কবি মোহন দাস এর জন্ম নদীয়া জেলার শান্তিপুর ১৬ কার্তিক ১৯৯৬ সালে । চাকদহ সংলগ্ন সরমস্তপুর গ্রামে নিজের বাড়ি । পিতা শ্রী ভুবন দাস, মাতা শ্রীমতি কাজল দাস । শিক্ষা - Secondary Exam ২০১৩ সালে এবং Higher Secondary Exam ২০১৫ সালে জয়কৃষ্ণপুর "Gonsaidas Paul Academy" থেকে পাশ করেন, হাইদ্রাবাদ "Livelihood Advance Business School" থেকে ২০১৫ সালে "Hotel Management" কোর্স সম্পূর্ণ করেন, "Jatiya Yuva Computer Education Centre" থেকে ২০১৭ সালে কম্পিউটার আ্যপলিকেশন এ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেন এবং "Chakdaha College" থেকে "Kalyani University" র আন্ডারে "বাংলা সাহিত্যে অনার্স" নিয়ে স্নাতক ২০১৮ সালে সম্পূর্ণ করেন । শৈশব থেকেই সাহিত্য চর্চ্চা শুরু, লেখার প্রতি প্রবল আকাঙ্খা কবির রচনার মূল অনুপ্রেরণা । নবম শ্রেনীতে পড়ার সময় ২০১২ সাল থেকে প্রবল ভাবে লেখালেখি শুরু করলেও, স্কুল ম্যাগাজিন (২০১২ সাল) ছাড়া প্রথম কবিতা "বাবু মহারাজা" প্রকাশিত হয় চাকদা থেকে কবি লোকনাথ বাড়ৈ সম্পাদিত "স্বরধ্বনি" সাহিত্য পত্রিকায় ২০১৬ সালে । প্রথম গল্প "সতী-স্ত্রী" প্রকাশিত হয় চাকদা থেকে "দাবানল" সাহিত্য পত্রিকার "গল্প সংকলন" গ্রন্থে ২০১৭ সালে । এর পর থেকেই সাহিত্য জগতের নিয়মিত সদস্য । হাজারের বেশি কবিতা ও গল্পের লেখক । বর্তমানে বিভিন্ন লিটিল ম্যাগাজিন ও অনলাইন ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করছেন ।
Mohan
Mohan
Mohan
Mohan
Mohan