Find the Latest Status about chaskaman dam capacity in tmc from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, chaskaman dam capacity in tmc.
BANGLE TIMES
‘গত ছ’দফাতেই তৃণমূল ২৩ আসন পেয়ে গিয়েছে’, শেষ পর্বের আগেই অভিষেকের দাবি! চ্যালেঞ্জ বিজেপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, লোকসভা ভোটের প্রথম ছ’দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। ভোট-ভরাডুবি নিশ্চিত বুঝে বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করতে শুরু করেছেন। লোকসভা ভোটের প্রথম ছ’দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। মঙ্গলবার এই দাবি করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নিজের লোকসভা আসন ডায়মন্ড হারাবারে দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। অভিষেক মঙ্গলবার বলেন, ‘‘আজ, আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে গত ছ’দফায় ৩৩টি লোকসভা আসনে ভোট হয়েছে। ৯টি আসন এখনও বাকি আছে। তৃণমূল গত ছ’পর্বেই ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে। এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন।’’ ©BANGLE TIMES #TMC
BANGLE TIMES
ভিন্রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকেরা কম আসছেন ভোট দিতে? চার দফা দেখার পরে শাসক তৃণমূলে চিন্তা? বালুরঘাট, রায়গঞ্জ, মালদহ উত্তর এবং দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও বহরমপুরের মতো লোকসভা আসনের ভোটার তালিকায় নাম থাকা পরিযায়ী শ্রমিকদের বড় অংশ ভোট দিতে বাড়ি ফেরেননি। ভিন্রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা সকলে কি ভোট দিতে ঘরে ফিরেছেন? ফিরছেন? চার দফা ভোট হয়ে যাওয়ার পরে এ নিয়ে খানিক চিন্তায় বাংলার শাসকদল তৃণমূল। লোকসভা নির্বাচনে প্রথম দফায় ভোট হয়েছিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে। সেই আসনগুলিতে খুব বেশি পরিযায়ী শ্রমিকদের সংখ্যা না থাকায় ভোটদানে সে ভাবে প্রভাব পড়েনি। কিন্তু দ্বিতীয় দফা থেকেই ভোটদান কম হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে সব মহলে। শাসক শিবির সূত্রের খবর, পরিস্থিতি পর্যালোচনা করে জানা যাচ্ছে, বালুরঘাট, রায়গঞ্জ, মালদহ উত্তর এবং দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও বহরমপুরের মতো লোকসভা আসনের ভোটার তালিকায় নাম থাকা পরিযায়ী শ্রমিকদের বড় অংশ ভোট দিতে বাড়ি ফেরেননি। ©BANGLE TIMES #TMC
BANGLE TIMES
তৃতীয় দফার ভোটের আগে তৃণমূলের তিন দফা, ক্ষত প্রলেপে জোড়া আগ্রাসন, একটি ক্ষেত্রে বৈঠকী মলম সাধারণ ভাবে রাজনীতিতে ‘ধারণা’ গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলি সেই ধারণা নির্মাণ করে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আগে বাংলার শাসক তৃণমূল তিন দফায় ধারণা নির্মাণে ময়দানে নামল। রাজ্যপাল, কুণাল ঘোষ, সন্দেশখালি— আগামী মঙ্গলবার তৃতীয় দফার ভোটের আগে তিন দফার ‘কৌশল’ নিয়ে রাজনীতির ময়দানে নামল তৃণমূল। এর মধ্যে দু’টি ক্ষেত্রে তারা ‘আগ্রাসী’ আক্রমণের রাস্তায় গিয়েছে। বাকি একটি ক্ষেত্রে তারা খানিকটা ‘রক্ষণাত্মক’। খানিকটা ‘সমঝোতা’র কৌশল নিয়েছে তারা। তবে তা-ও সামগ্রিক রাজনীতিরই স্বার্থে। ©BANGLE TIMES #TMC
BANGLE TIMES
দিল্লিতে তৃণমূলের হেনস্থা নিয়ে পদক্ষেপের আশ্বাস বোসের, রাজভবন থেকে বেরিয়ে বললেন অভিষেক দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলের ‘হেনস্থা’ নিয়ে কথা বলার জন্য রাজ্যপালের সময় চেয়েছিলেন অভিষেক। সোমবার রাত ৯টায় সময় দিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো রাজভবনে যান অভিষেক-সহ তৃণমূলের ১১ জনের প্রতিনিধি দল। রাজ্যপাল কথা দিয়েছেন, কমিশনের সঙ্গে কথা বলবেন। কাজ না হলে মঙ্গলবার আবার আসবেন। রাজভবন থেকে সোমবার রাতে বেরিয়ে এ কথাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলকে হেনস্থা নিয়ে আঙুল তুললেন নির্বাচন কমিশনের দিকে। তিনি অভিযোগ করলেন, নির্বাচন কমিশন বিজেপির বশ্যতা স্বীকার করেছে। মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে। ©BANGLE TIMES #TMC
BANGLE TIMES
তৃণমূলের সুখেন্দু-অস্বস্তি ফিরল! স্মরণ করালেন সেই ফরাসি বিপ্লব আর জনতার হাতে বাস্তিল দুর্গের পতন রবিবার কলকাতায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল করছেন খ্যাতনামী-সহ বহু মানুষ। সেই মিছিল শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে সুখেন্দুশেখরের এই পোস্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে। আরজি কর-কাণ্ড নিয়ে কয়েক দিনের বিরতির পর আবার তৃণমূলের ‘অস্বস্তি’ বৃদ্ধি করলেন সাংসদ সুখেন্দুশেখর রায়। সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়ে স্মরণ করালেন বাস্তিল দুর্গের পতনের কথা। ওই পোস্টে লিখলেন, ১৭৮৯ সালের জুলাই মাসে বিভোক্ষকারীরা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বাস্তিল দুর্গ। জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের। ঘটনাচক্রে, রবিবার কলকাতায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল করছেন খ্যাতনামী-সহ বহু মানুষ। সেই মিছিল শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে সুখেন্দুশেখরের এই পোস্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন, আরজি কর-কাণ্ডে আবার তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন তিনি। ©BANGLE TIMES #TMC
BANGLE TIMES
বিরক্ত মুখ্যমন্ত্রী! অখিলের শাসানিকাণ্ডে ক্ষত নিরাময়ে মাঠে নামল তৃণমূল, মহিলা অফিসারকে ফোন বনমন্ত্রীর দলীয় সূত্রেই খবর, বন দফতরের ওই মহিলা আধিকারিক মনীষা সাউকে ফোন করেছেন বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। তাঁর সঙ্গে কথা বলে গোটা ঘটনা সম্পর্কে জেনেছেন। মহিলা বনাধিকারিককে মন্ত্রী অখিল গিরির শাসানি ও কুমন্তব্য করার ঘটনায় ঘনিষ্ঠ মহলে বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত তেমনটাই খবর তৃণমূল সূত্রে। দলীয় সূত্রেই খবর, বন দফতরের ওই মহিলা আধিকারিক মনীষা সাউকে ফোন করেছেন বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। তাঁর সঙ্গে কথা বলে গোটা ঘটনা সম্পর্কে জেনেছেন। মহিলা অফিসারের সঙ্গে ফোনে কথা বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। ©BANGLE TIMES #Akhil_Giri #TMC