Nojoto: Largest Storytelling Platform

শেষ ইচ্ছে। আমার মাটির ঘরে তোমার নিমন্ত্রন রলো, এ

শেষ ইচ্ছে।

আমার মাটির ঘরে তোমার নিমন্ত্রন রলো, 
একটি রজনীগন্ধা রেখে,একটু কথা বলো,
জানি তখন তোমার বেজায় ব্যস্ততা,
স্বামী আর বাচ্চা গুলো নিয়েই তোমার পূর্ণতা,
হবে কী তখন পাচঁটি মিনিট তোমার?
হয়তো হবে, হয়তোবা না,
হয়তোবা মনেই থাকবে না আমার অস্ত্বিত্বের কথা,
তখন জানো তোমায় মটেও বিরক্ত করবো না,
তোমার কথা মনে করে আর কদবো না,
হাওয়ায় মিশে তোমাকে স্পর্ষ করবো,
তোমার ছায়ার বেশে নিজেকে জরাবো, 
তুমি আমায় দেখবে না তখন আমি তোমায় দেখবো,
এক পাক্ষিক ভালোবাসা,তখনো তোমায় বাসবো।

-অর্ণিল শেষ ইচ্ছে।
#poetry
#bangla_poetry
শেষ ইচ্ছে।

আমার মাটির ঘরে তোমার নিমন্ত্রন রলো, 
একটি রজনীগন্ধা রেখে,একটু কথা বলো,
জানি তখন তোমার বেজায় ব্যস্ততা,
স্বামী আর বাচ্চা গুলো নিয়েই তোমার পূর্ণতা,
হবে কী তখন পাচঁটি মিনিট তোমার?
হয়তো হবে, হয়তোবা না,
হয়তোবা মনেই থাকবে না আমার অস্ত্বিত্বের কথা,
তখন জানো তোমায় মটেও বিরক্ত করবো না,
তোমার কথা মনে করে আর কদবো না,
হাওয়ায় মিশে তোমাকে স্পর্ষ করবো,
তোমার ছায়ার বেশে নিজেকে জরাবো, 
তুমি আমায় দেখবে না তখন আমি তোমায় দেখবো,
এক পাক্ষিক ভালোবাসা,তখনো তোমায় বাসবো।

-অর্ণিল শেষ ইচ্ছে।
#poetry
#bangla_poetry