Nojoto: Largest Storytelling Platform
shahanajparvinsa3300
  • 20Stories
  • 18Followers
  • 167Love
    1.4KViews

Shahanaj Parvin Sarkar

  • Popular
  • Latest
  • Video
08deff4ce3d14c57181097d775f32a23

Shahanaj Parvin Sarkar

আচ্ছা মানুষের জীবনটা এই পাতাঝরার দিনগুলির মতো । কি তাই না ? প্রতিনিয়ত ঝরে পড়ছে মাটিতে । নিজের স্বপ্ন কখনো ঝরে পড়ছে , কখনো বন্ধুত্ব ঝরে পড়ছে কিছুটা অভিমান নিয়ে, কখনো বা "প্রাক্তন" নামটাকে শক্ত করে জড়িয়ে  হারিয়ে যাচ্ছে অনেকেই । সেই ঝরে যাওয়া পাতাটা যেনো মধ্যরাতে গড়িয়ে পড়া মুক্তো হয়ে নিজেকে খুঁজে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু শীতের পর বসন্ত আসলে যেমন  আবার নতুন করে পাতা - কুঁড়িরা জেগে ওঠে ঠিক তেমনি নতুন করে বাঁচার তাগিদে , নতুন করে আবার নিজেকে গড়ে তুলতে বসন্ত হাতছানি দিয়ে উঁকি মারে প্রত্যেকের জীবনে । সবাই সেই ডাকটিরই অপেক্ষায় থাকে চাতক পাখির মতো । কিন্তু সত্যিই কি বসন্ত সব কিছু মুছে দিতে পারে , নাকি আমরাই দিনের পর দিন জমতে থাকা পাহাড়েই অভ্যস্ত হয়ে যাই ? নাকি আমরা জোর করে ভুলে থাকতে চাই শীতের ঝরে যাওয়া পাতার সংখ্যাটা ? মনের গভীরে অজানা দ্বন্দ্ব গুলো কি মুছে দিতে ব্যার্থ হয় না বসন্তের কোকিল !! ডিসেম্বরের রাতে কান পাতলে কি জেগে ওঠে না অতীত , নাকি তখনও আমরা নিজের ওপর "ভালো থাকার" প্রলেপ লাগাতে ব্যস্ত ।

এভাবেই প্রতি বছরই শীত আসে,প্রতি বছরই ঝরে যায় পাতা !! কিন্তু তবুও আমরা থেকে যাই...এভাবেই আমাদের থেকে যেতে হয় হোক না সেটা "অভ্যেস"🍂

©Shahanaj Parvin Sarkar #Love

Love #Life

08deff4ce3d14c57181097d775f32a23

Shahanaj Parvin Sarkar

আশ্বিনের মেঘমালা জমলো আকাশে,
চারিদিকে সাজো সাজো রব
ঢাকঢোল এর সমারোহে কাসর ঘণ্টার আওয়াজে
কাশফুলের গন্ধের রেশ
নবরূপে ,নবসাজে,নবধ্যানে আসছেন নারীশক্তি
দুষ্টের দমনে তেজস্বী, মহিষাসুর মর্দিনী
ন্যায়ের বার্তা নিয়ে জাগরিত মানবী
শোভা ময় চারিদিক আগমনীর সুরে
দেবীর অকালবোধন এ বাতাসও আজ গাইছে "বাজলো তোমার আলোর বেনু"
স্বর্গের দুর্গা যখন সেজে উঠছে আলোক ধারায়
পৃথিবীর দুর্গা তখন দুটো ভাতের অপেক্ষায়
হ্যাঁ সে পথের দুর্গা,আমার দুর্গা
পথের দুর্গার মেলেনা চাল, বর্ষায় ঘর ভেসে যায়
পথের দুর্গা নির্যাতনে ঘোমটায় মুখ লুকায়
পথের দুর্গা ধর্ষিতা হয় রাস্তায় পথে ঘাটে
পথের দুর্গার দেখা মিলে কাস্তে হাতে মাঠে
এই দুর্গার নেইকো সাজ,নেই রূপের ঝলক
আছে শুধু শুকনো মুখে হাজার চিন্তার ফলক
স্বর্গের দুর্গার সুগন্ধি তে বাতাস ভরে যায়
পথের দুর্গা ছেলে কোলে এখনও স্বামীর অপেক্ষায়
পথের দূর্গাই যেদিন হবে তেজস্বিনী
সেই দিন ই নারীশক্তির আধার হোয়ে তোমার দূর্গাই হবে আমার কাছে
 মহিষাসুর মর্দিনী।
08deff4ce3d14c57181097d775f32a23

