কবিতা: ক্লান্তনয়ন কবি : নবজাতক সেদিন বাসস্টপেজে একলা দাঁড়িয়ে আছি পাশে কিছু ভদ্রলোক,ভদ্রমহিলা বরাবরই আমি শাড়ি ফুলহাতা ব্লাউজ কপালে ছোট্ট কালো টিপ। কাঁধে ঝোলানো অফিসের ব্যাগ । হঠাৎ বাস আসতেই উঠে পড়লেম এক্কেবারে দৌড় । আমার সমগ্র চেতনালোকে একটাই ব্যতিব্যস্ততা মনীন্দ্রের মায়ের অসুখ । ওকে মাসে হাজার চারেক আর বাড়ির হাজার আটেক। ভাবছিলাম এমাসের কিছুটা বেশি করেই এন .জিও তে দেবো। কাজের মাসি মানুদিদির মেয়েটি মাধ্যমিকে 623 ওকে এবারে একটা সাইকেল কিনে দেবো। ভাবতে ভাবতেই পাশের দিকে চোখ ভয়ংকর সে চাহনি একটা গোগ্রোসে গিলে ফেলা সুতীক্ষ চোখ " আমার সহোদরে, একটা বাঁকুড়া,একটা পুরুলিয়া " হাজার কৃষ্ণকলি মাহাতো জ্বলন্ত লালিহান শিখা তাই গর্জে উঠবে তীব্র প্রতিবাদ বৃদ্ধ গোছের লোকটা পিতৃসম । নারী দেহ শুধু যৌনতার খেলায় উন্মত্ত পুরুষ চোখে? তাইতো " চক্ষুগ্রাস "এ ক্লান্তনয়ন বিচার চায় সমাজবুকে ।🔥🙏 নারীবাদী লেখক #Wonderful writing #Best writing #Respectful concept #feminist #Navajatok #shubhojittarafder