Nojoto: Largest Storytelling Platform
ajoyruidas2631
  • 13Stories
  • 34Followers
  • 47Love
    0Views

AJOY RUI DAS

32

  • Popular
  • Latest
  • Video
4f56e0ca873dfa588ffd8e40cb0b8d2e

AJOY RUI DAS

শেষের কবিতা _
কবি অজয় রুই দাস
পো, ডেঃ-07/09/19

কেটি বললে- অমিত তুমি জানো,
এই হীরের আঙটি যদি হারিয়ে ফেলি   জগতে
আমার আর কোন  সান্তনা থাকবে না, 
, এ আঙটি একদিন
তুমিই দিয়েছিলে।

এক মুহুর্ত হাত থেকে খুলিনি,এ আমার দেহের সঙ্গে
এক হয়ে গেছে ।

শেষকালে আজ এই শিলঙ পাহাড়ে কি
একে বাজিতে খোয়াতে হবে?
সিসি বললে--বাজি রাখতে গেলে কেন ভাই,,,

মনে মনে নিজের উপর অহংকার ছিল,আর মানুষের
উপর ছিল বিশ্বাস, অহংকার ভাঙলো,এবারকারের মতো
আমার রেস ফুরোল,আমারই হার ।

তো এমন অদ্ভূত করেই যদি হারাবে, আমায়,, অমিত,,,  সেদিন এতো
আদরে আঙটি টি দিয়েছিলে কেন?

সে দেওয়ার মধ্যে কি কথা ছিল না যে,আমার অপমান
কোনদিন তুমি ঘটাতে দেবে না।?

কেটি বললে বাজিতে যদি হারলুম ই তবে আমার এই
চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক অমিত।

আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না। 
ব'লে আঙটি খুলে টেবিলের উপর রেখেই দ্রুতবেগে চলে গেল  কেটি।

এনামেল করা মুখের উপর দিয়ে দর দর করে  চোখের
জল গড়িয়ে পড়তে লাগলো,,,,,,,,,,,, ok

ok

4f56e0ca873dfa588ffd8e40cb0b8d2e

AJOY RUI DAS

 okggghhh

okggghhh #nojotophoto

4f56e0ca873dfa588ffd8e40cb0b8d2e

AJOY RUI DAS

🔵🔵  রবীন্দ্র সংগীত  🔵🔵
 
            পর্যায় - প্রেম
অজয় রুই দাস
পো, ডেঃ–07/0919



       কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে–
          নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥
            তোমার অভিসারে    যাব অগম-পারে
               চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥
       পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা–
          দুখের মাধুরীতে করিল দিশাহারা।
            সকলই নিবে কেড়ে,   দিবে না তবু ছেড়ে–
               মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥

            🔷🔷 0=!!

0=!!

4f56e0ca873dfa588ffd8e40cb0b8d2e

AJOY RUI DAS

"আলোড়ন"

    কবিতা - অজয় রুই দাস
পো, ডঃ 28/08/19   

দূর থেকে শোনা 
একটা মালগাড়ি 
দুরন্ত আওয়াজ 
ঘন বন দুপাশে 
সামনে কারখানা 
বস্তা বস্তা কয়লা 
প্রায়শই দেখি
পাশ দিয়ে বয়ে যাওয়া 
একটি নদী -
অদ্ভুত আলোড়ন 
ঐ মালগাড়িতে -
কয়লার বদলে 
হাজার হাজার বই 
তার থেকেও সস্তা 
কারখানার দিকে এগিয়ে 
সহজেই  শেষ - ok

ok

4f56e0ca873dfa588ffd8e40cb0b8d2e

AJOY RUI DAS

কবিতা :- ভিখারী 
কবি :- অজয় রুই দাহ
তারিখ :- 26-08- 2019

আমাকে নিয়ে  কেউ  মাথা ঘামাই না  
না ঘামানোই ভাল  
আমি  লোকটা ফুল  ভালবাসি  
আমি লোকটা শিশুর  হাসি ভালবাসি  
ভালবাসি কবিতা পড়তে 
ভালবাসি  কবিতা লিখতে  
ভালবাসি  খিদের  যন্ত্রণায় হাত  পাততে  
নিরাশ্রয় মানুষের  সাথে আমার  বাস 
সারাদিন  ঘুরে ঘুরে  আমি ক্লান্ত  হয়ে পড়ি  
দিনের আলো ফুরিয়ে গেলে আমি 
আশ্রয় নিই উড়ালপুলের তলে 
তোমরা  বিশ্বাস  কর বা না কর
আমার  খিদে পর্বত প্রমাণ  
গোটা গোটা প্রাসাদ  গিলে  খাই  
হজম  করি এক সমুদ্র  জল দিয়ে 
এমন কথা শুনেছ কোনদিন  
শোন নাই  
শোনা নাই  এখন  মানুষ  মানুষের  রক্ত  খাই 

