Nojoto: Largest Storytelling Platform

(Chorus to build up the song) এক ঝাঁক সভা, যার ছি

(Chorus to build up the song)

এক ঝাঁক সভা, যার ছিল অন্ধ চোখ ।
সাক্ষী ছিল হাজার ইতিহাস ।
কাঁদে মানব জাতি তার সর্বনাশে 
হাসে রাক্ষস, ছড়িয়ে বিনাশ ।

১
ছিল অভেদ এক মুঠো শক্তি
যার এক আঙ্গুল হাজার সমান !
নির্ভুল দৃষ্টি, বলিষ্ঠ সত্যের 
গাইত মানুষ গুনগান ।

ছিল চাঁদের মত এক কন্যা
যার নয়নে মেশে পাঁচ বান ।
সে ছিল সাগর মাঝে মুক্ত পুথি
যাকে পাওয়ায় কাঁদে শত প্রাণ ।

( Suspense music )
সত্য হেরেছিল একদিন , ছায়া নেমেছিল ঘরে ঘরে ।
ছলনায় মেতে ছিল দুষ্টু মানুষ, যারা হেসেছিল অন্ধকারে ।

( Chorus with evil music )
এক ঝাঁক সভা, যার ছিল অন্ধ চোখ ।
সাক্ষী ছিল হাজার ইতিহাস ।
কাঁদে মানব জাতি তার সর্বনাশে 
হাসে রাক্ষস, ছড়িয়ে বিনাশ ।

_
২
(Melodramatic music)
চাঁদ সেদিন লুকিয়েছে মুখ
লজ্জায় মানব জাতি ।
ঝলমলে সভাতে হাজার প্রদীপ, 
মুখ ঢেকে নিভায় বাতি । (২)

(Soft sad melody to build up the twist)
দিশাহারা পঞ্চবান, খুলে যায় সেই এক মুঠো ।
বুঝেছিল দেবগণের তথা নরকের চোখ দুটো ।

( Music for the twist )

দেখেছিল জগতের প্রতিরক্ষক
দেয় দুহাত ভরে আশীর্বাদ ।
ঢেকে চাঁদকে অনন্ত ঢেউয়ের মাঝে
শেখায় সমাজকে প্রতিবাদ ।


(Outro in Chorus/high note that fades out)

ছিল সাক্ষী ইতিহাস ।
ছিল সাক্ষী ইতিহাস........।

©Satanik Sil #lalishq #Mahabharat #Mahabharata #Be #Bengali #Bangla #Song  #lyrics #banglasong #Bengalisong
(Chorus to build up the song)

এক ঝাঁক সভা, যার ছিল অন্ধ চোখ ।
সাক্ষী ছিল হাজার ইতিহাস ।
কাঁদে মানব জাতি তার সর্বনাশে 
হাসে রাক্ষস, ছড়িয়ে বিনাশ ।

১
ছিল অভেদ এক মুঠো শক্তি
যার এক আঙ্গুল হাজার সমান !
নির্ভুল দৃষ্টি, বলিষ্ঠ সত্যের 
গাইত মানুষ গুনগান ।

ছিল চাঁদের মত এক কন্যা
যার নয়নে মেশে পাঁচ বান ।
সে ছিল সাগর মাঝে মুক্ত পুথি
যাকে পাওয়ায় কাঁদে শত প্রাণ ।

( Suspense music )
সত্য হেরেছিল একদিন , ছায়া নেমেছিল ঘরে ঘরে ।
ছলনায় মেতে ছিল দুষ্টু মানুষ, যারা হেসেছিল অন্ধকারে ।

( Chorus with evil music )
এক ঝাঁক সভা, যার ছিল অন্ধ চোখ ।
সাক্ষী ছিল হাজার ইতিহাস ।
কাঁদে মানব জাতি তার সর্বনাশে 
হাসে রাক্ষস, ছড়িয়ে বিনাশ ।

_
২
(Melodramatic music)
চাঁদ সেদিন লুকিয়েছে মুখ
লজ্জায় মানব জাতি ।
ঝলমলে সভাতে হাজার প্রদীপ, 
মুখ ঢেকে নিভায় বাতি । (২)

(Soft sad melody to build up the twist)
দিশাহারা পঞ্চবান, খুলে যায় সেই এক মুঠো ।
বুঝেছিল দেবগণের তথা নরকের চোখ দুটো ।

( Music for the twist )

দেখেছিল জগতের প্রতিরক্ষক
দেয় দুহাত ভরে আশীর্বাদ ।
ঢেকে চাঁদকে অনন্ত ঢেউয়ের মাঝে
শেখায় সমাজকে প্রতিবাদ ।


(Outro in Chorus/high note that fades out)

ছিল সাক্ষী ইতিহাস ।
ছিল সাক্ষী ইতিহাস........।

©Satanik Sil #lalishq #Mahabharat #Mahabharata #Be #Bengali #Bangla #Song  #lyrics #banglasong #Bengalisong
sataniksil2455

Satanik Sil

New Creator