Shahanaj Parvin Sarkar

08deff4ce3d14c57181097d775f32a23

Shahanaj Parvin Sarkar

08deff4ce3d14c57181097d775f32a23

Shahanaj Parvin Sarkar

জিবনে সুখী হতে গেলে কি বয় ফ্রেন্ড খুব প্রয়োজন? না,চাই না বয়ফ্রেন্ড শুধু চাই একটা বেস্ট ফ্রেন্ড। যার সাথে শেয়ার করা যায় সমস্ত কিছু।যে হাজার ব্যাস্ততার মাঝে দিনের শেষে এসে বলবে"কিরে কি করছিস" যার সাথে জীবনের আনন্দ গুলোর সাথে সাথে ভাগ করে নেওয়া যায় নিজেদের জীবনের লুকিয়ে রাখা দুঃখ গুলো। যাকে সবকিছু নির্দ্বিধায় মন খুলে বলা যায়।বেস্ট ফ্রেন্ড মানে যার সাথে একদিন কথা না হলে হাজার অভিমান মনে জমা হয়।বেস্ট ফ্রেন্ড তো সেই যার সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না আর তাকে খিস্তি দেওয়া আর খেপানোর মতো মহৎ কাজ পৃথিবীতে নেই।যে আপনাকে মাঝে মাঝে এসে বলবে "ওই একটা গার্লফ্রেন্ড খুঁজে দে না।"যার সাথে আপনি একটা কথা বললেই আপনি বুঝতে পারবেন যে তার মুড অফ।যে আপনার সমস্ত অত্যাচার সহ্য করবে। যে "যা তোর সাথে আর কথা বলবো না"বলে কিছুক্ষন পর নিজেই মেসেজ করে।বেস্ট ফ্রেন্ড তো সেই যে আপনাকে সব থেকে ভালো বুঝবে আর সব থেকে বেশি রাগাবে।-- এই ঝগড়া,রাগ,অভিমানের মাঝে কোথাও যেনো একটা বন্ধুত্বের আবেগ জড়িয়ে থাকে।এই পৃথিবীতে তারা খুব লাকী যাদের বেস্ট ফ্রেন্ড আছে।
#bff
#bestfriend #bestfriend
#valo lagle janaben 🙏

#bestfriend #Valo lagle janaben 🙏 #story #bff

08deff4ce3d14c57181097d775f32a23

Shahanaj Parvin Sarkar

দিনে যতই তুমি wp,fb আর  বন্ধু দের সাথে গল্প করে সময় কাটাও না কেনো দিনের শেষে কিন্তু তুমি একাই থেকে যাও...
08deff4ce3d14c57181097d775f32a23