যদি এ ভাষার  মানে তুমি বুঝতে 
তাহলে আগুন ধরাতে পেটে ও কলিজাই 
আমার  বড্ড  ঘুম  পাই  
অসভ্য  মানুষগুলো আমাকে  বড্ড  জ্বালায় 
ওরা পেট  ভরে খায় 
খেতে দেয় না আমাকে 
আমার  মতো কোটি  কোটি মানুষকে । ol

ol

4f56e0ca873dfa588ffd8e40cb0b8d2e

AJOY RUI DAS

‘দোলাচল’
অজয় রুই দাস
পো, ডেঃ-২৬-০৮-২০১৯
কিছু কিছু ভাঙা রোদ ভাঙা মনে বসে থাকে এসে,
সিঁড়ি বেয়ে উঠাউঠি রোজ করে কিছু অবহেলা,
বিকালের কিছু মেঘ পথ ভুলে ভাঙা মনে ভেসে
মনখারাপি-খেলাঘরে খেলে যায় লুকোচুরি খেলা।
ভুলে যাওয়া কিছু স্মৃতি আদেখলাপনা করে মনে,
তার সঙ্গে ভালোলাগা চুপিসাড়ে
মাখামাখি করে যায় সঙ্গোপনে,
তারপর লুকিয়ে পড়ে মনের আঁধারে।
এবেলার কথাগুলি ওবেলায় স্মৃতিহীন,
অতীতের কথাকলি অমলিন রয়ে যায়,
খুঁটিনাটি অভিমান ধেয়ে আসে নিশিদিন,
বর্তমানে অতীতের দখলদারি রোখা দায়।
প্রায়শ মনের চাবি কোথা যে হারিয়ে যায়,
ঘুম ভেঙে উঠে ভাবে সকাল নাকি বৈকাল!
কী কী সব ঘটেছিল-- ধূসরিত সমুদায়,
বেলা-অবেলার দ্বন্দ্বে কাটে জীবনের তাল।
নাহয় মুলতুবি থাক বিড়ম্বনা, ভোলাভুলি,
তার চেয়ে সুখে থাক বেঁচে থাকা স্মৃতি কিছু,
বর্তমান-অতীতের কষ্টকর কোলাকুলি,
কিছু কথা, কিছু গান নেয় যদি, নিক পিছু।
------- ড় ok

ড় ok

4f56e0ca873dfa588ffd8e40cb0b8d2e

AJOY RUI DAS

‘দোলাচল’

অজয় রুই দাস

পো, ভেঃ-২৬-০৮-২০১৯

কিছু কিছু ভাঙা রোদ ভাঙা মনে বসে থাকে এসে,

সিঁড়ি বেয়ে উঠাউঠি রোজ করে কিছু অবহেলা,

বিকালের কিছু মেঘ পথ ভুলে ভাঙা মনে ভেসে

মনখারাপি-খেলাঘরে খেলে যায় লুকোচুরি খেলা।

ভুলে যাওয়া কিছু স্মৃতি আদেখলাপনা করে মনে,

তার সঙ্গে ভালোলাগা চুপিসাড়ে

মাখামাখি করে যায় সঙ্গোপনে,

তারপর লুকিয়ে পড়ে মনের আঁধারে।

এবেলার কথাগুলি ওবেলায় স্মৃতিহীন,

অতীতের কথাকলি অমলিন রয়ে যায়,

খুঁটিনাটি অভিমান ধেয়ে আসে নিশিদিন,

বর্তমানে অতীতের দখলদারি রোখা দায়।

প্রায়শ মনের চাবি কোথা যে হারিয়ে যায়,

ঘুম ভেঙে উঠে ভাবে সকাল নাকি বৈকাল!

