Nojoto: Largest Storytelling Platform
nojotouser2823184454
  • 32Stories
  • 5Followers
  • 229Love
    3Views

Piyali Kushari

  • Popular
  • Latest
  • Video
bb51c778b2955f8faeb0037e3050bf7d

Piyali Kushari

পুরোনো সেই স্মৃতির ভাঁজ এ 
রয়ে যাবে এই দিনটি, 
মনে পড়লে হয়তো হবে ভারাক্রান্ত 
আমাদের মনটি। 
দিনগুলো ছিল ভীষন রঙিন 
মুহূর্ত গুলোছিল দামী, 
স্মৃতি চরণ করে লিখছি এক কবিতা
 একলা বসে আমি। 
দিনটি ছিল মেঘলা বেশ 
ঠিক যেন আজকের মত, 
পাওয়া যাবে না আর সেসব সময় 
যেগুলো হয়েছে গত। 
কলেজ জীবনের এই স্বল্প পরিসরে
হারিয়েছিলাম নিজেকে, 
শেষ দিনটিতে আনন্দের সাথে 
মানাচ্ছিলাম মনটাকে। 
মুখে সবার হাসি থাকলেও
 হৃদয় জুড়ে ছিল কান্না, 
খুশির আমেজটা ছিল একটু বেশি
 তাই হারিয়েছিল অশ্রু বন্যা। 
থাকবে যতদিন আমার এ শরীরে প্রাণের সঞ্চার, 
বারবার মনে হবে যদি সেসময়ে ফিরে যেতে পারতাম 
আর একবার। 
যেখানে বন্ধু তোমরা আছো 
থেকো সকলে ভালো, 
নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেখিও
 সমাজকে আলো। 
এক অদ্ভূত বিষণ্ণতা ছেয়ে গেলো
 আজ আমার এ মনে, 
কিছু স্মৃতি খুব দামী
 মনে পড়বে তা প্রতিক্ষণে। #darkness
bb51c778b2955f8faeb0037e3050bf7d

Piyali Kushari

# অন্তরালে /

      অঞ্জনদা একজন প্রকৃত সমাজসেবী । ঐশ্বর্য্যের প্রাচুর্য থাকলেও, মনটা বেশ ভালো।  শীতকালে আর্তদের সেবায় কম্বল দান, সেবারের বন্যায় খাদ্য সামগ্রী দান আর  দূস্থশিশুদের পড়াশুনার যাবতীয় খরচ বহন করে থাকেন সময়ে সময়ে ।
এইনিয়ে খবরের কাগজে বহুবার অঞ্জনদার নাম ছাপা হয়েছে, এই তো সেদিন টিভিতে তাঁর একটা সাক্ষাতকার অনুষ্ঠান হলো । 
 আমাদের শহরের মানুষ ,কি ভালই না লাগছিল। এবারে তো ওনাকেই ভোটে জেতাবে সাধারন মানুষ , একদম সঠিক সিদ্ধান্ত ।

    কিন্তু আজ ভাবতে ভীষণ খারাপ লাগছে যে __
অঞ্জনদার মা দীর্ঘ একমাস যাবৎ  ম্যালনিউট্রিশনে ভুগছিলেন , গত তিনদিন হলো বৃদ্ধাশ্রমে মারা গিয়েছেন। বেচারা অঞ্জনদা শেষ দেখাটাও দেখতে পেলেন না ।

বৃদ্ধারযষ্ঠী, অঞ্জনদা সস্ত্রীক 'সোস্যাল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড ' নিতে দিল্লিতে । 