Shahanaj Parvin Sarkar

রাতের নির্জন আকাশের ধ্রুবতারা টি
হলো আমার রাত জাগার সঙ্গী🍂🍁 #ধ্রুবতারা

#ধ্রুবতারা #story

08deff4ce3d14c57181097d775f32a23

Shahanaj Parvin Sarkar

ইন্টারনেট

জীবন এখন অনেক সহজ
ওই যে দুহাতে ধরার যন্ত্রটা
ওইখানেই কেটে যায় অনেক টা সময়
জাস্ট একটা ক্লিকে পৃথিবী আজ হাতের মুঠোয়
অন্তর্জালে আবদ্ধ পৃথিবী আজ যেনো কোনো যন্ত্র
কিন্তু একটা সময় ছিল 
যখন মানুষ মানুষে কথা হতো,
বিকেল হলেই সবাই ছুটতো মাঠে
কালবৈশাখীতে আম কুরোনো হতো
খোলা মাঠে ঘুড়ি উড়ত
কিন্তু সেসব এখন অতীত
বর্তমান ইন্টারনেটের যুগে ওগুলো হলো ব্যাকডেটেড
মানুষ আজ হাসতে ভুলে গেছে
ভুলে গেছে প্রাণ খুলে কথা বলতে,
না ঈষৎ হাসে বটে ফেসবুক এর পোস্ট দেখে
কিন্তু ওই হাসিতে নেই কোনো প্রাণবন্ততা
নেই কোনো স্বচ্ছতা, উন্মুক্ততা
পৃথিবী টা কি সত্যিই সহজ হয়ে গেছে?
নাকি জটিলতায় আচ্ছন্ন হয়ে গেছে
আজ তাই হোয়ত  ক্লান্ত পৃথিবী নিরবে বলছে
দিওনা আমাকে বেসুরো করে
দিওনা আমাকে  রংহীন করে। #ইন্টারনেট

#ইন্টারনেট #story

08deff4ce3d14c57181097d775f32a23

Shahanaj Parvin Sarkar

ধর্মযুদ্ধ

 ব্যাস্ত শহরের মানুষের কোলাহলের মাঝে
হঠাৎ আবির্ভূত হয় যুদ্ধ
যুদ্ধ তো নয় তা হলো ধর্মযুদ্ধ
এই বারুদের একফোঁটা ফুলকি দৃশ্যমান হলেই
সবার মধ্যে জাগ্রত হয় নিজস্ব ধর্মসত্তা
সেই ধর্মসত্তা খুঁজতে গিয়েই তো 
মানুষ আজ নিজস্ব সত্তা খুঁজতে ব্যার্থ
শুধু বর্তমানে না এর পূর্বসুরী আছে বটে
সেই উনবিংশ - বিংশ শতাব্দীর সিরিয়ার যুদ্ধ
বা সেই জেরুজালেম কার হবে
 সেটা নিয়ে মুসলিম - খ্রিস্টান যুদ্ধ
বা সেই রোমান - ইহুদীদের যুদ্ধ
হ্যাঁ এটাই তো ক্রুসেড বা আমাদের কথায় ধর্মযুদ্ধ।। #ধর্মযুদ্ধ

#ধর্মযুদ্ধ #story

08deff4ce3d14c57181097d775f32a23

Shahanaj Parvin Sarkar

প্রিয় বর্ষা

শ্রাবণের একফোঁটা বৃষ্টি হয়ে এসেছিলে জিবনে
তোমার কথা মনে পড়ে আজ প্রতি ক্ষণে
যেদিন প্রথম দেখেছিলাম তোমার ওই হাসি মুখ
ভেবেছিলাম ঢেলে দিবো জীবনের সব সুখ
তোমার ওই লম্বা চুলের সুগন্ধ যেনো আমার লেখা কাব্য
চেয়েছিলাম সারাজীবন তোমারই হয়ে থাকবো
তোমায় নিয়ে ঘর বাঁধার বড়ই ছিল আশা
তোমার প্রতি ভালো লাগা না,ছিল ভালোবাসা
কিন্তু এখন শুধুই নিরবতা
স্বপ্নগুলো ছিল অজানা ভাষায় লেখা কবিতা
জানিনা এই বিরহের অবসান কোথায়
আমি আজও আছি তোমারই প্রতীক্ষায়।।

                                            ---Shahanaj #বর্ষা

#বর্ষা #Life_experience

loader
Home
Explore
Events
Notification
Profile