Nojoto: Largest Storytelling Platform
ayan6001556178982
  • 76Stories
  • 37Followers
  • 552Love
    1.6KViews

Ayan

  • Popular
  • Latest
  • Video
62f07cba37d597f5ab99d03fcc62f2d2

Ayan

জংধরা বুকে পোঁতা ওজনের ইতিহাস ,
ইচ্ছের সাদামাটা ভীড় ;
আড়মোড়া ভাঙে যেই সকালের দুধ চা ,
চশমারা শিরোনামে স্থির ।
সবুজের হাঁকাহাঁকি আঁশছালে ফেলে দম ,
ভালভের ঠোঁটে থাক মাড় ;
টেকসই টেক পথে ঝোলা বাস ছুটে যায় ,
ই.এম.আই স্টিফ করে ঘাড় ।
ডেডলাইন চেপে দেয় ওভেনের ঝরা ঘাম ,
ঘড়ি সব ছুটি ভুলে যায় ;
জীবনের খুচরোতে নীলসাদা পাজেলেরা
রোজরোজ উঁকি দিতে চায় ।
তারাদের আঙিনাতে কালকের দৌড়ঝাঁপ
চাদরের ভাঁজে রাখা থাক ;
ঘুমের অতিথিরা ওটিটিতে বসে পড়ে ,
হায় মন শান্তিটা পাক ।

©Ayan
62f07cba37d597f5ab99d03fcc62f2d2

Ayan

ভালোবাসা কারবারে মনখানি নিয়োজিত ,
লোসকান এতে নেই কিছু ;
মালার ফুলের মত একসাথে গেঁথে নিলে
দুঃখেরা ছাড়বে যে পিছু ।
দরকার কিবা ভাই মলাটের ছেঁড়া ভাগে
পশুদের মত কিছু হয়ে ,
তার থেকে হাতে হাত , সকলের দিয়ে সাথ
জিতে যাবো সব কিছু সয়ে ।
তাই আজ শেষপাতে খুশিদের বিচরণ ,
তুলে দিক সব মুখে হাসি ,
বছর নতুন যেন মুছে দেয় কালোকে ,
জীর্ণ যা ছিলো সব বাসি ।
সকলের ইচ্ছেটা ফানুসের মত যেন
মহাকাশে উড়ে যায় দূরে ,
নতুন বছরে তাই শুভেচ্ছা এই যে
খুশি থাক প্রাণ মন জুড়ে ।

©Ayan
62f07cba37d597f5ab99d03fcc62f2d2

Ayan

কেমন এ দিন , কেমন এ রাত !
কাটে না তোর না পেলে সাথ ।
দিশেহারা জীবনেতে
চাইছি আমি তোরই যে হাত ।
কোনো পাগল হাওয়ার সন্ধানে ,
কোথায় হারাতে চাই কে জানে ?
তোরই চোখে , তোরই ঠোঁটে , তোর চিবুকে ...
চল ভেসে চলে যাই প্রেমের হাওয়ায় ,
মন নাছোড় হল যেই তোকেই চাওয়ায় ।
চল ভেসে চলে যাই মাতাল ঝড়ে ,
তোর গন্ধ এই মনকে পাগল করে ...

©Ayan
62f07cba37d597f5ab99d03fcc62f2d2

Ayan

সেই রাজা, সেনাপতি সেই-ই যে আবার ,
চিতার মতো সবজে গালচে করে যে কাবার ।
বামে মারে দুনিয়াটাকে গোলের ভিতর ,
নেই রে সুযোগ কারোর কাছে এড়িয়ে যাবার ।
উড়ছে সাদা-নীলের ডোরা বাতাসে চড়ে ,
ধুলো করে ছুটছে জীবন দশ নম্বরে ।
সাধারণের বুকের পাটা শক্ত করে দেয় ,
সিংহভাগই সিংহ সে যে নামের ভিতরে ।

©Ayan #messi
62f07cba37d597f5ab99d03fcc62f2d2

Ayan

তাকিয়ে থাকি অগোছালে ,
তাকিয়ে থাকি প্রেমিক মুখ ;
তাকিয়ে থেকো , এমনি দেখো ,
তাকিয়ে থাকায় হাজার সুখ |
তাকিয়ে থাকায় মুগ্ধ হওয়া ,
তাকিয়ে থাকায় দিনবদল ;
চোখের কোণে হাসির ছিটেয়
ভেজে প্রাণের দুর্বাদল ।
তাকিয়ে থাকে বাসের স্ট্যান্ড
রোজ বিকেলের রুবি রায়ে ,
তাকিয়ে থাকে ট্রামের চাকা
শহরের কোনো বনলতায় ।
আমারও তেমন রোজের হিসেব ,
তাকিয়ে থাকি কিছুক্ষণ ,
আবদার শুনি মনের আবার -
তাকিয়ে থাকি অনেকক্ষণ । 
মনে হয় ভাবি যুদ্ধ বেড়াব
গোলাপের হবে অস্ত্র সব ,
প্রেমের কাঠিতে বাজবে দামামা
মিলনের হবে মহোৎসব ।
পাশের ঘোড়ায় দেখবো তখনও ,
কেমন তোমার মধুর বেশ ;
কাল ঘুরে যাবে , যুগ চলে যাবে ,
দেখার তবুও হবে না শেষ |

