দিন শেষে তোর শরীরের সব ঘর্মাক্ত নদী, হাতে করে আমার শিকড় ভেজাই, আমি পাহাড় প্রেমিক সমতল, আর ওগুলো আনে আমার পলিমাটি। গাল ফোলা ওই মসৃণ হিলে, দুষ্টু মিষ্টি অভিমান জমা কপালের ভাজে, আমি প্রতিবার ঝাউ গাছ হয়ে বেড়ে উঠি, আর থেকে যাই। তোর দেহের গড়ন, নীলগিরি থেকে সুবিস্তৃত হিমালয় জুড়ে, চড়াই উৎরাই জুড়ে দামাল ছেলের মত ছুটে চলতে ভালো লাগে, পাগল পাহাড় প্রেমিক আমি, বারবার এভারেস্টের নাগাল পাই তোর স্নেহচুম্বনে, আর তোকে জাপটে ধরলে, কোনো এক চিরসুখী উপত্যকায় হারিয়ে যাই। এমনি লিখে দিলুম আলতু ফালতু 🙂। Image credits: Moans & Moons #পাহাড়_প্রেমিক #yqdada #hypnotizinghums