Nojoto: Largest Storytelling Platform
bangletimes2800
  • 686Stories
  • 94Followers
  • 8.4KLove
    57.3KViews

BANGLE TIMES

Time can never be stopped. So run as fast as with Time.

  • Popular
  • Latest
  • Video
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

ট্রাম্পের উপর তৃতীয় বার হামলার ছক কষা হয়েছিল অক্টোবরে! ইরানের দিকে আঙুল তুলছে আমেরিকা

ফারহাদ শাকেরি নামে এক ইরানি গ্রেফতার হওয়ার পর থেকেই সেই দাবি আরও জোরালো হয়েছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি জেরায় স্বীকার করেছেন যে, গত ৭ অক্টোবর ট্রাম্পের উপর হামলার ছক কষা হয়েছিল।

আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল ইরান। অন্তত তেমনই দাবি করছে সে দেশের প্রশাসন। ফারহাদ শাকেরি নামে এক ইরানি গ্রেফতার হওয়ার পর থেকেই সেই দাবি আরও জোরালো হয়েছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি জেরায় স্বীকার করেছেন যে, গত ৭ অক্টোবর ট্রাম্পের উপর হামলার ছক কষা হয়েছিল। আর এই অভিযোগ উঠেছে ইরানের রিভোলিউশনারি গার্ড (আইআরজিসি)-এর বিরুদ্ধে।

©BANGLE TIMES #Donald_Trump
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

অস্ট্রেলিয়ায় কাদের সামলাতে হবে রোহিতদের? প্রথম টেস্টের দল ঘোষণা কামিন্সদের, সুযোগ তরুণ ওপেনারের

পার‌্‌থের ২২ গজের কথা মাথায় রেখে জোরে বোলিংয়ের উপর গুরুত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। রাখা হয়েছে দুই তরুণ ব্যাটারকে। ১৩ জনের দল ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের জন্য।

বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে ১৩ জনের দল ঘোষণা করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন জশ ইংলিস। পার্‌থে ওপেনার হিসাবে খেলবেন নাথান ম্যাকসুইনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে তাঁর।
চোটের জন্য ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

©BANGLE TIMES #Border_Gavaskar_Trophy
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

গলা কাটা, ক্ষতবিক্ষত হাত! যাদবপুরের অধ্যাপকের মৃত্যু উত্তরাখণ্ডের হোটেলে, শোকস্তব্ধ সহকর্মীরা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মৈনাক পালের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে উত্তরাখণ্ডের হোটেল থেকে। তাঁর গলা এবং হাত কাটা ছিল। দেহ কলকাতায় নিয়ে আসা হবে রবিবার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মৈনাক পাল প্রয়াত। উত্তরাখণ্ডের একটি হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। গলা এবং হাত কাটা ছিল তাঁর। মৈনাকের এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা এই মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

©BANGLE TIMES #Jadavpur_University_Professor_Death
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

বর্ধমান মেডিক্যালে ‘র‌্যাগিং’: অভিযুক্ত সাত পড়ুয়া ক্লাস করতে পারবেন, হাই কোর্ট স্থগিত করল সাসপেনশন

হাই কোর্ট জানিয়েছে, ওই সাত পড়ুয়া ক্লাস করতে গিয়ে কোনও বাধার সম্মুখীন হলে থানার সাহায্য নিতে পারবেন। তবে এখনই হস্টেলে প্রবেশ করতে পারবেন না। আগামী ১১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাত জন পড়ুয়াকে ক্লাস করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। র‍্যাগিংয়ের অভিযোগে তাঁদের সাসপেন্ড (নিলম্বিত) করেছিল কলেজ কাউন্সিল। শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্তের অন্তর্বর্তী নির্দেশ, আপাতত ক্লাস করতে পারবেন ওই ডাক্তারি পড়ুয়ারা। তাঁরা ক্লাস করতে গিয়ে কোনও বাধার সম্মুখীন হলে থানার সাহায্য নিতে পারবেন। তবে এখনই হস্টেলে প্রবেশ করতে পারবেন না। আগামী ১১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

©BANGLE TIMES #Burdwan_Medical_College_Ragging
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

সঞ্জুর শতরান, বরুণ, রবির তিন উইকেট, প্রথম টি২০-তে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারাল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উত্তেজক ম্যাচে শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে সেই দক্ষিণ আফ্রিকাকেই অনায়াসে হারিয়ে দিল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে একই প্রতিপক্ষকে হারাতে বেশি পরিশ্রমই করতে হল না ভারতকে। সঞ্জু স্যামসনের শতরান এবং বরুণ চক্রবর্তীর তিন উইকেটের সৌজন্যে ভারত জিতল ৬১ রানে। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

©BANGLE TIMES #T20Is #Ind_vs_SA
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

শুধুমাত্র আরজি কর নয়, বিদায়ী প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে বাংলার পাঁচ মামলা ‘অমীমাংসিত’

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসাবে চন্দ্রচূড়ের অভিষেক ২০২২ সালের ৯ নভেম্বর। শুক্রবার ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। বাংলার পাঁচ গুরুত্বপূর্ণ মামলা ‘অমীমাংসিত’ রেখে গেলেন তিনি।

