A very commonly Uncommon girl, always wants to fly high, yet fears to fall.... Find me among the fallen leaves🍁🍂
450Stories
3Followers
7Love
0Views
Popular
Latest
Video
SOMASHREE PAL
আজ তোমাদের জন্য রইলো একটি অন্যধরনের কোলাব কনটেস্ট।
উপরের ছবিটির দিকে দেখলে তোমরা সেখানে কিছু শব্দ দেখতে পাবে। আজ ওই শব্দগুলির নাম তোমার লেখায় রেখে তার পাশের খোপে লিখে ফেলো একটি দুই লাইনের অনু কবিতা। আর চটপট কোলাবে যোগ দাও। অন্য খোপটি তোমার লেখক বন্ধুদের জন্য ফাঁকা রেখে দাও।
সময়সীমা: আগামীকাল সকাল ১০টা।
সেরা লেখাগুলি সময়সীমা শেষ হওয়ার পরে ফিচার করা হবে।
তবে আর দেরি কি, চলো ভেসে যাই 'উজানের টানে'। #yqbaba#yqdada#YourQuoteAndMine#CollabChallenge#উজানেরটানে#যুগ্মকোলাব২৬
আজ তোমাদের জন্য রইলো একটি অন্যধরনের কোলাব কনটেস্ট।
উপরের ছবিটির দিকে দেখলে তোমরা সেখানে দুটি চিত্র দেখতে পাবে। আজ ওই চিত্রগুলির মধ্যে যে কোনো একটি চিত্রের বস্তুটির নাম তোমার লেখায় রেখে তার নীচের ফাঁকা খোপে লিখে ফেলো একটি চার লাইনের অনু কবিতা। আর চটপট কোলাবে যোগ দাও। অন্য খোপটি তোমার লেখক বন্ধুদের জন্য ফাঁকা রেখে দাও।
সময়সীমা: আগামীকাল সকাল ৮টা।
সেরা লেখাগুলি সময়সীমা শেষ হওয়ার পরে ফিচার করা হবে।
তবে আর দেরি কি, চলো ভেসে যাই 'উজানের টানে'। #yqbaba#yqdada#YourQuoteAndMine#CollabChallenge#উজানেরটানে#যুগ্মকোলাব২৩
SOMASHREE PAL
আজ নিয়ে এসেছি তোমাদের জন্য যুগ্ম কোলাব কন্টেস্ট।
নিয়ম সবারই জানা, উপরের যে কোনো একটি খোপে তুমি তোমার পছন্দমতো কোনো বিষয়ে চার লাইনের একটি অনু কবিতা লিখবে এবং তোমার লেখক বন্ধুদের আমন্ত্রণ জানাবে সেটিতে কোলাব করার জন্য।
কিন্তু শর্তটি হলো, 'সাদা' খোপে লিখলে লেখাটি পজিটিভ ভাবনা ও শব্দযুক্ত হবে। আর 'কালো' খোপের লেখাটি নেগেটিভ শব্দ ও ভাবনাযোগে হবে।
সময়সীমা: আগামীকাল সকাল ৯টা।
সেরা যুগলবন্দিটি/ যুগলবন্দিগুলি সময়সীমা শেষ হওয়ার পরে ফিচার করা হবে। #yqbaba#yqdada#YourQuoteAndMine#CollabChallenge#উজানেরটানে#যুগ্মকোলাব২২
SOMASHREE PAL
শুভ সন্ধ্যা স্বজনবন্ধুরা।
আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটি কনটেস্ট - বর্ণ-বিয়োগ কবিতা।
এই কনটেস্টে তোমাদের একটি কবিতা লিখতে হবে - 2 liner/ 4 liner/ 6 liner.
শর্ত হলো :
১. একটি বর্ণ/ অক্ষর ( যেটা আমরা বলে দেব) সেটা তোমাদের এই কবিতায় কোনোভাবেই ব্যবহার করতে পারবে না। #yqbaba#yqdada#YourQuoteAndMine#swajan#স্বজনসেরা#বর্ণবিয়োগকবিতা৭
কেমন আছো বন্ধুরা?
আজ তোমাদের জন্য আমাদের "কথোপকথন" কনটেস্টটি একটু অন্যরকম করে দিলাম।
আজকের কথোপকথন করবে শুধু তোমরা। আমরা একটি শব্দ/ শব্দগুচ্ছ দিয়ে দেবো। সেই শব্দ/ শব্দগুচ্ছ তোমাদের লেখার ভেতর রেখে লিখে ফেলো একটি চমৎকার ONELINER
দেখতেই পাচ্ছ তিনটে লাইন দেওয়া আছে.। অর্থাৎ তুমি লেখার পর তোমার বন্ধুদের ইনভাইট করো। অন্য আরো দুজন বন্ধু লিখলে তবেই একটি পোস্ট সম্পূর্ণ হবে।
কিন্তু মনে রাখবে প্রত্যেকের লেখার মধ্যে আমাদের দেওয়া শব্দ/ শব্দগুচ্ছ থাকতেই হবে।
#yqbaba#yqdada#YourQuoteAndMine#স্বজন#স্বজনসেরা#তোমাদেরকথোপকথন৩০#aarshiquotes
SOMASHREE PAL
Dedicating a #testimonial to Sharmistha Mitra Sengupta
যে মেয়েটার গাল ভরা হাসি, চোখের ফাঁকে স্নেহ ঝরে;
সেই মেয়েটি খুব যতনে, বন্দী আমার হৃদমাঝারে।
শব্দ সাজিয়ে গড়ে ইমারত, সকল ব্যথাকে দিয়ে ছুটি;
ভালোবাসা আর এতো আদরে বানিয়েছে অনেক জুটি।
অকৃত্রিম সাথী হয়ে মন-গোপনে দিয়েছে ঠাঁই;
দিদিভাই তুমি ভালো থেকো; এইটুকু চায় তোমার মিঠাই!! #yqbaba#happybirthday#yqdada#loveyouforever