Nojoto: Largest Storytelling Platform
sumanpaul5900
  • 29Stories
  • 29Followers
  • 243Love
    2.8KViews

Suman Paul

writter

  • Popular
  • Latest
  • Repost
  • Video
b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

White Zero tolerance 

Every thought has green,
Lonely girl have a mean,
Little boy guide by parents,
Orphans are helpless.
Ohh! Old man where are you going,
Please you come,and learn to stand up.
where are you intellectual,
If you die after seeing murder or rape ?
Please Leave me alone.
Don't barrier our way..

©Suman Paul
  #sad_shayari  Extraterrestrial life

#sad_shayari Extraterrestrial life #SAD

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

White কথা ছিল তোমাকে নিয়ে 
 একসাথে চলবো কোনো এক আঁকা বাঁকা বাস্তায়,
ক্লান্তিহীন নেশা যখন গ্রাস করবে আমায়।
সুখী মানুষ কাকে কয় ? একাকীত্বের জীবনে কখনও তা বুঝিনি।
ভেবেছিলুম পূর্ণিমায় চন্দ্রের স্নিগ্ধ রাতে একসাথে স্বপ্ন বুনবো,
বিকালের ব্যালকোনিতে দাঁড়িয়ে চায়ের পেয়ালায় তোমাকে খুঁজবো,
কথা ছিল দুঃখ ভুলে যাবো রাতের ভালোবাসায়,
কথা ছিল নির্জন দিনে বর্ষার দুপুরে একসাথে ভিজবো,
গিটারের গল্পে ছোট্ট কুটিরে এক হয়ে যাবো।
কথা ছিল আরো কিছু , যদি জীবনের গল্পগুলো সত্যি হতো।।

©Suman Paul
  কথা ছিল

কথা ছিল #Poetry

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

White জীবন আমার পাগলা ঘোড়া
দেয় নাই কিছু কষ্ট ছাড়া
কায়দা কানুন না জেনে সে
সফলতার পাহাড় বেয়ে উঠতে যেয়ে
পড়ে গেছে ঝোপে-ঝাড়ে ।

তারা যারা নিপুন ভাবে তেলের বোতল হাতে নিয়ে
দারুন ঢঙে মালিশ করে
প্রখর ভাবে চামচা গিরি করতে জানে
এমনি করে তারাই কেবল
সফলতার পাহাড় বেয়ে উঠে পরে।

তারা সবাই কেমন তাকায় আমার দিকে
বকলমে তাকিয়ে দেখে
রুচিহীনরা প্রশ্ন করে আমার দিকে চেয়ে 

জীবন আমার পাগলা ঘোড়া দেয় নাই কিছু কষ্ট ছাড়া
কায়দা কানুন না জেনে সে
সফলতার পাহাড় বেয়ে উঠতে যেয়ে
পড়ে গেছে ঝোপে-ঝাড়ে ।

©Suman Paul
  ব্যার্থতা

ব্যার্থতা #Poetry

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

White ব্যাবধান

সময়ের সাথে মানুষ বদলায়
বসন্তে যেমন ডালে ডালে,
গাছে গাছে নতুন পাতা গজায়
মানুষ বদলে মনে মনে।
গাছ পুরানো পাতা হারায়
সাজে নতুন সাজে,
কিছু মানুষ এভাবেই বদলায়
শুধু নতুনত্ব খুজে।
কাউকে ডুবায় শত হতাশায়
সকল মায়া ছেড়ে,
গাছ সাঁজে নতুন আশায়
একেই মানুষকে নতুন কিছু দিতে।
ডাল থাকে ডালের জায়গায়
পাতা শুকিয়ে মরে,
মানুষের থাকে শূন্য দেহ
হৃদয় শুকিয়ে মরে।

©Suman Paul
  ব্যাবধান

ব্যাবধান #Poetry

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

White আবারও ফিরবো তোমার কাছে, জন্মান্তরের সিঁড়ি বেয়ে,
আবারো বেসুরো হব তোমার হৃদয়ে,
তুমি ধৈর্য্য রেখো