           # পিয়ালী / #CityEvening

CityEvening

bb51c778b2955f8faeb0037e3050bf7d

Piyali Kushari

কালের প্রবাহে বিষাক্ত বাতাসে, 
বেঁচে থাকাই আজ বাজি !
তবুও জিততেই হবে সংঘর্ষের পথে, 
এই সময়ের দাবী ।
অসংখ্য আশা-প্রত্যাশায় ভরা, জীবন নদীর জিয়ন তরী ! 
শিকড়ের ঋণ পরিশোধের এখনো যে সময়,
 অনেক রয়েছে বাকি ।
প্রাণে ভয় মনে সংশয়, সরিয়ে ফেলে মৃত্যুর ভয় ! 
জীবন যুদ্ধে হেরে যাব আমি, এমন কাপুরুষ কদাপি নয় ।
তবুও ক্ষণে ক্ষণে সময়ের ভীত সন্ত্রাসে, 
কত প্রশ্নের বিষাদ জাগে প্রাণে !
বেঁচে থাকার উত্তর খুঁজে খুঁজে, 
দুর্বল চিত্তে অবশ শরীর লুটিয়ে পড়ে ।
তবুও ঝেড়ে ফেলে, 
আবেগী মনের বিরুদ্ধ সকল শয়তানি ভীতি !
শেষ শক্তি দিয়েও যোদ্ধার মতই, লড়ে যাব আমি ।
সাহসের হাতে দিয়ে জীবনের গুন, 
যতই আসুক স্রোত প্রতিকূল !
চেষ্টার বিকল্প কিছুতেই নেই আর,
ঈশ্বরও তখন করেন প্রয়াস_ 
সহযোগিতার বাড়িয়ে হাত, পড়াতে বিজয় মুকুট।
উদিত সূর্য্যও বলছে এসে ,
ওহে দুর্নিবার হেরে যেয়ো না তুমি ! 
রাত্রি শেষে ভোর আসবেই, এই জীবনের নীতি । #peace
bb51c778b2955f8faeb0037e3050bf7d

Piyali Kushari

zindegi bebasi ki aur ek naam_

kuch gharo ki yea haalat
bhikh bhi manga nehin jaaye 
aur 
bhukh bhi samhale naa sambhle ! #stay_home_stay_safe
bb51c778b2955f8faeb0037e3050bf7d

Piyali Kushari

ভালোবাসা একটা বিশ্বাসের নাম একটা আস্থা।
ভালোবাসা যেখানে বন্ধুত্বের অটুট বন্ধন আর ভরষা।
সময়ের অবহেলায় সেই ভালোবাসার খরস্রোতা নদীতেও_
অভিমানের বালিয়াড়ি বাঁধে বাসা।

ভালোবাসায় অপেক্ষা থাকে কিন্তু_
বন্ধুত্বের দীর্ঘ উপেক্ষ্যা সহ্য হয় না।
প্রেম ভোলা যায় বন্ধুত্বপূর্ণ ভালোবাসা ভোলা যায় না।

ভালোবাসা একটি স্বচ্ছ জলধারা।
সময়ের অযত্নে হয়ত ক্ষীণ প্রবাহ_
তবে স্নেহের পরশে আবারও সে স্রোতশ্বিনী তরতাজা।

প্রেমে আঘাত এলে সব দ্বার রুদ্ধ_
 কিন্তু বন্ধুত্বে চীরকাল উন্মুক্ত দরজা।
প্রেমে মোহ থাকে কেটেও যায়_
বন্ধুত্বপূর্ণ ভালোবাসা কখন মলিন হয় না। #Dosti
bb51c778b2955f8faeb0037e3050bf7d

Piyali Kushari

Man ki pinjra khol ke 
khwabo ki parinda urda ke dekha toh
hanjaro gul khile thein nazam ki
sihayi se main bhi sencha to
meri bhi kuch nazam khili
ab hakikat ki zamin main 
zindegi  gulzar hui !!

                 _piyali/

bb51c778b2955f8faeb0037e3050bf7d

Piyali Kushari

Dhundla sa asman tha ,raushni ki taalash thi
jamin mein kantein thi ,naram ghaas ki jagah  
raasta bari mushkil thi ,
ek main hi besahara mushafhir thi
bhatakte huye armaan bhi thi
ek jaljala sa tha aur makri ki jaal mein
 main uljhi huin
mujh nachiz ko ek aapki likhi nazam kaa housla mili
jaise bhatke huye kasti ko ek kinara mili 
kafhila khud banti gayi 
sihahi jab apni bulandi chunyaa
ekele ho kar bhi zindegi Gulzar huyi .
     
