8702

Abhinabo

New Creator