আবারও বালুকনার তপ্তচরে  উত্তপ্ত হবো,
 শীতল হব শশীর ভালোবাসায়,
তুমি ধৈর্য্য রেখো

আবারও ঝড় হয়ে ফিরবো, তোমার বিপদের দিনে সংকেত হয়ে,
তোমার অঙ্গে রঙীন হয়ে উঠবো,
তুমি ধৈর্য্য রেখো 
 
আবারও তোমার ভালোবাসায় নিজেকে মেলে ধরবো,
ছুঁয়ে দেখবো তোমার দুটি হাত
তুমি ধৈর্য্য রেখো ।।

©Suman Paul
  safar

safar #Poetry

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

White দ্যাখো দ্যাখো কতো দূরে সরে,আমি
ধরতে পারবে না আমায়,
নীলাকাশে কত স্বপ্ন জড়িয়ে আছে আমায়,
তাকে ধরতে পারবে না তুমি।
আজও তুমি আছো হৃদয় জুড়ে,
তুমি বুঝতে পারো নি।
কতদিন তোমায় ছুঁয়ে দেখতে পারিনি,
সে অনুভূতি ভুলে গেছো তুমি।
কখনও জানতে চাওনি ব্যালকোনিতে কেন আছি দাড়িয়ে,
অবুজ মনকে তুমি বুঝতে পারোনি।
যদি আজ তুমি অন্যের গল্পের নায়িকা না হতে,
তোমাকে খুঁজতাম ফেলে আসা অতীতে।
দ্যাখো দ্যাখো কত দূরে সরে, আমি
ধরতে পারবে না আমায়।।

©Suman Paul
  অনুভূতি

অনুভূতি #Poetry

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

White বলে যেও

এ অপূর্ব আলোকধাঁধাঁয় ধাঁধিয়ে কে এক অজানা মালকিন
মমতার বিপুল আঁধারে,
অবারিত অধিকারে,
তৃষিত ধরিত্রীর মতো লুণ্ঠন করেছো, অকলুষ গ্রহণ করেছো বার বার,
যেটুকু আমার,
অসংখ্য পৃথিবীতে, দেশে, প্রদেশে, অপ্রদেশে,
অনায়াস অনায়াসে, বিস্তীর্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের সানুদেশে !
সসাগরা গর্বিনী সম্রাজ্ঞীর মতো কখনো অশেষ প্রচন্ড ঝড়ের আগ্রহে,
কখনো বা দীনা, মগ্না, কণ্ঠলগ্না, অসীম কি মোহে,
কখনো হেলায়, কখনো বা নেহাতই নিতান্ত অবহেলায় !
কখনো বা অতি গূঢ় অসম্ভব অনুরাগে,
আনন্দ ফাগে, অতিসান্দ্র অপরূপ রঙের খেলায় !

যদি একদিনও ভালোবেসে থাকি –
– দেনা চুকিয়ে দিও !
আমাদের কবিতার কথা, আমাদের সন্ততিদের বলে যেও !

©Suman Paul
  একাকী জীবন

একাকী জীবন #Poetry

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

এখন তোমার সময় হয়নি মানি
সারা শহর বৃষ্টি ভিজে শেষ
তুমিও তখন জানবেও না জানি
আমার আবার অপেক্ষার অভ্যেস

সে অপেক্ষা বিছিয়েছি ঘাসে
ঘাস ফড়িং আর বাদাম খোসাও ছিল
মনের মাঝে অন্তর্যামী হাসে
মনের কথা সবাই খুঁটে খেল

খুঁটতে গিয়ে দু-এক পশলা বৃষ্টি
ভিজিয়ে দিল কাজল কালো চোখ
শহর জুড়ে ভাঙছে দেখো সৃষ্টি
শহর জুড়ে নামছে দেখো শোক

সেসব শোকই বৃষ্টি পেলে ছড়ায়
সেসব শোকের নাম জানা নেই কারো
আমিও এখন ছাতা হাতেই ঘুরি
তুমি দেখি ভিজতে চাইছ আরো

ভেজো তবে ইচ্ছে মতন খুশি
দুরে থেকেই দেখছি আমি বেশ
ধুয়ে যাক যত শব্দ পাওনা ছিল
থাকুক শুধু অপেক্ষার অভ্যেস

©Suman Paul
  অপেক্ষায়..

