#OpenPoetry আগমন বিকালে বাতাসরা গুঞ্জন রতা তবুও ছড়িয়ে চারিদিকে নীরবতা, চর্তুদিক নিস্তব্ধ, এ কার পূর্বলক্ষণ মনে হয় সত্যিই এ তোমারই আগমন।। গাছের পাতারা হাওয়ায় হেলে যায়, মনে হয় তুমি আমায় ডাকো ইশারায়।। পশ্চিম আকাশের মাঝে রক্তের দাগ, গাছেরা চুপচাপ, তবে প্রকৃতি সজাগ।। লেবুর মিষ্টি গন্ধে ভরেছে পরিবেশ; তোমার প্রত্যাবর্তন, এ যেন তাহারই রেশ।। এরা বলে,তুমি থাকো এভাবেই কাছে তোমাকে যে কত কথা বলার আছে।। হালকা বাতাস, পড়ন্ত আলোয় সিক্ত মোরাম, কোকিলারও যেন ডাকছে ধরে তোমারই নাম।। ভানু গৃহে যাচ্ছে , ইন্দুও তো হাসছে গগণময় তোমার আগমনের বাণী ছড়াচ্ছে।। বিবর্ণ এই জগতে তুমি দিলে বর্ণ , প্রকৃতির হাসি শুনে স্বস্তি পায় এ কর্ণ।। দূরে শোনা যায় শঙ্খধনী, মৃদু স্বরে হাওয়ার বাঁশি; তুমি বলো আমায়,"আমি যে তোমাকেই ভালোবাসি"।। #OpenPoetry #naturelove #bengali