কী কী সব ঘটেছিল-- ধূসরিত সমুদায়,

বেলা-অবেলার দ্বন্দ্বে কাটে জীবনের তাল।

নাহয় মুলতুবি থাক বিড়ম্বনা, ভোলাভুলি,

তার চেয়ে সুখে থাক বেঁচে থাকা স্মৃতি কিছু,

বর্তমান-অতীতের কষ্টকর কোলাকুলি,

কিছু কথা, কিছু গান নেয় যদি, নিক পিছু।

------- ok

ok

4f56e0ca873dfa588ffd8e40cb0b8d2e

AJOY RUI DAS

প্রেম-------                       
অজয় রুই দাস                                                                            পো, ডঃ  25/08/19
       

         কে বলেছে তোমায় বঁধু এত দুঃখ সইতে  ।
          আপনি কেন এলে বঁধু আমার বোঝা বইতে ।
             প্রাণের বন্ধু, বুকের বন্ধু ,
              সুখের বন্ধু , দুঃখের বন্ধু ----
       তোমায়   দেব না দুখ  পাব না দুখ ,
                 হেরব তোমার প্রসন্ন মুখ ,
       আমি সুখে দুঃখে পারব বন্ধু  চিরানন্দে রইতে -----
        তোমার সঙ্গে বিনা কথায় মনের কথা কইতে  । ok

ok

4f56e0ca873dfa588ffd8e40cb0b8d2e

AJOY RUI DAS

দরিদ্রতা   
অজয় রুই দাস                 
পো,ডেঃ ২৫/০৮/১৯ 
গল্পটি পড়ুন চোখে পানি এসে পড়বে = = = = = = = = = একটা গরিব বাচ্চা তার বিধবা মাকে জিজ্ঞাসা করল – আচ্ছা মা, ঈদে সবাই নতুন নতুন কাপড় বানায়, ভালো ভালো খাবার খায় কিন্তু আমরা নতুন কাপড় ও বানাইনা, ভালো খাবারও খাই না কেন … ??? ছেলের এইরকম প্রশ্ন শুনে মায়ের চোখে পানি এসে গেল। মা ভাবতে পারছে না যে তার এই অবুঝ শিশুটাকে কিভাবে বুঝাবে !!! শিশুটা পুনরায় জিজ্ঞাসা করল বল না মা??? মা তখন শিশুটাকে বুঝিয়ে বলল, যারা ঈদে নতুন জামা-কাপড় বানায়, ভালো খাবার খায়, তারা তো ১ মাস কষ্ট করে না খেয়ে রোজা রেখে। তাই আল্লাহ্ তাদের পুরস্কার দেয়। আর আমরা তো সারা বছর না খেয়ে কষ্ট করি তাই আমাদের রোজা শেষ হয় না। যখন আমরা মরে যাব তখন আল্লাহ্ আমাদের জান্নাতে পুরস্কার দিবেন, নতুন নতুন কাপড় পরাইয়া দিবেন, ভাল ভাল খাবারও দিবেন। তখন শিশুটা তার মাকে বলল, চল না মা আমরাও মরে আল্লাহ্র কাছে চলে যাই। আমারও অনেক ইচ্ছে করে ঈদ করতে, ভাল খাবার খেতে, নতুন নতুন কাপড় পরতে। চল না মা মরতে যাই … চল না … !!! নির্বাক মা তখন চোখে অশ্রু নিয়ে তার কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে তার অবুঝ শিশুর দিকে তাকিয়ে রইলেন কারন তার কাছে যে আর কোন উত্তর নেই .. এসব শিশুদের জন্য বড্ড মায়া হয়। কিন্তু কিছুই করতে পারিনা এদের ok
4f56e0ca873dfa588ffd8e40cb0b8d2e

AJOY RUI DAS

অনু গল্প
                   —————
                    একদর
অজয় রুই দাস 
পো, ডঃ ২৫/০৮/১৯
                
- দাদু , শ্বেত ভালুকের লোম আছে?
চমকে তাকালেন।
বশীকরণে লাগে এই লোম।
সুদর্শন এক নব্য ধূর্ত যুবা।কার সর্বনাশ করবে কে জানে ?
তিন পুরুষের দশকর্মার দোকান । আজ অবধি কেউ ফেরেনি। বৃদ্ধ দীর্ঘ শ্বাস
ফেলে উঠে দাঁড়ালেন।
-দাঁড়াও বাবা দেখি।
আলমারির পেছেন ঝাপসা আয়নার সামনে ফতুয়ার বোতাম খুলে দাঁড়ালেন। মাথায় এক
গাছাও নেই কিন্তু বুক সাদায় ভরাট।
যৌবনে কি কেউ বশ হয়েছিল?
-ক পিস দেব বাবা?
-চার পিস।
পট পট করে চারগাছা তুলে রঙ্গিন কাগজে মুড়ে এনে বললেন ,
-চারশ টাকা। একদর।
-----------------
অজয় রুই দাস ok

ok

loader
Home
Explore
Events
Notification
Profile