Nojoto: Largest Storytelling Platform

হে সবুজ, তুমি কেমনে করিলে গেরুয়া বৃক্ষ রোপন যাহা

হে সবুজ,
তুমি কেমনে করিলে গেরুয়া বৃক্ষ রোপন
যাহা বাড়িতে লাগে শুধু রক্তের তর্পন
বাংলা এখন ভাঙছে শুধু বৃক্ষদ্বয়ের কারণে।
ছড়িয়েছে তারা এই বিষধর মূল 

সমাজ এখন দ্বিধাবিভক্ত
কিন্তু সবার লাল সেই রক্ত
কেহ বা মসজিদ কেহ বা মন্দির
সমাজ এখন ধর্মের বন্দি

বিদ্যা এখন বৃদ্ধা তাই
তোলাবাজিতে বাংলা এখন সিদ্ধ তাই
ভর্তি হতে কলেজে এখন শুধু তোলা চাই
পাড়ার মোড়ে দাঁড়িয়ে এখন উন্নয়নের মূর্তি তাই Part 1
হে সবুজ,
তুমি কেমনে করিলে গেরুয়া বৃক্ষ রোপন
যাহা বাড়িতে লাগে শুধু রক্তের তর্পন
বাংলা এখন ভাঙছে শুধু বৃক্ষদ্বয়ের কারণে।
ছড়িয়েছে তারা এই বিষধর মূল 

সমাজ এখন দ্বিধাবিভক্ত
কিন্তু সবার লাল সেই রক্ত
কেহ বা মসজিদ কেহ বা মন্দির
সমাজ এখন ধর্মের বন্দি

বিদ্যা এখন বৃদ্ধা তাই
তোলাবাজিতে বাংলা এখন সিদ্ধ তাই
ভর্তি হতে কলেজে এখন শুধু তোলা চাই
পাড়ার মোড়ে দাঁড়িয়ে এখন উন্নয়নের মূর্তি তাই Part 1