১ যে ভাবে রং খসে তার কালচে চোখের উষ্ণতায় জেনে গেছি কত দাম হারিয়ে এই নিরবতায় ! যে ভাবে শব্দ ছুড়ে জুড়ছে ভাঙ্গা আয়না তোমার কাছে মূল্যহীন আমার সস্তার বায়না । যেখানে রোজ শঙ্খ ধ্বনি ঝোড়ো রাতের আগমনী কেড়ে নিয়ে শিরোমণি অন্ধ হয়ে যাই। (২) ২ নতুন নতুন আলো আসে দুপুরে উড়ে যায় হাত ফস্কে কোনো সুদূরে । সেই রোদের স্মৃতি আজও খুঁজছে মন বনফুলের কান্না কিংবা নূপুরে । ভেঙে ফেলি আতশ কাঁচের জানলা চোখেদের মাঝে মিথ্যে শত মামলা । চোখ পড়ে গেলেই রাজার কিস্তিমাত বেড়াজালে ঘুমিয়ে পড়ি একলা । সেখানে রোজ শঙ্খ ধ্বনি ঝোড়ো রাতের আগমনী কেড়ে নিয়ে শিরোমণি অন্ধ হয়ে যাই। (২) (Chorus) মুখ দেখে ভয় কাঁদে ঘরের আয়না । দাম পায়নি সস্তা কিছু রাতের বায়না । ©Satanik Sil বায়না | Bayna #Bengali #Bangla #bangali #Bengali_poem #banglakobita #Nojoto #Love #romance #Life #MereKhayaal