Nojoto: Largest Storytelling Platform

কথা ছিল এভাবেই সারা জীবন থেকো যাবো একসাথে ভাববো এক

কথা ছিল এভাবেই সারা জীবন থেকো যাবো একসাথে
ভাববো একে অপরের কথা, একই সঙ্গে ঝরবো আনন্দপ্রপাতে।
তারপরেও এমন কি হল যে ছেড়ে চলে গেলে
একরাশ নিস্তব্ধতায় ঠেলে দিয়ে...
আমার কি কোনো ভুল ছিল! বলো না!
আমার মনটা ফিকে পড়েছিল! মানিয়ে নিতে পারছিল না?
নাকি আমার রূপের মাধুর্য আর তোমার চোখে প্রতিফলিত হচ্ছিল না!
তবুও ভাবতে ভালো লাগে, সব দোষ ছিল আমার
ভাবতে ভালো লাগে, আমি তোমায় কষ্ট দিলেও
তুমি কখনও কষ্ট দাও নি আমায়...
কি বা করার আছে কথার উপর কথা সাজানো ব্যতিত!
কখনও খুঁজতে চাওনি আমার কষ্টগুলোও আচঁড়ে আচঁড়ে বাড়ায় নুড়ির ক্ষত
আজও একলা মন সিলিং ছোঁয়া কথায় দিক্ বিদিক জ্ঞানশূন্য
ঘোর অবেলায় ঘর জুড়ে বৃষ্টি নামে শুধু তোমারই জন্য।
 "তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে--
              ছিন্ন যবে হল তার ,ফেলে গেলে ভূমি-'পরে।
                   নীরব তাহারি গান, আমি তাই জানি তোমারি দান--
                        ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায়, 
                             সুরহারা মূর্ছনাতে॥"
 

#yqbaba #yqdada #yqtales #shattered_soul
কথা ছিল এভাবেই সারা জীবন থেকো যাবো একসাথে
ভাববো একে অপরের কথা, একই সঙ্গে ঝরবো আনন্দপ্রপাতে।
তারপরেও এমন কি হল যে ছেড়ে চলে গেলে
একরাশ নিস্তব্ধতায় ঠেলে দিয়ে...
আমার কি কোনো ভুল ছিল! বলো না!
আমার মনটা ফিকে পড়েছিল! মানিয়ে নিতে পারছিল না?
নাকি আমার রূপের মাধুর্য আর তোমার চোখে প্রতিফলিত হচ্ছিল না!
তবুও ভাবতে ভালো লাগে, সব দোষ ছিল আমার
ভাবতে ভালো লাগে, আমি তোমায় কষ্ট দিলেও
তুমি কখনও কষ্ট দাও নি আমায়...
কি বা করার আছে কথার উপর কথা সাজানো ব্যতিত!
কখনও খুঁজতে চাওনি আমার কষ্টগুলোও আচঁড়ে আচঁড়ে বাড়ায় নুড়ির ক্ষত
আজও একলা মন সিলিং ছোঁয়া কথায় দিক্ বিদিক জ্ঞানশূন্য
ঘোর অবেলায় ঘর জুড়ে বৃষ্টি নামে শুধু তোমারই জন্য।
 "তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে--
              ছিন্ন যবে হল তার ,ফেলে গেলে ভূমি-'পরে।
                   নীরব তাহারি গান, আমি তাই জানি তোমারি দান--
                        ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায়, 
                             সুরহারা মূর্ছনাতে॥"
 

#yqbaba #yqdada #yqtales #shattered_soul
sangitasaha5698

Sangita Saha

New Creator