Nojoto: Largest Storytelling Platform
afreenjahan0577
  • 8Stories
  • 25Followers
  • 68Love
    453Views

Afreen Jahan

❤❤❤❤

  • Popular
  • Latest
  • Video
f92adc8a001a68103bac7b5a6133495b

Afreen Jahan

আধুনিকতায় বাক্সবন্দী না হয়ে না হয় একটু ব্যাকডেটেড ই থাকলাম।
হিন্দি ইংলিশ একটু কম প্রয়োগ কম করে না হয় একটি বাংলাটাকেই প্রাধান্য দিলাম ।
নিজের মনের কথাটা না হয় নিজের সাথেই করলাম ,এই আধুনিকতার যুগে ঠোঁটের কথা শোনার লোক অনেক থাকলেও মনের কথা বোঝার লোকের এ অভাব ।
এই ব্যস্ত জীবনে সময় পেলেই না হয় একটু বেসুরে গলায় গান ধরলাম,কিংবা সাদা ক্যানভাসটাই রং দিয়ে আঁকিবুকি কাটলাম।
প্রিয় মানুষটাকে social media তে "ভালোবাসি" না বলে যদি খোলা আকাশ এর নীচে  বলি "ভালোবাসি" কিংবা দুজনে যদি একসাথে বসে গল্প লিখি,সকলের চোখের আড়ালে গিয়ে তাকে পড়ি।একজন ভুল করলে অন্যজন শুধরে দিই মনে হয়না ব্যাপারটা খুব ব্যাকডেটেড হবে! তবে আধুনিকতার শিকার ও ঠিক হবেনা।
রবিবার সময় টা যদি নিজেকে দিই নিজেকে বোঝার জন্য সময়টা নিই ,বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ভিজে মাটির গন্ধ টা ,আগের দিনের কেনা নতুন বইটার গন্ধ টা যদি অনুভব করি বা মায়ের হাতের লুচি আলুরদম টা না হয় পেটপুরে খেলাম।
মানুষটা আমি Introvert type তা বলে এটা নয় যে আমি unsocial, তবে হ্যাঁ আধুনিকতায় পা দিয়েও ব্যাকডেটেড থাকতে চাই। 


-আফরীন জাহান

f92adc8a001a68103bac7b5a6133495b

Afreen Jahan

আধুনিকতায় বাক্সবন্দী না হয়ে না হয় একটু ব্যাকডেটেড ই থাকলাম।
হিন্দি ইংলিশ একটু কম প্রয়োগ কম করে না হয় একটু বাংলাটাকেই প্রাধান্য দিলাম ।
নিজের মনের কথাটা না হয় নিজের সাথেই করলাম ,এই আধুনিকতার যুগে ঠোঁটের কথা শোনার লোক অনেক থাকলেও মনের কথা বোঝার লোকের এ অভাব ।
এই ব্যস্ত জীবনে সময় পেলেই না হয় একটু বেসুরে গলায় গান ধরলাম,কিংবা সাদা ক্যানভাসটাই রং দিয়ে আঁকিবুকি কাটলাম।
প্রিয় মানুষটাকে social media তে "ভালোবাসি" না বলে যদি খোলা আকাশ এর নীচে  বলি "ভালোবাসি" কিংবা দুজনে যদি একসাথে বসে গল্প লিখি,সকলের চোখের আড়ালে গিয়ে তাকে পড়ি।একজন ভুল করলে অন্যজন শুধরে দিই মনে হয়না ব্যাপারটা খুব ব্যাকডেটেড হবে! তবে আধুনিকতার শিকার ও ঠিক হবেনা।
রবিবার সময় টা যদি নিজেকে দিই নিজেকে বোঝার জন্য সময়টা নিই ,বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ভিজে মাটির গন্ধ টা ,আগের দিনের কেনা নতুন বইটার গন্ধ টা যদি অনুভব করি বা মায়ের হাতের লুচি আলুরদম টা না হয় পেটপুরে খেলাম।
মানুষটা আমি Introvert type তা বলে এটা নয় যে আমি unsocial, তবে হ্যাঁ আধুনিকতায় পা দিয়েও ব্যাকডেটেড থাকতে চাই।
       -Afreen jahan #rainfall
f92adc8a001a68103bac7b5a6133495b

