Nojoto: Largest Storytelling Platform

সেই কবে সন্ন‍্যাসীটি গেল, গেরুয়া মাটির পথ ধরে। একত

সেই কবে সন্ন‍্যাসীটি গেল,
গেরুয়া মাটির পথ ধরে।
একতারা টি হাতে নিয়ে 
কৃষ্ণ নামে পাগল হয়ে;
সংসার হতে বিবাগী,ক্ষুধা-তৃষ্ণা ত্যাগ করে।
পাহাড়ে,জঙ্গলে কিংবা সমুদ্র তীরে-
আজ‌ও সে বেড়ায় ঘুরে কৃষ্ণ পাওয়ার তরে;
ভুলে ছিলো সে মানবের মাঝেই ঈশ্বর রহে।


 অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge !
"গেরুয়া মাটির পথে।"
এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।।

সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত।

সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।
সেই কবে সন্ন‍্যাসীটি গেল,
গেরুয়া মাটির পথ ধরে।
একতারা টি হাতে নিয়ে 
কৃষ্ণ নামে পাগল হয়ে;
সংসার হতে বিবাগী,ক্ষুধা-তৃষ্ণা ত্যাগ করে।
পাহাড়ে,জঙ্গলে কিংবা সমুদ্র তীরে-
আজ‌ও সে বেড়ায় ঘুরে কৃষ্ণ পাওয়ার তরে;
ভুলে ছিলো সে মানবের মাঝেই ঈশ্বর রহে।


 অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge !
"গেরুয়া মাটির পথে।"
এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।।

সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত।

সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।