©Ayan #Youme
62f07cba37d597f5ab99d03fcc62f2d2

Ayan

পড়ন্ত বিকেল , নেড়া পাতাবাহারি গাছ ,
আমি আলতো পাচ্ছি ছাতিমফুলের আঁচ ।
ঢুলু চোখে সূর্য তাকায় আলেয়ার দিকে ,
আমার ইচ্ছের ওজন হয়ে যায় ফিকে ।
ছাতিম আমায় নেশা করায় গোধূলির মদে ,
একটা মরণ ভাসে জীবনের হ্রদে ।
পাষাণ হতে দাও আমায় , একটু করে ,
জীবনের পাথর জমে এই পাঁজরে ।
আঁচলে বেঁধে নিয়ে আঁজলা ছাতিম ভরা ,
ব্যথার জন্য একেক দাগ ব্যবহার করা ;
এ আমার টুকরো হওয়ার আগের কথা ,
এ আমার ছাই হওয়ার আগের কথা ,
তোমাদের সাথে রোজ ছাদের হাওয়ায় ,
চেনাজানা হবে ঠিক ছাতিম হাওয়ায় ।
একটু চোখ বুজে আচ্ছন্ন হয়ে থাকি ,
মায়ার পৃথিবী ... ধুস যেখানে যা বাকি !

©Ayan #chhatim

#Relationship
62f07cba37d597f5ab99d03fcc62f2d2

Ayan

মনকেমনের শেষবেলা এই 
পলাশবনের রোদ্দুরে ,
আলগা লাটাই, কাটা ঘুড়ি 
উড়ছে কেমন মাঠজুড়ে !
লুফবে না কেউ মনটা যে আর 
আদরহাতের মাঝে ,
বেমানান এই নিজেকে ভাবি 
ডোবাবো আঁধার সাঁঝে ।
খুচরো ধুলোয় পকেট বোঝাই , 
এবার না হয় হোক খালি ;
হাঁটতে যাবো, ধূসর আকাশ
যতই চোরা হোক সে বালি ।

©Ayan #Walk
62f07cba37d597f5ab99d03fcc62f2d2

Ayan

এই নগর আলো , লাগলো ভালো 
চারদিনের এই মহোল্লাসে ,
রাগ ভাঙাতে বাবার আমার 
মা ফিরছে সেই কৈলাসে ।
মাঝপথে মার হাতটি ছেড়ে
লক্ষ্মী আবার ফিরবে গো ,
মায়ের সতীন মুখ করে ভার ,
মর্ত্যে আবার আসবে গো ।
দু়ঃখ মনের , চোখের কোণের
জল চিকচিক করিস নে ,
আশীষ মায়ের সঙ্গে মোদের
কোনোভাবেই ডরিস নে ।
এই মনের আঁধার , কাটিয়ে এবার
আবার এসো তুমি ,
ভালোবেসে সবে , ছুঁয়ে গুরুপদ
শুভ বিজয়া দশমী ।

©Ayan #Dussehra
62f07cba37d597f5ab99d03fcc62f2d2

Ayan

ধুলোর মুখোশ পড়ছে কেন চেনা মানুষজন ?
সুখের স্মৃতির মরা আলো দপদপালো কোণ !
আর আমাকে চায়ের ধোঁয়ায় দুচোখ রাখার খেদ
ভাবনামাটির কবরপাড়ে লুকিয়ে দিলো জেদ ।
নতুন ভোরের গল্প এমন মুখ ভেঙানো হোক
জানতে পেলে রাতের বেলা ভাসিয়ে দিতাম চোখ ।

©Ayan #Dark
62f07cba37d597f5ab99d03fcc62f2d2

Ayan

ওরে কেউ তোরা কিছু বলিস না রে ,
শর্মা খোকা শিখছে ;
যেমন খুশি টিম খেলিয়ে ,
খেলছে কেমন গা এলিয়ে ,
মুখ বেঁকিয়ে খোকা আমার 
কোন ইতিহাস লিখছে ?
ওরে বিশ্বকাপে নাম লেখাবে বলে
আমাদের ধেরে খোকা শিখছে ,
নিত্যনতুন পন্থা দিয়ে 
মায়ের ভোগে যাচ্ছে নিয়ে ;
উনিশ ভুবন , বিশ যুঝে
খোকা আমাদের শিখছে ।
তিন বছরে হঠাৎ করেই যদুবংশের কেউ ,
না তাকে কেউ ভাবে ,
না সে কাপ খেলতে যাবে !
তবুও খোকা তাকে খেলায় -
কত বুদ্ধির ঢেউ ! 
চোপ , খোকা আমাদের শিখছে কেবল ;
বিষ হারিয়ে ঢোঁড়া যেমন ,
দশা টিমের করছে এমন ;
আজ কাল আর ভুলেই গেছে
মারতে কোনো ছোবল !
খোকা শিখুক শুধু কেবল ।

©Ayan
loader
Home
Explore
Events
Notification
Profile