আদিম প্রকৃতির ঘুম ভাঙছে। ঘন হয়ে আসছে মেঘের কালো ছায়া। কবি, তুমি কি ছন্দের আশায় আছো? থেকো না। ভেঙে ফেলো যা কিছু শুভ অশুভ। প্রতিনিয়ত সবকটা বর্ণ তোমায় আঁকড়ে ধরছে কবি। সব দিক থেকে সমস্ত শক্তি প্রয়োগ করছে তোমায় বেঁধে রাখতে। কিন্তু কবি, তুমি নিজের স্বরূপ ভুলো না। কবি, তুমি সেই আদীঅন্তহিন বয়ে চলা। বর্ণের কি শক্তি যে তোমার বয়ে চলা বাঁধে? বর্ণ তোমার, তুমি বর্ণের নও। তবে কবিতা তোমার, তুমি তোমার কবিতারও। #piccontest124 #yourquoteandmine Collaborating with YourQuote Dada