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হওয়ার আগেই দেশের প্রধান বিচারপতি পদে সময় ফুরিয়ে গেল ডিওয়াই চন্দ্রচূড়ের। তাঁর বেঞ্চে চলা মামলাগুলির নিষ্পত্তির আগেই চলে এল তাঁর অবসরের দিন। শুক্রবার শীর্ষ আদালতে ছিল চন্দ্রচূড়ের কর্মজীবনের শেষ এজলাস। খাতায়কলমে অবশ্য তাঁর অবসরের দিন আগামী রবিবার, ১০ নভেম্বর। তবে শনিবার এবং রবিবার আদালত ছুটি। সেই কারণে শুক্রবারই শেষ বার বিচারপতির আসনে বসলেন চন্দ্রচূড়। শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল শুক্রবারেই। চন্দ্রচূড়ের ফেলে যাওয়া অমীমাংসিত মামলাগুলির মধ্যে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা রয়েছে। কবে শীর্ষ আদালতে সেই সমস্ত মামলার নিষ্পত্তি হবে, তা স্পষ্ট নয়। আগামী সোমবার দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি সঞ্জীব খন্না।

©BANGLE TIMES #D_Y_Chandrachur
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

ওভাল অফিসে নতুন ‘মুখ’ হতে পারেন মাস্ক? ট্রাম্প সরকারের গুরুত্বপূর্ণ পদে কাদের নাম ঘিরে জল্পনা?

ট্রাম্পের সরকারে প্রতিরক্ষা, বিদেশ, অর্থ, বাণিজ্য, অভিবাসন, অভ্যন্তরীণ নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দফতরের সচিব কারা হতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ সংস্থা প্রতিবেদন প্রকাশ করেছে।

হোয়াইট হাউসে তাঁর প্রবেশ করতে এখনও দু’মাস দেরি। কিন্তু ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ‘সম্ভাব্য অবয়ব’ নিয়ে জল্পনা শুরু হয়েছে আমেরিকায়। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, ২০১৬ সালে ট্রাম্প জেতার পরে এমন অনেক পূর্বাভাসই শেষ পর্যন্ত মেলেনি।

©BANGLE TIMES #Trump_Musk
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

বিপর্যয়ের পর গম্ভীরের ডানা ছাঁটাই, ভারতীয় ক্রিকেট ফিরছে পুরনো ‘বাবু’ সংস্কৃতিতে!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কোন দল যাবে তা বেছে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা ছিল গম্ভীরের। সেই সঙ্গে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কী ধরনের পিচ হবে তা-ও বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু তার পরেও সাফল্য অধরা। আর তাই প্রশ্নের মুখে গম্ভীর।

চাহিদার শেষ নেই। গৌতম গম্ভীরের একের পর এক চাহিদা মেটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একাধিক বার প্রথা বদলাতে হয়েছে। বেশ কিছু পরিবর্তন দেখেছে ভারতীয় ক্রিকেট। চার মাস যেতে না যেতেই আরও এক বদলের দাবি উঠেছে— গম্ভীর বদল। এ দেশের ক্রিকেটে এত তাড়াতাড়ি কোচ সরানোর দাবি আগে কখনও ওঠেনি।

©BANGLE TIMES #Gambhir
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

‘শনিবার থেকে ন্যায়বিচার দিতে পারব না, কিন্তু...’, অবসরের আগে শেষ বার্তা প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

২০২২ সালে ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন চন্দ্রচূড়। দু’বছর সুপ্রিম কোর্টে নিজের এজলাসে শুনেছেন অনেক মামলা। তাঁর মেয়াদ আনুষ্ঠানিক ভাবে শেষ হচ্ছে রবিবার।

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কর্মজীবন শেষ হচ্ছে ১০ নভেম্বর। তবে মাঝে শনি এবং রবিবার হওয়ায় শুক্রবারই অবসরের আগে শেষ বার সুপ্রিম কোর্টে মামলা শুনলেন তিনি। শেষ দিন এজলাসে বসে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘‘আগামীকাল (শনিবার) থেকে আর ন্যায়বিচার দিতে পারব না। কিন্তু আমি সন্তুষ্ট!’’

©BANGLE TIMES #C_J_I_Chandrachur
5af7f5ddeef0a520d3c7c30a270840dc

BANGLE TIMES

দু’দিনে তিন বার পিছোল আরজি কর মামলা, শুনানি বৃহস্পতিবার, সময় এখনও চূড়ান্ত নয়

সুপ্রিম কোর্টে আবার আরজি কর মামলার শুনানি পিছিয়ে গেল। এই নিয়ে দু’দিনে তিন বার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

সুপ্রিম কোর্টে আবার আরজি কর মামলার শুনানি পিছিয়ে গেল। এই নিয়ে দু’দিনে তিন বার পিছোল শুনানি। বুধবার শুনানি হল না প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। বৃহস্পতিবার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। তবে সকালে না দুপুরে, কখন শীর্ষ আদালত আরজি কর মামলা শুনবে, তা এখনও স্পষ্ট হয়নি। আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করে কোর্টকে সময় জানাতে বলেছেন প্রধান বিচারপতি।

©BANGLE TIMES #R_G_Kar_Incident
loader
Home
Explore
Events
Notification
Profile