“ একটি মেয়ে হেঁটে যায় আমার ভিটের জানালা রেখে , ঢুলু বিকেল পর্যন্ত তার অপেক্ষা , আমি তাকিয়ে দেখিনা , কিন্তু তার নিরবে ডেকে যাওয়া বুঝি । শিউলির ডাকে আমি চোখ রেখেছিলাম , সাদা ছাপা শাড়ি তার পছন্দ , ভেজা চুলে রোদ্দুর মেখে আসে । শিশির সিন্ধু সভ্যতা গড়ে তোলে তার পায়ে । অল্প ভেজা মাটিতে তার পায়ের ছাপ রেখা কেটে যায় । আমি হাত বাড়িয়ে সেখানে সুখ খুঁজি , স্পর্শ হয় তার চাওয়া আমাদের — অনেক শিউলি ফুলের ভীড়ে । ” একটি মেয়ে । শুভ সরকার । ° ১৭ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ । ° ° ° #yqdada #yqbaba