White বিচ্ছেদ মিটিয়ে যখন তুমি এসেছিলে, মনের মধ্যে শান্তির সৃষ্টি হয়েছিল। অনেক কথা, অনেক ভালোবাসা নিয়ে, আমাদের জীবন জ্যোৎস্নায় ভরেছিল। একই সময় দাড়িয়ে দেখতাম চাঁদের আলো একই কথা না জানি কত বার বলতাম, শুনতাম। তোমার আসা জীবন দিয়ে গেয়েছিল। কিন্তু রাতের চাঁদ দিনের আলোয় টেকেনা। চার দিনের সম্বল নিয়ে সারা জীবন কাটানো যায়না। আমার আশা আমাকে অন্য রাস্তায় নিয়ে গেছে। তোমাকে পাওয়া আর হারিয়ে দেওয়ার মাঝে রেখে গেছে। বিশ্বাসের সমুদ্র থেকে কখনো নিজেকে বের করিনি। কখনো কোনো মোড়ে তোমাকে অচেনা করার চেষ্টা করিনি। যেমন তোমাকে পেয়ে মন আনন্দ উন্মাদ হয়েছিল। ঠিক এমনই তোমার জন্য মন চিতকার করেছিল। সেই জ্যোৎস্না রাত রোজ আসে, প্রশ্ন করে। আমি এখন নিঃশব্দ থাকি, জানলা বন্ধ রেখে নিজের ঘরে। ©Ananta Dasgupta #moon_day #Bengali #BengaliPoem #bengaliwriter #bengalistory