Nojoto: Largest Storytelling Platform
sanjitdasbairagy6314
  • 12Stories
  • 2Followers
  • 65Love
    126Views

Sanjit Dasbairagya

  • Popular
  • Latest
  • Video
07da0936cd149de4c4f5c2adc5407cde

Sanjit Dasbairagya

Person's Hands Sun Love তোমার সীমানায় 

আমি দেখিনি কখনও ঠিকই
টাইগার হিলস এ ওঠা অপূর্ব সূর্যোদয় 
কিন্তু সে চাহিদা আমার পূরণ করেছে
তোমার চোখের গভীর মুগ্ধ চাহনি।।

সেভাবে কখনও
শীতের রোদের উত্তাপে নিজেকে মিশিয়ে দিতে পারিনি ঠিকই
তবে তার অভাব ঘুচিয়ে দিয়েছে 
ভালবেসে কাছে টেনে তোমার দীর্ঘ আলিঙ্গন।।

সর্দি লাগার ভয়ে কখনও
গুড়ো বৃষ্টি তে ভেজা হয়ে ওঠে নি ঠিকই
কিন্তু তার অনুভবে কোনো খামতি থাকে নি
তোমার নিবিড় অনন্ত ভালবাসায়।।

সেভাবে কখনও 
খুশির সমুদ্রে নিজেকে ভাসিয়ে তুলতে পারিনি ঠিকই
কিন্তু তার চাহিদাও শতভাগ পূর্ণ হয়েছে
একসাথে নির্জনে বসে কাঁধে মাথা রেখে রাতের আকাশ দেখায় ।।

ভালোবাসার সংজ্ঞাটা আজও সঠিক ভাবে জানা হয়নি ঠিকই
কিন্তু  শেষমেশ সে আক্ষেপের সুর ম্লান হ্য়ে যায় 
তোমার নিঃশর্ত ভালবাসায়।।

©Sanjit Dasbairagya
  তোমার সীমানায়

তোমার সীমানায় #কবিতা

07da0936cd149de4c4f5c2adc5407cde

Sanjit Dasbairagya

আমি স্টুডেন্ট বলছি

ফোনেই কাটছে দিন,এখন রাত্রি দিন 
ফোন ছাড়া অচল এ জীবন;
দিবস রজনী তাই ,বসে আছি মৃতপ্রায় 
কিছুতেই মানে না যে মন।
 
জানালায় চোখ রাখি ,কোকিল পাখি টা দেখি
নিয়মিত গাইছে সে গান;
শুনি তাই মন দিয়ে, মুড়ির বাটি টা নিয়ে 
লকডাউন  এ ক্লান্ত এ প্রাণ।

একটুকু বেলা হলে ,খাওয়া দাওয়া সারা হলে
 আরামে ঘুমাতে যাই বেডে;
অবাক নয়নে চাই ,বুঝিবারে নাহি পাই 
সকাল নাকি বিকাল হলো মোটে।

কত আশা মনে জাগে ,রাত্রিতে পড়বো জেগে
সন্ধ্যে টা করি নাহয় নষ্ট;
তারপর রাত হলে ,সব আশা যায় চলে
ফোন  ঘাটতে হয় না তো কষ্ট!

এভাবেই চলছে দেশ ,মজাতেই কাটছে বেশ
তবুও লাগছে খুব ভয়;
মরি বুঝি করোনায় ,নয়ত বা পরীক্ষায় 
আমাদের বাঁচা বড় দায়।।

@সঞ্জিত #darkness
07da0936cd149de4c4f5c2adc5407cde

Sanjit Dasbairagya

নিশি রাতের কবি

            রাজা

মনের মাঝারে যেদিন হতে এঁকেছি তব ছবি,
সেদিন হতে হয়েছি আমি নিশি রাতের কবি।

প্রথম প্রেমে ঠকেছি জীবনে,হয়েছি ছারখার।
পূর্ণিমার চাঁদ হয়ে এলে মোর জীবনে-
স্বপ্নের জাল বুনলাম আবার।

আজ কেন তবে চলে গেলে তুমি,আমায় ফেলে একা?
নিশি দিনে আজ ভুলিতে পারি না,প্রথম সেই দেখা।

তোমার সেই প্রথম দেখা,প্রথম সেই ছোয়া।
মায়াবী তোমার নয়ন ওগো আমার পানে চাওয়া।।

জীবন নদী বয়ে চলে আজ,তরী তে নেই দাঁড়।
সুখের সাজানো সে ভালোবাসা আজ হয়ে গেলো ছারখার।।

অমাবস্যা রাত কাটছে আমার,সম্বল বলতে ছবি।
তোমার বিরহে হয়েছি আজ
নিশি রাতের কবি।।
🙂🙂 #twilight
07da0936cd149de4c4f5c2adc5407cde

Sanjit Dasbairagya

কৃষ্ণে প্রেম তো সবাই করে 
মজিয়া থাকে সর্বক্ষণ।
আমি কিন্তু রাধাপ্রেমী
কৃষ্ণ যার প্রাণের ধন।।

             --সঞ্জিত

07da0936cd149de4c4f5c2adc5407cde

Sanjit Dasbairagya

মুক্তি

 এগোচ্ছে সময়, চলছে জাতি,মানুষ এখন যন্ত্র
তবুও কেন কঠোর আজ বেঁচে থাকার মন্ত্র?
দুঃখ সুখ অলসতা সবই আজ একঘেয়ে
নিয়মিত অভ্যাস টাই কোথায় গেলো হারিয়ে!

