Nojoto: Largest Storytelling Platform

খুব ধীরে ধীরে যত্নে বের করতে হবে। তোমার মধ্যে যেটু

খুব ধীরে ধীরে যত্নে বের করতে হবে।
তোমার মধ্যে যেটুকু বেঁচে আছি আমি,
আজ মৃতের থেকে মন বের করতে হবে।
অজস্র অশান্তি থেকে সুখ বের করতে হবে।
সেই খাঁচা থেকে পাখিকে বের করেছি,
এখন পাখির থেকে খাঁচাকে বের করতে হবে।
কিছু ত্রিশ বছর থেকে পিছনে চলছে সময়,
সে ঘড়ির থেকে খারাপ সময় বের করতে হবে।
আমি নিজের অভিনয়ে বিরক্ত হয়ে গেছি,
এখন সংলাপ বদলে চরিত্র বের করতে হবে।
খুব কাছাকাছির প্রয়োজন নেই বোধহয়,
এখন রাস্তা খুঁজে দূরত্ব বের করতে হবে। #তোমার
খুব ধীরে ধীরে যত্নে বের করতে হবে।
তোমার মধ্যে যেটুকু বেঁচে আছি আমি,
আজ মৃতের থেকে মন বের করতে হবে।
অজস্র অশান্তি থেকে সুখ বের করতে হবে।
সেই খাঁচা থেকে পাখিকে বের করেছি,
এখন পাখির থেকে খাঁচাকে বের করতে হবে।
কিছু ত্রিশ বছর থেকে পিছনে চলছে সময়,
সে ঘড়ির থেকে খারাপ সময় বের করতে হবে।
আমি নিজের অভিনয়ে বিরক্ত হয়ে গেছি,
এখন সংলাপ বদলে চরিত্র বের করতে হবে।
খুব কাছাকাছির প্রয়োজন নেই বোধহয়,
এখন রাস্তা খুঁজে দূরত্ব বের করতে হবে। #তোমার