Afreen Jahan

জীবনটা কারোর জন্যই কোনোদিন থেমে থাকে না।
সবটাই সময়ের খেল ।একটা খারাপ সময় মানেই সবটা খারাপ কোনোদিন হতে পারে না,বিশ্বাস রাখো খারাপ সময় এর পর আলোর রেখা ঠিক দেখতে পাবে । উচ্চমাধ্যমিক এ টেনেটুনে পাস করা ছেলেটা আজ এক বড় আর্টিস্ট,জীবন কে তার চেয়ে বেশি কে ই বা রঙ্গিন করতে পারবে!
কিংবা সেই মেয়েটা যে ক্লাস এর ফাঁকা জানালা দিয়ে মেঘেদের দেখার অপরাধে বেশির ভাগ সময় ক্লাসরুমের বাইরেই থাকতো সেই উনমনা মেয়েটা আজ সফল বিমান সেবিকা,মেঘেদের সাথেই তার আজ সংসার।
ছোট ছোট পায়ে এগিয়ে যেতেই চাঁদের পাহাড়ের  সন্ধান মেলে,
তাই
ছোট খাটো জিনিস এ খুশি হতে শেখ তুমি ভালো থাকার রাস্তা নিজেই পেয়ে যাবে শুধু ভালো থাকার পদ্ধতি গুলো সবার আলাদা আলাদা ।
আজ বিল গেটস ও যেমন খুশি হতেই পারে রাস্তার মোড়ের চায়ের দোকান এর রতন কাকা ও তেমন খুশি শুধু  দুজনের ভালো থাকার দৃষ্টিভঙ্গি আলাদা ,জীবনভঙ্গিমা আলাদা ।
নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকো তোমার কাছে যেটা আছে সেটা পাবার জন্য অনেক মানুষ মরিয়া হয়ে থাকে ।
অনেকের হাজার বিলাসিতার ভিতর এও পৃথিবীটা স্বচ্ছ নয় যেমন কেও কারোর তোয়াক্কা না করেই একাই বেরিয়ে পড়ে আবার কেও বাড়ি ফেরার রাস্তা টুকু জানেনা দুজনের আকাশ এ কেমন যেন মেঘাচ্ছন্ন।
কেও নিজের খবর না রেখে অন্যের খবর রাখতে ব্যাস্ত তো কেউ আবার নিজের সমস্যা তাই জর্জরিত ।
কারোর কাছে সব থেকেও কিছু নেই তো কারোর কাছে আবার কিছু না থেকে সব কিছু আছে ।
তোমাকে নীচে টেনে নামানোর লোক যেমন আছে তেমন ই উপরে ওঠানোর লোক ও আছে।খারাপ ভালো সব মিলিয়ে জীবন।।

f92adc8a001a68103bac7b5a6133495b

Afreen Jahan

যত বড় হচ্ছি মানুষ গুলো র আসল রূপ টা যেন সামনে আসছে ,যেখানে বন্ধুত্বের ভিড় টা আজ কয়েকজন এ এসে ঠেকেছে।
এই রাগ, ক্ষোভ,অভিমান আমরা হাতে গোনা কয়েকটা মানুষের কাছেই প্রকাশ করতে পারি ।
নিজের সিদ্ধান্ত নিতে হয় "লোকে কি বলবে" ভেবে।
ওরা ক্রুশ কাঠে পেরেক দিয়ে আটকে দেবে তোমায় কেড়ে নেবে তোমার কথা বেলার শক্তি।।
এগোতে গেলেই যেন কোনো অদৃশ্য সুতোর হ্যাঁচকা টান বাধা দেবে  ।।
সবাই যেন কেমন depression  এর শিকার ।
আজকাল সমস্ত জিনিস স্থিতিশীল কম ক্ষণস্থায়ী বেশি হয়ে গেছে সবটাই যেন  MADE IN CHINA । সেটা কিছুটা নিজেদের দোষ এ বা হয়তো এটাই নিয়ম । যখন সমস্ত  চাওয়া গুলো একসাথে পেয়ে যায় তার গুরুত্ব খানিকটা টা হলেও কমে যায় মনে হয় যেন সবকিছু চিরকাল থেকেই যাবে,তখনই গুরুত্বটা ধীরে ধীরে কমতে থাকে।মনে করি ওই জিনিস টা থাকবেই ,আস্তে আস্তে কমতে কমতে এতটাই কমে যায় যে সেই জিনিস টা হারিয়ে যায় আর যখন বুঝি তখন অনেকটা দেরি হয়ে যায় ।গুরুত্ত কমলেই বাড়ে দূরত্ব সম্পর্কটাই  ব‍্যস্তানুপাতিক ।

সবটাই কেমন যেন আপেক্ষিক।
              -afreen jahan

f92adc8a001a68103bac7b5a6133495b

Afreen Jahan

titas hobo

titas hobo

f92adc8a001a68103bac7b5a6133495b

Afreen Jahan

#sayari
f92adc8a001a68103bac7b5a6133495b

Afreen Jahan

#hindipoem
f92adc8a001a68103bac7b5a6133495b

Afreen Jahan

#quotes #sayari 
first try....... vul hole bolben 🙂 aro valo korar chesta krbo😄

#Quotes #sayari first try....... vul hole bolben 🙂 aro valo korar chesta krbo😄


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile