Nojoto: Largest Storytelling Platform
debikadas0868
  • 136Stories
  • 197Followers
  • 615Love
    226Views

Anuradha (Debika Das)✍️🎙️✍️

I am simple not a writer. I just explain my feelings through my pen💐💐💐

  • Popular
  • Latest
  • Repost
  • Video
cfb78a58d68c26ef56f8b884558c7f0f

Anuradha (Debika Das)✍️🎙️✍️

cfb78a58d68c26ef56f8b884558c7f0f

Anuradha (Debika Das)✍️🎙️✍️

cfb78a58d68c26ef56f8b884558c7f0f

Anuradha (Debika Das)✍️🎙️✍️

"বাবা"
         দেবাঙ্গন।। ✍

আমার কাছে "বাবা" মানে, 
খুশির একটা বড় বাক্স। 
অনেক হাসি, অনেক মজা, 
ঠিক ম্যাজিশিয়ানের মতো। 
যখন তুমি অঙ্ক কষাও,
যেনো রাগী হেডমাস্টার। 
আমি কখনো চোট পেলে, 
তোমার চোখ বর্ষার আষাঢ়। 
মায়ের সাথে ঝগড়া করো, 
বাঁচাতে আমার পিঠের চড়- কিল। 
মা বলে, তুমি না কি, 
আমার উকিল! 
তোমার সব কথাতেই, 
ভরে ওঠে মন। 
তোমার মতন "বাবা " পেয়ে, 
ধন্য আমার জীবন।।

©Anuradha (Debika Das)✍️🎙️✍️ My 10 years son's writing✍️

My 10 years son's writing✍️

cfb78a58d68c26ef56f8b884558c7f0f

Anuradha (Debika Das)✍️🎙️✍️

✍✍✍

✍✍✍

cfb78a58d68c26ef56f8b884558c7f0f

Anuradha (Debika Das)✍️🎙️✍️

#Kathakaar
cfb78a58d68c26ef56f8b884558c7f0f

Anuradha (Debika Das)✍️🎙️✍️

ভালোবাসা মানে আকাশ বলে -
নিজেকে উজাড় করে দেওয়া।
ভালোবাসা মানে মেঘ বলে -
বৃষ্টি হয়ে ঝরা।
ভালোবাসা মানে সাগর বলে -
গভীর হতে শেখা।
ভালোবাসা মানে রোদ্দুর বলে -
আলতো একটু ছোঁয়া।
ভালোবাসা মানে মরু বলে -
সহ্য করা তেষ্টা,
ভালোবাসা মানে পাহাড় বলে -
অধিকার বুঝে নেওয়া।
ভালোবাসার অনেক মানে -
যেটা বুঝবে তুমি,
আমার কাছে ভালোবাসা মানে -
সবটা জুড়ে শুধু তুমি।

©Anuradha (Debika Das)✍️🎙️✍️ #PoetInYou
cfb78a58d68c26ef56f8b884558c7f0f

Anuradha (Debika Das)✍️🎙️✍️

Aaj sirf vai ke liye nehi sister ke liye bhi pray kijiye. Tabhi vaiduj safol hoga. 
Happy " Vai & Bon duj " to all.

©Anuradha (Debika Das)✍️🎙️✍️ #Bhaidooj
cfb78a58d68c26ef56f8b884558c7f0f

Anuradha (Debika Das)✍️🎙️✍️

অনুভূতির অনন্য রূপ
*********************

সীতা ছিল রাম প্রেয়সী,
কৃষ্ণের রাধারই মতন।
মিলনের সন্ধিক্ষণে হইল -
বিচ্ছেদ দুইটি মনন।।

দিলা তব তুমি অগ্নিপরীক্ষা,
প্রমানিতে তম সতীত্ব!
কৃষ্ণ বিরহে বিভোর রাধার -
কলুষিত হইলো নারীত্ব!

বসুধা তব দুই ভাগ হইয়া -
গর্ভে দিল সীতারে  ঠাঁই।
 কৃষ্ণের আঁখিতে  খুঁজিয়া রুক্মিণী,
রাধারে'ই দেখিতে পাই।।

সুখ খুঁজিয়া ফিরি মিলনে মুই,
বিরহে খুঁজিয়া ফিরি দুখ।
ভালোবাসা সে তো মনের মিলন,
অনুভূতির এক অনন্য রূপ।।

অনুরাধা (দেবিকা দাস)।।✍️ #Love
cfb78a58d68c26ef56f8b884558c7f0f

Anuradha (Debika Das)✍️🎙️✍️

অনুভূতির অনন্য রূপ
*********************

সীতা ছিল রাম প্রেয়সী,
কৃষ্ণের রাধারই মতন।
মিলনের সন্ধিক্ষণে হইল -
বিচ্ছেদ দুইটি মনন।।

দিলা তব তুমি অগ্নিপরীক্ষা,
প্রমানিতে তম সতীত্ব!
কৃষ্ণ বিরহে বিভোর রাধার -
কলুষিত হইলো নারীত্ব!

বসুধা তব দুই ভাগ হইয়া -
গর্ভে দিল সীতারে  ঠাঁই। 
কৃষ্ণের আঁখিতে  খুঁজিয়া রুক্মিণী,
রাধারে'ই দেখিতে পাই।।

সুখ খুঁজিয়া ফিরি মিলনে মুই,
বিরহে খুঁজিয়া ফিরি দুখ।
ভালোবাসা সে তো মনের মিলন,
অনুভূতির এক অনন্য রূপ।।

অনুরাধা (দেবিকা দাস)।।✍️ #Love
cfb78a58d68c26ef56f8b884558c7f0f

Anuradha (Debika Das)✍️🎙️✍️

বিরহে - প্রেম

যমুনা তীরে বসিয়া রাধা,
বিচ্ছেদ বিরহে বিভোর।
হেথা হোথা খুঁজে ফিরে,
কৃষ্ণের আলাপন।

নদীর জলে জলছবি তে,
ভাসে কৃষ্ণের মুখখানি।
কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ বলিয়া,
ছোটে রাই বিনোদিনী।

কালো মেঘেও কৃষ্ণ খোঁজে,
ঝরিল ঝরঝর মুশুলধারে।
ভিজিয়ে গেলো অভিমান,
রাধার লুকোনো অন্তরালের।

অনুরাগের ছোঁয়া পেয়ে,
আকুল পরান রাধার।
প্রানসখার আলিঙ্গনে,
ঘুচবে মন আঁধার।

অনুরাধা (দেবিকা দাস)।।✍️ #nojotohindi
loader
Home
Explore
Events
Notification
Profile