Nojoto: Largest Storytelling Platform

মন পলাশ আজ সদলবলে, সমাধিস্থ পথের সমান্তরালে, ওই না

মন পলাশ আজ সদলবলে,
সমাধিস্থ পথের সমান্তরালে,
ওই নাকি ওর মৃত্যুঝাপ।

যে হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে ওই মৃত পলাশকে,
বাঁকা এক হাসি টেনে বলছে,
"খুব সস্তা এসব, ঠুনকো মত,
পান থেকে চুন খসে না, ঝরে পরে মন পলাশ।"

ঝরে পরা মন পলাশেরা বানিয়েছে,
আহ্লাদে লাল স্মৃতিসৌধ;
কারা যেন চুম্বক এনে সেখান থেকে, 
ব্যথার ভারী লোহা আহরণ করে,
তাই দিয়ে এক বস্তা প্রেমের সোনা কিনে,
ঘর বেঁধেছে।

 বার্তা নিয়ে হাজির আমি, এক পিওন~

#মন_পলাশ #tdd_bengali
মন পলাশ আজ সদলবলে,
সমাধিস্থ পথের সমান্তরালে,
ওই নাকি ওর মৃত্যুঝাপ।

যে হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে ওই মৃত পলাশকে,
বাঁকা এক হাসি টেনে বলছে,
"খুব সস্তা এসব, ঠুনকো মত,
পান থেকে চুন খসে না, ঝরে পরে মন পলাশ।"

ঝরে পরা মন পলাশেরা বানিয়েছে,
আহ্লাদে লাল স্মৃতিসৌধ;
কারা যেন চুম্বক এনে সেখান থেকে, 
ব্যথার ভারী লোহা আহরণ করে,
তাই দিয়ে এক বস্তা প্রেমের সোনা কিনে,
ঘর বেঁধেছে।

 বার্তা নিয়ে হাজির আমি, এক পিওন~

#মন_পলাশ #tdd_bengali