Nojoto: Largest Storytelling Platform
dibyendukabi7109
  • 242Stories
  • 38Followers
  • 2.9KLove
    26.1KViews

Dibyendu Kabi

1/1/1987

  • Popular
  • Latest
  • Video
f97e6721e1c60aa33e418ce2f47964eb

Dibyendu Kabi

White যখন তোমার সাথে এই ভাবে
একান্তে নিরালায় বসি দুজনে।
সত্যি বলতে প্রিয়া, জীবনের অন্ধকার
দিনগুলো যেন সব, মুছে গিয়ে আলোর
দিশা খুঁজে পাই।
বলো তোমার কী, মনে হয় প্রিয়া।

©Dibyendu Kabi #love_shayari Love
f97e6721e1c60aa33e418ce2f47964eb

Dibyendu Kabi

White জানিনা সূর্যের মতন তোমার
ভালবাসাকে আমি, আমার জীবনে
প্রাধান্য দিতে পারবো কি না।
তবে এই টুকু জানি, তোমার
স্পর্শতা, তোমার মনের নিবিড়
ভালোবাসা।
আর আমার, তোমার প্রতি
এই সুন্দর ভালোবাসা বোধহয়
তোমাকে ভুলতে ও দেবে না।
তবুও তোমার হৃদয়, তোমার মন
যদি না চায় জোর করবো না।
বাকিটা তোমার ইচ্ছের উপরে।
ইতি তোমার প্রিয়ো।

©Dibyendu Kabi #GoodMorning লাভ লাইফ আর
অভিমানের ভালোবাসা।

#GoodMorning লাভ লাইফ আর অভিমানের ভালোবাসা। #Love

f97e6721e1c60aa33e418ce2f47964eb

Dibyendu Kabi

Good morning all friends

©Dibyendu Kabi on the River. Life is changing.
Morning is Loving.

on the River. Life is changing. Morning is Loving.

f97e6721e1c60aa33e418ce2f47964eb

Dibyendu Kabi

White গুরু তুমি, পূর্ণতা দিতে,
চাঁদ মামা হয়ে জোছনায়
বিলায়ে ছো, জোছনার আলো।
সকল অজানা কে, জ্ঞানের পূর্ণতা
দিতে গুরু পূর্ণিমায়, চাঁদের আলোয়
আলোকিত করে পূর্ণ দান।
সকল মানুষের মাঝে বিলিয়ে দিতে
পরিপূর্ণতায় পরিপূর্ণতা দিতে আকাশের মাঝে
উদিত হয়েছো।

©Dibyendu Kabi
  #moon_day Poetry

#moon_day Poetry

f97e6721e1c60aa33e418ce2f47964eb

Dibyendu Kabi

White এই তো চলে এলাম,
ঐ পৃথিবী ছেড়ে এই চাঁদের
মাটিতে। দেখো দেখগো পৃথিবী।
আজকের তোমার মতন, আমি
কলঙ্ক থেকে মুক্ত হয়ে।
আলোর রশ্মিতে অন্ধকার থেকে
তোমার মতন সুন্দর আলোর
সুরুপে আলো সুন্দরী হতে পেরেছি।
তবে দুঃখ টা, কী জানো।
সবসময় ঐ চন্দ্রঅভি যানের
উপরে নির্ভর হয়ে দিন
কাটিয়ে যাচ্ছি।

©Dibyendu Kabi
  #love_shayari Poetry
f97e6721e1c60aa33e418ce2f47964eb

Dibyendu Kabi

White এই বৃষ্টি ভেজা সন্ধ্যালায়।
কতো ভিজেযাওয়া স্মৃতি কথা
মনে পরে যায়।
আলো ঝলমলে, ছাতা হাতে
বৃষ্টির মাঝে, কাপড় গেছে ভিজে।
তারই মাঝে গাড়ির চাকার দ্রুত
গতির ঝটকা কাদা, মাটি, আর সাথে
গাছের ঝরা পাতা। তবুও তারি মাঝে
বাড়িতে ফেরার একটা, চলোমান গতি।
আরও কতো কী, সব আর মনে
পরে কী, কিছু তো বিশেষ অনুভূতি।
ঐ যে সব স্মৃতি বৃষ্টি ভেজা সব রাত্রি।

©Dibyendu Kabi
  #sad_shayari poetry
f97e6721e1c60aa33e418ce2f47964eb

Dibyendu Kabi

White ঐ দেখো আইন, ও তো
কারুর বন্ধু নয়, শত্রু নয়।
কিন্তূ একটু ভেবে দেখো।
ও আছে বলে, কত জীবন,
কতো শাস্তি, কতো স্বপ্ন
আর ও কতো কী, আমরা
জানতে ও বুঝতে পারছি।
বাট ও কিন্তূ ওর জায়গা তে নীরব।
শুধুই ওকে বুঝতে হবে এবং
প্রয়োজনে ব্যবহার করতে হবে।
ও নীরব দর্শক ও দর্শন।

©Dibyendu Kabi
  #international_Justice_day Poetry
f97e6721e1c60aa33e418ce2f47964eb

Dibyendu Kabi

White আঁকড়ে ধরে ছাতা।
ভিজছে পায়ের পাতা।
শ্রাবন বৃষ্টির ধারা, সন্ধ্যার
আলো ছায়া।
এক অপরূপ দৃষ্টি।
মনের মাঝে, মনে পরে।
সেই ছোট্ট বেলায়, ভিজেজাযার
পুরোনো সব স্মৃতি।

©Dibyendu Kabi
  #weather_today Poetry
f97e6721e1c60aa33e418ce2f47964eb

Dibyendu Kabi

White একের বিদায়ে
আঁকড়ে ধরতে চাইছে
আরেক, নব সিতি কথা।
বলো কাকে ছেড়ে
কাকে ভুলবো আপন
তো দুই জনা।

©Dibyendu Kabi
  #Sad_shayri Poetry

#Sad_shayri Poetry

f97e6721e1c60aa33e418ce2f47964eb

Dibyendu Kabi

White  রিমঝিম বৃষ্টি পরে এই
সন্ধ্যা বেলায়।
কাঁচে তে দেখো ঘাম দিয়েছে
এই দুফুর বেলায়।
সবুজের আভরণ দেখো
কতো না সভা পায়।
এমন সময় মন কী তোমার
একটু রোমান্টিক হয়।

©Dibyendu Kabi
  #love_shayari Poetry
loader
Home
Explore
Events
Notification
Profile