Nojoto: Largest Storytelling Platform
anonentity3110
  • 833Stories
  • 2Followers
  • 0Love
    0Views

A Non Entity

  • Popular
  • Latest
  • Video
548f1d965798c176292554db78ee7988

A Non Entity

অনেকটা পথ তখনও বাকি
আমার শেখা বাকি
তালিম নেই তেমন কোনো,
যা জানতাম তার অর্ধেক জুড়ে গোল গোল করে ঘুরি
আটকে পড়ি। ফিরে আসি। ফের আবার চলি
শৈশব তার সাথে ঘুরতে থাকে -
ছিন্ন হওয়া গাছের কোনো পাতা!

সবুজ। তবে এখন গাছের নয়;

মানুষ, মানুষে জন্মায়
মানুষে বাঁচে...

একলাটি চলে যেতে হয়।

548f1d965798c176292554db78ee7988

A Non Entity

কিভাবে পালাও এত দূরে (১)


কিভাবে পালাও এত দূরে
একটা নদীর পায়ে বেড়ি পরালে
আর ভেবে নিলে সমস্ত বুকজোড়া
বন্যা নিয়ন্ত্রণে এনেছো!
এক, দুই, তিন...
উধাও! আঘাত নির্বিকার
এর পর কত দূর এগোলে ফিরিয়ে আনা গেছে
আমাকে জানিও! 
উত্তর না থাকলে এই ধূ ধূ মাঠ তোমার।
পালাও। এক ছুট্টে বেরিয়ে যাও।

আমি নির্বিকার। অপেক্ষাহীন। 
মাঠ তোমার। তুমি এসো।
 #piu_sangita 
#কৃষিতা

#piu_sangita #কৃষিতা

548f1d965798c176292554db78ee7988

A Non Entity

চলে যায়; চলে যায় শোকে    এক      এক       করে
আসেনা কিছু
ভিতরের কলসি জানে জল তুলতে তুলতে
একটা পুকুর কি প্রচন্ড নিঃস্ব 
শুধু আওয়াজ ওঠে বিপুল
তোমার জানার মতো কিছু
গ্রামকে গ্রাম লোক
দাওয়াত পেয়ে আসে।

ভিতর জানে, জলে আঁকা একটা জীবন
আওয়াজ সইতে সইতে
একা; কি ভীষণ একা... .

#শোকেই
#piu_sangita 
#কৃষিতা

. #শোকেই #piu_sangita #কৃষিতা

548f1d965798c176292554db78ee7988

A Non Entity

কত কিছু শোকের মতো লাগে
পাল্টে যাচ্ছে সব...
পাল্টে যায় বলেই
একটা সূক্ষ্ম মিটিং পয়েন্ট
যার নাম
কবিতা ওরফে সিনক্রোনাইজেশন।

এমন পাল্টে যাওয়া মানুষ
চেহারা ব্যতীত চেনা লাগে না আর
সে সব কবিতা ক্লিপ হয়ে
কিনারা ঘেঁষে
আটকে রাখে নাম।

টিকতে হলে
স্মৃতিটুকু জীবিত রাখা চায়! এমনিই
 #শোকেই
#piu_sangita

এমনিই #শোকেই #piu_sangita

548f1d965798c176292554db78ee7988

A Non Entity

এখানে থাকার জায়গা নেই।

কবিতার ঝালটে কাঙ্খিত চকমকি রেখে রেখে বাসি হয়ে গেছে
হিমঘরে রেখে তুমি যদি ভাবো এড়িয়ে যাওয়া যায়
জেনে রাখো নিটোল প্রত্যাখ্যানের ছাই
জায়গা নেই তাই টাঙিয়ে রাখা কবিতার মতোই;
আত্মার খোঁজে এদিক ওদিক পাতা উল্টে চলা।
যে ছায়া
তাড়া করে যায়
তোমার মতোই; তবু তুমি নও...

