Nojoto: Largest Storytelling Platform

রাতের আকাশ; দেখে চাঁদের ছোঁয়ায়, মন আমার; কেঁদেছে

রাতের আকাশ; দেখে চাঁদের ছোঁয়ায়,
মন আমার; কেঁদেছে একা একা বসে,
তারই মতো; বুদ্ধ হতাম কারোর আলোয় 
কেউ যদি; থাকতো পাশে দিনের শেষে।

কোন হাওয়ার; তুই যে সাথে এলি,
যে প্রেম বাহার; মনে উঠে গেলো,
সাজানো আজ লাগছে সবকিছুই,
যেটা কাল ছিলো পুরো এলোমেলো।

শিখেছি আবার; হেঁসে বাচঁতে আমি,
বিষাদাভাব ফুরিয়ে হঠাৎ সবই গেলো,
কোন শহর কে যানে মন হারিয়ে গেছে,
লাগছে তবু, অনেক কিছু জয়ী হলো ।

©Akash Kedia #lovetaj #Love #Bengali #bhalobasha
রাতের আকাশ; দেখে চাঁদের ছোঁয়ায়,
মন আমার; কেঁদেছে একা একা বসে,
তারই মতো; বুদ্ধ হতাম কারোর আলোয় 
কেউ যদি; থাকতো পাশে দিনের শেষে।

কোন হাওয়ার; তুই যে সাথে এলি,
যে প্রেম বাহার; মনে উঠে গেলো,
সাজানো আজ লাগছে সবকিছুই,
যেটা কাল ছিলো পুরো এলোমেলো।

শিখেছি আবার; হেঁসে বাচঁতে আমি,
বিষাদাভাব ফুরিয়ে হঠাৎ সবই গেলো,
কোন শহর কে যানে মন হারিয়ে গেছে,
লাগছে তবু, অনেক কিছু জয়ী হলো ।

©Akash Kedia #lovetaj #Love #Bengali #bhalobasha
akashkedia1107

Akash Kedia

New Creator