Nojoto: Largest Storytelling Platform

মৌখিক আলাপ সাবেকি মৌখিক আলাপ, তুচ্ছ লেখাজোক

       মৌখিক আলাপ
সাবেকি মৌখিক আলাপ, তুচ্ছ লেখাজোকা
সততার মেলবন্ধন, ছিল কি খুব বোকা?
তখনো হয়তো ছিল চেন, ছিল আইনী কর্মচারী
আত্মীয় সম পড়শী তাই, পড়েনি দরকারি।
কোড়া কাগজও সরব হয়, কলমের আঁচড় পেলে
ইতিহাস সে যেমনই হোক, ভবিষ্যত তা গেলে।
সূর্য আরো এগিয়ে আসে,তাপও বাড়ে অনেক
ভাঙা চশমা একলা কাঁদে, বাড়ির পাশে লেক।
অদেহী সরীক যতো, নদীর পাড়ে বসে
উত্তরদের চুলের হিসাবে, হয়তো অট্ট হাসে!
বিশ্বাস আর সরলতার খ্যাঁসারদ গোনে উত্তর
দোষারোপ সহ্য করে,অদেহী পূর্ব নিরুত্তর।
অভিশাপের স্বাক্ষ স্বরূপ আমানি বেশ খাসা
অনিয়ন্ত্রিত প্রজনন, সেথায় শীতল প্রাণীর বাসা। 
দুপুরের আজে বাজে লেখা




#বাংলালেখা 
#tqdada
       মৌখিক আলাপ
সাবেকি মৌখিক আলাপ, তুচ্ছ লেখাজোকা
সততার মেলবন্ধন, ছিল কি খুব বোকা?
তখনো হয়তো ছিল চেন, ছিল আইনী কর্মচারী
আত্মীয় সম পড়শী তাই, পড়েনি দরকারি।
কোড়া কাগজও সরব হয়, কলমের আঁচড় পেলে
ইতিহাস সে যেমনই হোক, ভবিষ্যত তা গেলে।
সূর্য আরো এগিয়ে আসে,তাপও বাড়ে অনেক
ভাঙা চশমা একলা কাঁদে, বাড়ির পাশে লেক।
অদেহী সরীক যতো, নদীর পাড়ে বসে
উত্তরদের চুলের হিসাবে, হয়তো অট্ট হাসে!
বিশ্বাস আর সরলতার খ্যাঁসারদ গোনে উত্তর
দোষারোপ সহ্য করে,অদেহী পূর্ব নিরুত্তর।
অভিশাপের স্বাক্ষ স্বরূপ আমানি বেশ খাসা
অনিয়ন্ত্রিত প্রজনন, সেথায় শীতল প্রাণীর বাসা। 
দুপুরের আজে বাজে লেখা




#বাংলালেখা 
#tqdada