                          ❤ _piyali/ #happybirthdaygulzar
bb51c778b2955f8faeb0037e3050bf7d

Piyali Kushari

একটা রাত জানে শুধু _
সেদিন অনেক কথা হয়েছিল ,
জীবনের বই টা খুলে রেখেছিলাম।
নাহঃ সহানুভূতি চাই নি _
কিংবা বন্ধুত্ব ছাপিয়ে অন্য সম্পর্ক 
নিঃসঙ্গ রাত্রি জানে_
 কষ্টগুলো উড়িয়ে দিতে চেয়েছিলাম ,
তোমাকে সাক্ষী রেখে।
তুমি সজোরে বইটা বন্ধ করেদিলে_
 অপরিচিত পাঠকের মতো।
বুঝেছি শব্দগুলো মিশরীয় লিপির মতো _
দুর্বদ্ধ ছিল বোঝ নি।
কিছু সম্পর্ক ধোয়ার মতো উবে যায় _
যেমন রাতের কুয়াশা দিনের ছোঁয়া পেয়ে !
শুধু বিন্দু বিন্দু জলকণা থেকে যায় 
অভিমানের পাতায় 
একরাশ বোঝা না বোঝার গল্পের পাতাগুলো ,
দমকা হাওয়ায় ফর ফর করে উড়তে থাকে।
 কিছু কিছু জীবনের গল্প ভীষণ দূরহ হয়,
 পাঠক থাকে না আর না শ্রোতা।
রাত্রির অন্ধকারে হারিয়ে যায় _
 অসংখ্য নীরব যন্ত্রণা  
একটি অসমাপ্ত জীবনের আত্মকথা । #peace
bb51c778b2955f8faeb0037e3050bf7d

Piyali Kushari

আজ স্বাধীনতার মানে সীমান্তের গোলাবারুদের বর্ষণ 
আর অধিকাংশ নেতা-মন্ত্রীদের স্বার্থসিদ্ধির মধ্যে সীমাবদ্ধ।
স্বাধীনতার প্রাক্কালে আর আজকের মধ্যে সাদৃশ্য একটাই_
 তখন ছিল ব্রিটিশাধীন আর এখন দেশীয় স্বার্থান্বেষিদের অধীন। 
নিপীড়ন তখনো চলতো পীড়িতদের ওপর আজও চলছে ।
বীর বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস  আজ 
কলুষিত করছে ক্ষমতা লোভী নানা রাজনৈতিক দল।
অভ্যান্তরীন বিবাদ আর রেষারেষির ক্ষেত্রভূমি এখন ভারতবর্ষ ।
দেশ তার গরীমা হারাচ্ছে । 
স্বাধীনতার প্রকৃত মানে আজ ইতিহাসের পাতাতেই শুধু লিপিবদ্ধ। 
স্বাধীনতা আজ শুধু একটি দিন নয় বহু বীরের রক্তের ঋণ। 
বহু মায়ের সন্তান হারানো ব্যাথার অশ্রুর স্বরূপ।
তাই আজ ' বণ্দেমাতরম ' ধ্বনিতে একতার সুর বাজুক । 
' জনগণ ' সুরে প্রতিটা মানুষের সাথে মানুষের ভেদাভেদ ঘুচে যাক। 
উন্মুক্ত হোক পরার্থপরতা 
তবেই আমাদের ভারতবর্ষে উড়বে প্রকৃত অর্থে বিজয়ের পতাকা 
আরও উজ্বল ও গাঢ়  হবে সাধের তিরঙ্গা । 
জয়হিন্দ !!🇮🇳 #independenceday2020
bb51c778b2955f8faeb0037e3050bf7d

Piyali Kushari

#rain
loader
Home
Explore
Events
Notification
Profile