বসুন্ধরা ওর থেকে জন্ম নিয়েছিল বলে আফতাব'কে মাতৃর আসনে বসিয়েছে। সূর্যের সাথে পাখিদেরও এক অন্তরঙ্গতার সম্পর্ক গড়ে ওঠে। তাই পাখির ডাকে সে পুর্বাকাশে যেমন উদিত হয়, ঠিক তেমনি গোধূলির লগ্নান্তে অস্তও যায়। আফতাবের অতিবেগুনি রশ্মি, ওজন আটকে দেয়। ফলে ঝলমলে সূর্যরশ্মি সন্তানতুল্য ধরণীর বুকে বিরাজিত সমস্ত প্রাণীর ত্বক ক্যান্সার ধরানো থেকে বিরত..ভালোবাসার টানে। #aftaab #bangla #nostalgia #aftab #বাংলালেখা #গল্প #সূর্য #sun