আমার এ দুঃখ ফুরিয়ে এলে, শুধু
সুস্থ থেকো তুমি। ● সেড়ে ওঠার পালা ●

#piu_sangita 
#কৃষিতা

● সেড়ে ওঠার পালা ● #piu_sangita #কৃষিতা

548f1d965798c176292554db78ee7988

A Non Entity

লম্বা চওড়া রচনা  নামিয়ে বললে
কেন চলে যাবে

থাকতে শুধু একই শব্দ ছুঁয়ে আসা
শুনতে চেয়ে পেরোনো
মেঘের সাদা ছিঁড়ে রঙিন মতো স্বপ্ন;
এত আয়োজন করে 
তুমি বলে ফেলো একটিই শব্দে
"যাই"

নিরস্ত্র শোকে তুমুল কেন সাজো?
ভালোবাসার কাছে স্মৃতি আজও
কত খানি ঝোঁকো... #কৃষিতা❤️

#কৃষিতা❤️

548f1d965798c176292554db78ee7988

A Non Entity

এমন ইঁদুর দৌড়ে কেই বা তোমায়
মানুষ ভেবে রয়ে গেল?
বোবা প্রার্থনায় রাখা আছে-
সোচ্চার বিশ্রাম;
মৃদু ছুঁয়ে যাওয়ার উপকরণ- 
আঙুলের ডগায় প্রজাপতি রং।

মুখোশ ছিঁড়ে কোথায় যাই রোজ?
পরিবর্তে ফুরিয়ে যাওয়ার হুল ফোটে
পাতার পর পাতা, সো কজ
মেঘপুত্র তার, বিভ্রান্তিকর নীরবতার

গল্প লেখার জন্য এই আংশিকে
সাদা পাতা নেই আর! #কৃষিতা
#piu_sangita

#কৃষিতা #piu_sangita

548f1d965798c176292554db78ee7988

A Non Entity

তুমি রাখতে জানলেও কেন ছাড়তে শিখবে
এবার এমন মানহানির বয়ান রেকর্ড
শোনোই তোমায়:
গত পরশু বৃষ্টি নামবে ভেবে ছাতা নিয়ে বেরোই
একদম বাড়ির সামনে এসে মাথার উপর মেঘ
মেঘ সরাতে জানলে এক
না জানলে, আকাশ ভাঙা আলসে কারিগর
নোটিশ দিয়ে আসে
সমস্ত মাটির নামে একতরফা বিলাপ!
বেমালুম বুঝিয়ে দিলো,
ছাতা কোনো সমাধান নয়; হাত দিয়ে মাথা ঢেকে
ফিরে আসা যায়।
অতঃপর তোমার করার কি বা আছে
যার ফোন নম্বর অন্য স্বর খোঁজে,
তার সাথে ওষুধ-ঘুমে কথা জমিয়ো না। #piu_sangita 
#কৃষিতা❤️

#piu_sangita #কৃষিতা❤️

548f1d965798c176292554db78ee7988

A Non Entity

যাকে বলা যায় না আকাশের যাবতীয়
মেঘ লুকানো ফানুস
কিছু তো থাকেই জমাবো বলে;
কিছু থাকে, না রাখার অঙ্গীকারে
এবার তোমাকে শর্ত ছেড়ে
জেনে নিতে হবে-
বকফুলের সকাল; কোন হেঁসেল আজকের 
ভাগ্য নির্ধারণ করবে;

এত বিক্ষিপ্ত কথাকে এক মালায়
গাঁথার এক মাত্র উপায়
সরল নদীকে ভালোবাসার গপ্পো থেকে
দূরে রাখা।

548f1d965798c176292554db78ee7988

A Non Entity

দিদিকে

আমাদের আর তেমন ঝগড়া হয় না
ভুল করলে বলিনা, তবে
ভালো খবর হলে আলাদা করে জানাই
চব্বিশ ঘন্টার ঘ্যানঘ্যানানি নেই
আমাদের আর প্রাত্যাহিক বোঝাপড়া নেই।

আমাদের এখন মিস করা আছে
কথা বলার নির্দিষ্ট সময় আছে।

কিছু অমিল ও কিছু মিল
আমরা হঠাৎ করেই এই জীবনে
খুব সাবলীল।

থাকার মধ্যে আছে,
হঠাৎ পশ্চিমী হাওয়ায় একরাশ দুঃখ,
দুজনের ভিন্ন না পাওয়ায়
একই ধরণের কষ্ট, আর বাকি যা-

অপ্রকাশিত গল্পে, আমার একমাত্র
কাল্পনিক শ্রোতা। দিদিকে💜

দিদিকে💜

loader
Home
Explore
Events
Notification
Profile