মহেন্দ্র সিং ধোনি জার্সি নাম্বার 7 এ আর তাকে দেখতে পারবো না। ক্রিকেট জগতে এক যুগের অবসান ঘটলো তবে মহেন্দ্র সিং ধোনি ও ক্রিকেটে তার অবদান রয়েই যাবে। চলুন সময়ের চাকাতে বিরতি দিয়ে চোখ বুলিয়ে আসি মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জগতে পদার্পণ ও সাফল্যের দিনগুলিতে। (ক্যাপসানে পুরো লেখাটি) একসময় মাহি নামে বন্ধুদের কাছে পরিচিত ছিলো মহেন্দ্র সিং ধোনি, কিন্তু সময়ের সাথে সাথে ক্রিকেট প্রেমী ধোনি ভক্তদের কাছে আজ তিনি মাহি, ধোনি ছাড়াও গুরুদেব নামেও পরিচিত। ১৫ই আগস্ট ২০২০ সন্ধ্যায় এক মন খারাপের বার্তা কড়া নাড়লো, সকলের প্রিয় MSD ঘোষণা করলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এখন আর তাকে আমরা দেখতে পারবো না জার্সি নাম্বার 7 এ। সত্যি বলতে ধোনি ভক্তরা একেবারেই অপ্রস্তুত ছিলো সেটা বলা হয়তো ভুল হবে তবে সময়টা যে এত তাড়াতাড়ি চলে আসবে সেই বিষয়ে ধারণা করা যায় নি। ক্রিকেট জগতে এক যুগের অবসান ঘটলো তবে মহেন্দ্র সিং ধোনি ও ক্রিকেটে তার অবদান রয়েই যাবে। চলুন সময়ের চাকাতে বিরতি দিয়ে চোখ বুলিয়ে আসি মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জগতে পদার্পণ ও সাফল্যের দিনগুলিতে। ১৯৮১ সালের ৭ জুলাই ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তার বাবা ও মায়ের নাম যথাক্রমে পান সিং ও দেবকী দেবী। বন্ধুদের কাছে মাহি নামে পরিচিত ধোনি। ধোনি বাইক ভালোবাসেন। প্রসঙ্গত, তার গ্যারেজে চারটি গাড়ি ও ২৩টি উচ্চ দ্রুতির মোটরসাইকেল আছে বলে প্রচলিত রয়েছে। ধোনি তার আশৈশব প্রিয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের একনিষ্ঠ ভক্ত। ধোনি ডিএভি জহর বিদ্যা মন্দির, শ্যামলী (বর্তমান জেভিএম, শ্যামলী, রাঁচি)-তে পড়াশোনা করেছেন। সেখানেই তিনি ব্যাডমিন্টন এবং ফুটবলে অংশ নেন এবং জেলা ও ক্লাবপর্যায়ের খেলাগুলোয় মনোনীত হন। ফুটবল খেলায় ধোনি গোলরক্ষক হিসেবে অংশ নেন ও পরবর্তীকালে তার ফুটবল কোচ স্থানীয় ক্রিকেট ক্লাবে ক্রিকেট খেলার জন্য প্রেরণ করেন তাকে। ক্রিকেটে ভাল না করলেও উইকেট রক্ষায় তার অসামান্য দক্ষতার দরুন কমান্ডো ক্রিকেট ক্লাবে ১৯৯৫-৯৮ পর্যন্ত নিয়মিতভাবে উইকেট-রক্ষকের গুরুদায়িত্ব পালন করেন ধোনি। ক্লাব ক্রিকেটে তার অসাধারণ দক্ষতার ফলস্বরূপ ১৯৯৭-৯৮ মৌসুমে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভিনু মানকড় ট্রফি জয় করে। ১০ম শ্রেণির পরপরই ধোনি ক্রিকেটে নিজেকে মেলে ধরতে শুরু করেন শুরু হয় নতুন যাত্রা। বিহার ক্রিকেট দলের পক্ষে ১৯৯৮-৯৯ মৌসুমে অভিষেক ঘটে তার এবং ২০০৪ সালে ভারতীয় দলের পক্ষে কেনিয়া সফরে যান মহেন্দ্র সিং ধোনী।গৌতম গম্ভীরের সাথে জুটি বেধে ত্রি-দেশীয় সিরিজে পাকিস্তান দলের বিপক্ষে কয়েকটি সেঞ্চুরি করেন। ঐ বছরই ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে মনোনীত হন ধোনি।