Nojoto: Largest Storytelling Platform

চোখ খুললেই আলোর শিখা ভ্রু কুঁচকে মুখ বেকানোর স্বভা

চোখ খুললেই আলোর শিখা
ভ্রু কুঁচকে মুখ বেকানোর স্বভাব তার যায়নি !
আমি এগিয়ে যাই তার দিকে সরলরেখা দিয়ে ,
কিন্তু এ যে অন্য মানুষ , আমি তাকে খুঁজে পাইনি ।

আমি এগিয়ে গেলাম আরেকটু , আরও দশ পা দূরে ।
ম্যান্ডোলিন আর ব্যাঞ্জো আর সাথে গিটারের সুরে
আমি এসেছি এক প্রাচীন নগরে  , আসতে আমি চাইনি ।
আমি অন্য মানুষ খুঁজে বেড়াই তবু আসল মানুষ পাইনি ।

হটাৎ এলাম অন্ধকারে , পাহাড়ের বুকে ছোট্ট কোনায় ! 
চোখ মেললেই আলোর শিখা , মুকুট তার জ্বলছে সোনায় ।
আমি খুঁজেছি তাকে সেই গ্রামেতে , হারাতে তাকে চাইনি ।
আমি মানুষটাকেই মিথ্যে ভাবি , তাই আসল মানুষ পাইনি ।

©Satanik Sil a bengali poem with deep meaning
#poem
#bengali
চোখ খুললেই আলোর শিখা
ভ্রু কুঁচকে মুখ বেকানোর স্বভাব তার যায়নি !
আমি এগিয়ে যাই তার দিকে সরলরেখা দিয়ে ,
কিন্তু এ যে অন্য মানুষ , আমি তাকে খুঁজে পাইনি ।

আমি এগিয়ে গেলাম আরেকটু , আরও দশ পা দূরে ।
ম্যান্ডোলিন আর ব্যাঞ্জো আর সাথে গিটারের সুরে
আমি এসেছি এক প্রাচীন নগরে  , আসতে আমি চাইনি ।
আমি অন্য মানুষ খুঁজে বেড়াই তবু আসল মানুষ পাইনি ।

হটাৎ এলাম অন্ধকারে , পাহাড়ের বুকে ছোট্ট কোনায় ! 
চোখ মেললেই আলোর শিখা , মুকুট তার জ্বলছে সোনায় ।
আমি খুঁজেছি তাকে সেই গ্রামেতে , হারাতে তাকে চাইনি ।
আমি মানুষটাকেই মিথ্যে ভাবি , তাই আসল মানুষ পাইনি ।

©Satanik Sil a bengali poem with deep meaning
#poem
#bengali
sataniksil2455

Satanik Sil

New Creator