তুমি যাওয়ার সময় যাই বলোনি, বলেছিলে আসি.. চোখে ছিলো জলের কণা,ঠোঁটের কোণে হাসি। শেষ কথাটি যত্ন করে রেখেছিলাম তুলে, কাজের ফাঁকে,দিনের শেষে কখন গেছি ভুলে! রাতের শেষে হঠাৎ তখন বাইরে ঝড়ো হাওয়া, শেষ কথাটি বুকের ভিতর হঠাৎ দিল নাড়া! সে যাওয়ার সময় যাই বলেনি,বলেছিল আসি.. তার চোখে যে ছিল জলের কণা,ঠোঁটের কোণে হাসি! তখন যে কথাটি বলতে গিয়েও হয়নি আসলে বলা, *হে প্রিয়... বিদায় তোমায়, কারণ "আসি" মানেই তো যাওয়া।। #piyaS