Find the Latest Status about mousumi khatun from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, mousumi khatun.
Tinku Ranjan Mitra
অভিমানের নীরব ছোঁয়ায়, একাকিত্বের আঁখি, শোক-বৃষ্টি ঝরায়। #অভিমানী ভালোবাসা #yqdadaquote #একাকিত্বের #অভিমানের #মনখারাপি_কথা #bengaliquote #YourQuoteAndMine Collaborating with Mousumi Khatun Collab
#অভিমানী ভালোবাসা #yqdadaquote #একাকিত্বের #অভিমানের #মনখারাপি_কথা #bengaliquote #YourQuoteAndMine Collaborating with Mousumi Khatun Collab
read moreRimpa Pal
সেদিনও চেয়েছিলাম কিছু বলতে কিন্তু মনের গভীরে একটা লজ্জা আমায় থামিয়ে দিয়ে বলেছিল না......না...... এখনই নয় আজ এইটুকুই থাক দিস না আর পিছু ডাক। যেতে দে ঐ অতিথিকে তোর মায়ার বাঁধন ছেড়ে চলতি সময়ের অমসৃণ পথে সে নিশ্চয়ই আসবে ফিরে তোর না বলা কথাগুলো শোনার টানে তখন তাকে সব গুছিয়ে বলিস প্রেমের অভিধানে।। সত্যিই হঠাৎ একদিন এসে ধরা দিল সে আমার আঙিনায় আর সেখান থেকেই তো নতুন গল্প শুরু তবে প্রশ্নটা হল এর শেষ কোথায়? যাই হোক না কেন, কল্পনার সেই গম্ভীর মুখ আজ হৃদয়ের অনুভবে তাই তো এখন ব্যস্ত থাকি ভীষণভাবে। জমানো কথা হবে ধীরে ধীরে কিন্তু প্রথম শুরুটা যে বড়ই কঠিন জানি না কীভাবে বলব বা কী বলব হয়তো ভুলও হতে পারে তবুও আজ শুভদিনে শুভেচ্ছা জানিয়ে শুরুতেই বলছি তোমায় শুভ জন্মদিন।। -মৌসুমী পাল -জন্মদিনের শুভেচ্ছা #Art mousumi
#Art mousumi
read moreRimpa Pal
আজ সে হয়তো ভুলে গেছে সব ভুলে গেছে সেই অতীতটাকে যেদিন তার কল্পনার নানা রঙে শুধু আমার ছবিই আঁকত যেদিন এক এক মুহূর্তের প্রতিটি ক্ষণে কেবলই আমার কথা ভাবত।। কিন্তু এখন তার ঘুমের স্বপ্নে আমি ছাড়া সব কিছু আসে বোধহয় তার আর মনে নেই আমার সাথে কাটানো মুহুর্তগুলো তাই সেগুলোর ওপর বর্তমানে স্তরে স্তরে জমেছে ধুলো।। সত্যিই কি বিচিত্র ব্যাপার একটা মানুষের হঠাৎ পরিবর্তন সময় আর পরিস্থিতির চাপে কতটা পাষাণ হতে পারে মন।। সম্পর্কটা যে কবে এত ঠুনকো হল তা বুঝতেই পারিনি এক রাতেই যে সেটা শেষ করে দেবে এমন কখনো ভাবিনি।। স্পর্শকাতর যন্ত্রনায় এখন তাই খুঁজে চলেছি অকাল মরন কীভাবে জানাব আর আমি কতটা অসহায়? আজ ও কতটা ভালোবাসি কীভাবে বোঝাব তোমায়?? আজও ভুলিনি তোমায় না......পারবনা কোনোদিন তোমাকে আঁকড়ে ধরে যে আমি বাঁচতে চেয়েছিলাম তাই হৃদয়ের ভাঙা ঘরটাও তোমার স্মৃতিকেই দিচ্ছে নাড়া হয়তো অতি নগন্যই ছিলাম তবুও আমি আজ বড় একা ভেতরটা গুমরে উঠছে বারবার অথচ আমার এই বিরহে আজ একবারও দিলে না সাড়া।। -মৌসুমী পাল -বিরহ #darkness mousumi pal
#darkness mousumi pal
read morezara khatun
akele to itne padd gaye ke ab sab kuch andhera sa dikh ne laga hai ab koi fark nahi padta sath kon hai or sath kon de raha hai umeed hai ke allah kabi kisi ko tanah nahirhene deta hai q ki khuda ne to har kisi ko ek boht hi pyara ciz diya hai or wo hai namaz or dua Zara khatun
Zara khatun
read more