Nojoto: Largest Storytelling Platform

রূপক পীতাভ এ অম্বরে আজ, আবারও কাহার তরে রক্তাভ খাঁ

রূপক
পীতাভ এ অম্বরে আজ,
আবারও কাহার তরে রক্তাভ খাঁজ।
ভুবন ঘুরে পাবে কি আর ?
রূপের এমন কদর্য বাহার।।
হয় তো বিষাক্ত আজ 
এ হৃদয়ের যুক্তিহীন সব কাজ।
এই ক্লেশ শুধুই যে তাহার 
এই কুণ্ঠিত হৃদয় যাহার ।।
উজ্জ্বল তবে নিশিদ্ধ আজ,
অদৃশ এক বন্ধনের ভাঁজ।
বাড়িয়ে দিয়ে অস্রের ধার
প্রস্তুত হতে হবে যে আমার।।
ভুলে গিয়ে সব অভিমান 
নিয়তিকে জানাই আহবান আজ।
দৃঢ় রেখে বন্ধন সবার
প্রস্তুত হতে হবে যে আবার।।

©Devjyoti Samanta রূপক

#findurself
রূপক
পীতাভ এ অম্বরে আজ,
আবারও কাহার তরে রক্তাভ খাঁজ।
ভুবন ঘুরে পাবে কি আর ?
রূপের এমন কদর্য বাহার।।
হয় তো বিষাক্ত আজ 
এ হৃদয়ের যুক্তিহীন সব কাজ।
এই ক্লেশ শুধুই যে তাহার 
এই কুণ্ঠিত হৃদয় যাহার ।।
উজ্জ্বল তবে নিশিদ্ধ আজ,
অদৃশ এক বন্ধনের ভাঁজ।
বাড়িয়ে দিয়ে অস্রের ধার
প্রস্তুত হতে হবে যে আমার।।
ভুলে গিয়ে সব অভিমান 
নিয়তিকে জানাই আহবান আজ।
দৃঢ় রেখে বন্ধন সবার
প্রস্তুত হতে হবে যে আবার।।

©Devjyoti Samanta রূপক

#findurself