Nojoto: Largest Storytelling Platform

ভাবের পথিক সৌরভ বসাক ফিনিক্স যদি পড়ত ফিজিক্স,পুড়ত

ভাবের পথিক
সৌরভ বসাক
ফিনিক্স যদি পড়ত ফিজিক্স,পুড়ত না আর রোদে,
নামিয়ে ডানা অপেক্ষমান,নয়ন থাকত মুদে।
এমনি করেই অবোধ উড়ান-
প্রেম ফিরিয়ে শুনত নিদান-
ফিনিক্স তবে পেঁচক হত,চোখ রাখত চাঁদে!
ফিনিক্স তবু গা ভাসালো প্রেমজাগানো রোদে।

ভ্রমর যদি ফোটোন্যাস্টির তত্ত্ব শুধু জানত,
বুজে পড়া পদ্মপাতায় আটকে সে কি থাকত?
গান গেয়ে সে মদ্য পেয়ে-
বিকেল হলেই ফিরত ধেয়ে-
ভ্রমর তবে মশক হত,স্বার্থ শুধু রক্ত!
ভ্রমর তবু মন রাখল,মনভোলানো মন তো!

আজব ভালো এমনতরো আমরণের ভাব,
এ জগতে বিদায় নিয়ে রাখল যারা ছাপ।
এবার আসি আমার কথায়,
তোমার তরে যাইবা কোথায়?
অনেক পাতায় তত্ত্ব ঘেটে পাইনি কোনো সূত্র।
জ্ঞানের কাগজ থাকল পড়ে,রিক্ত প্রাণের পত্র।

পুনশ্চতে থাকবে প্রকাশ,বন্ধ তাদের দোর-
ভাবুক হয়ে ভাবের ঘরে অভাব যাদের ঘোর।
আকাশ-বাতাস-অরণ্যেতে,
কি়ংবা ঘরে আসন পেতে-
চাইবে যেতে অবোধ হয়ে,সন্ধে-দুপুর-ভোর!
পুনশ্চতে বলল,এদের মিলবে প্রেমের ওর। #ভাবেরপথিক-©️সৌরভ বসাক সন্দেশ Samiran Bandyopadhyay KARUNESH shivam kumar mishra Dr.Imran Hassan Barbhuiya
ভাবের পথিক
সৌরভ বসাক
ফিনিক্স যদি পড়ত ফিজিক্স,পুড়ত না আর রোদে,
নামিয়ে ডানা অপেক্ষমান,নয়ন থাকত মুদে।
এমনি করেই অবোধ উড়ান-
প্রেম ফিরিয়ে শুনত নিদান-
ফিনিক্স তবে পেঁচক হত,চোখ রাখত চাঁদে!
ফিনিক্স তবু গা ভাসালো প্রেমজাগানো রোদে।

ভ্রমর যদি ফোটোন্যাস্টির তত্ত্ব শুধু জানত,
বুজে পড়া পদ্মপাতায় আটকে সে কি থাকত?
গান গেয়ে সে মদ্য পেয়ে-
বিকেল হলেই ফিরত ধেয়ে-
ভ্রমর তবে মশক হত,স্বার্থ শুধু রক্ত!
ভ্রমর তবু মন রাখল,মনভোলানো মন তো!

আজব ভালো এমনতরো আমরণের ভাব,
এ জগতে বিদায় নিয়ে রাখল যারা ছাপ।
এবার আসি আমার কথায়,
তোমার তরে যাইবা কোথায়?
অনেক পাতায় তত্ত্ব ঘেটে পাইনি কোনো সূত্র।
জ্ঞানের কাগজ থাকল পড়ে,রিক্ত প্রাণের পত্র।

পুনশ্চতে থাকবে প্রকাশ,বন্ধ তাদের দোর-
ভাবুক হয়ে ভাবের ঘরে অভাব যাদের ঘোর।
আকাশ-বাতাস-অরণ্যেতে,
কি়ংবা ঘরে আসন পেতে-
চাইবে যেতে অবোধ হয়ে,সন্ধে-দুপুর-ভোর!
পুনশ্চতে বলল,এদের মিলবে প্রেমের ওর। #ভাবেরপথিক-©️সৌরভ বসাক সন্দেশ Samiran Bandyopadhyay KARUNESH shivam kumar mishra Dr.Imran Hassan Barbhuiya
tubaibasu5255

@Tubai

New Creator