বিছানা ছেড়ে সকাল সকাল কাজের পথে পাড়ি
অতীত ওসব , বন্ধু এখন বারান্দা আর বাড়ি।
কি বা ধনী কি বা গরীব ঘরেতেই আজ বন্দী
রাজনীতির ও নেই যে জানা মুক্তি পাওয়ার ফন্দি।
মহামারীর একি প্রকোপ জাতি দিশেহারা 
আখের গোছাতে ব্যস্ত আজ সমাজ  স্তম্ভ যারা।
ভাঁড়ার যাদের পূর্ণ ; কাটছে তাদের বেশ
কিন্তু যারা দিনমজুর; তারা যে আজ শেষ!
ভেবেছ কি তাদের কথা , নিয়েছ কি খবর?
দিনমজুরের জীবনধারা ,জীবন্ত কবর।
সময় পেলে একটু ভেবো , করছো কি ঠিক?
কর্মফল অপেক্ষারত ,এটাই স্বাভাবিক।

রাজনীতি টা তুলে রাখো মাচায় কিংবা শিকেই
কালমেঘ কাটলে নাহয় পারবে নিজের হাতেই।
মানুষ এখন বাঁচুক তবে প্রাণভরে নিক শ্বাস
দুর্দিনের মেঘ কাটবে আবার এটুকুই বিশ্বাস।।

[কলমে ও চিন্তাধারায় -- সঞ্জিত দাসবৈরাগ্য
পরামর্শ ও শব্দচয়নে -- রমিত মুখার্জী] #current situation

#current situation

07da0936cd149de4c4f5c2adc5407cde

Sanjit Dasbairagya

কলঙ্ক রাধারও ছিল, দোষ তো হয় নি মোটে
আশা জাগে এমন কলঙ্ক আমার ভাগ্যেও জোটে।।

@সঞ্জিৎ
07da0936cd149de4c4f5c2adc5407cde

Sanjit Dasbairagya

কবিপ্রণাম

জন্ম নিয়েছি যবে আমরা সকলে
তোমারই জ্ঞানের ঋণে  হয়েছি  দখলে।
বিশ্বের গুরু তুমি মোদের ঠাকুর
বাঙালির পিতা তুমি রয়েছ সুদূর ।
দূর সে তো দূর নয় নিকট খুবই
হৃদয়ের অন্তঃস্থল চেনো না তা কি?
সুখ হোক দুঃখ হোক প্রেম কিংবা লড়াই
তোমার শিক্ষাই সবে সাহস জোগায় ।
সফলতার আনন্দ হোক বা ব্যর্থতার গ্লানি
নিয়মিত তোমার সুরেই জীবনের সুর বাঁধি ।
কত কি আসবে যাবে পৃথিবী জুড়ে 
তুমি শুধু রয়ে যাবে যুগের গভীরে ।
লেখনীর ধারা হোক বা নৃত্যের ছন্দ
শিল্পের মাঝেই তুমি রয়েছ আবদ্ধ।।
                                 
                                   -- সঞ্জিৎ #রবীন্দ্রনাথ

#রবীন্দ্রনাথ #poem

07da0936cd149de4c4f5c2adc5407cde

Sanjit Dasbairagya

রাত্রির চন্দ্র যেমন মুগ্ধ করে সমগ্র আকাশ স্বল্প আলোয়

দিবসের সূর্য কি আর আনতে পারে সে মুগ্ধতা শত তেজেও?

জীবনের সুখ দুঃখ সৌন্দর্য যায় যে সরে সময় পরে

ভালোবাসার বন্ধন ই তো অটুট থাকে যুগান্তরে ।।









 #BuddhaPurnima
07da0936cd149de4c4f5c2adc5407cde

Sanjit Dasbairagya

রাত্রির চন্দ্র যেমন মুগ্ধ করে সমগ্র আকাশ স্বল্প আলোয়

দিবসের সূর্য কি আর আনতে পারে সে মুগ্ধতা শত তেজেও?

জীবনের সুখ দুঃখ সৌন্দর্য যায় যে সরে সময় পরে

ভালোবাসার বন্ধন ই তো অটুট থাকে যুগান্তরে ।।









 #BuddhaPurnima
07da0936cd149de4c4f5c2adc5407cde

Sanjit Dasbairagya

রাত্রির চন্দ্র যেমন মুগ্ধ করে সমগ্র আকাশ স্বল্প আলোয়

দিবসের সূর্য কি আর আনতে পারে সে মুগ্ধতা শত তেজেও?

জীবনের সুখ দুঃখ সৌন্দর্য যায় যে সরে সময় পরে

ভালোবাসার বন্ধন ই তো অটুট থাকে যুগান্তরে ।। #BuddhaPurnima
loader
Home
Explore
Events
Notification
Profile