অপেক্ষায়.. #Poetry

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

প্রকৃতি পর্ব ২
শাশ্বত শান্তির মাঝে, তারাও যুদ্ধে আসে,
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে;
তাঁদের অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,
কেউ  যুদ্ধবাজ হয়ে যায়, মোহরের প্রিয় প্রলভনে।

এমনও কিছু প্রেম আছে, যেখানে প্রেমিককে হতে হয় খুনি।
কেউ যদি ভালো বেশে খুনি হতে চান;
তবে তাই হয়ে যান।
 সময় যে, আজ বয়ে যায়।

সময়ের অন্তহীন স্রোতে এখন যৌবন যার,
মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।
জীবনের প্রান্তে, বৃদ্ধ হয়েছ তুমি,
তাই কষ্ট হলেও, তোমাকে ফেলে দিলুম আমি।।

©Suman Paul
  প্রকৃতি পর্ব

প্রকৃতি পর্ব #Motivational

b32c9697a2dab5b5a3880405faa62fca

Suman Paul

সে বললে, আমি বিষ খাব স্যার,

আমার আর ইচ্ছে করছে না বাঁচতে।

আমি শুধালাম, কি হয়েছে তোমার

সাতসকালে এসব কি বলছ তুমি।

মেয়েটি বললে, সত্যি বলছি স্যার,

আমার আর একফোঁটাও ইচ্ছে নেই বাঁচার।

আমি খুব উদ্বিগ্ন হয়ে শুধালাম, কি হয়েছে তোমার বলবে তো।

মেয়েটি বললে, মায়ের বয়সী এক মহিলাকে উলঙ্গ করে

চারজন ছেলে মিলে– –

আর বলতে পারবো না স্যার

 কত নিচে নেমে গেছে সমাজটা দেখুন

আমার আর ইচ্ছে করছে না বেঁচে থাকতে,

যেখানে মানুষ হয়ে বেঁচে থাকার জায়গা নেই

সেখানে শুধু মেয়ে হয়ে বেঁচে থাকতে

আর একটুও ইচ্ছে করছে না আমার ।

আমি বললাম, তুমি পাথর খাদানের মঙলিকে জানো

“মঙলির কথা” মনে আছে তোমার।

মেয়েটি বললে, এখন আর মনে পড়ছে না কিছুই

কারো কথাই মনে পড়ছে না,

সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে

এখন শুধু একটাই রাস্তা খোলা আছে সামনে

প্রতিবাদের শুধু একটাই রাস্তা খোলা আছে আমার।

আমি বললাম, শোনো, পাথরখাদানের মঙলির ও

মনে হয়েছিল তাই,

পাহাড়ী নদীর জলে ডুবে বাঁচার যত সাধ আহ্লাদ

সব এক নিমেষে নিঃশেষ করে দিতে চেয়েছিল সে,

পারেনি,

তাকে থামিয়ে দিয়েছিল নদী,

নদী বলেছিল, এই মঙলি,

মরে গেলে তো হারে গেলি

জল থাকে মাথা খাড়া করে উঠ

ই পাথরখাদানের মাটি আর গাঁ গেরামের মাঝে

বাবু আর বেনিয়াদে ব্যাওসার ফাঁদ থাকে

আরো হাজার হাজার লাখ অ লাখ অ

মঙলিকে পাহারা দিবার লাগে

তীর কাঁড় আর টাঙ্গি হাতে

সদদারের পারা তুই যা

রুখে দাঁড়া মঙলি

রুখে দাঁড়া ।

©Suman Paul
  প্রতিবাদী

প্রতিবাদী #Poetry

loader
Home
Explore
Events
Notification
Profile