Find the Latest Status about svalorna indien bangladesh from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, svalorna indien bangladesh.
Abhay,raychnd
#PulwamaAttack foozi bhi kamal ke hote parsh mai parwar our dil mai desh rakhte hai 🇮🇳indien army🇮🇳 indien army
indien army
read more@YahanZazbaatBikteHai..
White जात-पात के हट को छोड़ो जागो अभागो निंद्रा तोड़ो इतिहास के पन्ने खोलो चीख,पुकार,लाशें न भूलों तब कहां पर लोगे शरण जब होगा अस्तित्व हरण विचार करो विमर्श करो मूर्खों सत्य को स्पर्श करो ©@YahanZazbaatBikteHai.. #bangladesh
BANGLE TIMES
হাই কোর্টের রায় খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে, সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থায় সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাই কোর্টের রায় খারিজ করে দেওয়া হল বাংলাদেশের সুপ্রিম কোর্টে। সংরক্ষণ সংস্কার করা হবে। রায় দিয়েছে শীর্ষ আদালত। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাই কোর্টের রায় খারিজ করে দেওয়া হল বাংলাদেশের সুপ্রিম কোর্টে। দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে। রায় দিয়েছে শীর্ষ আদালত। ২০১৮ সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা গত ৫ জুন অবৈধ ঘোষণা করেছিল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাই কোর্টের নির্দেশ। ©BANGLE TIMES #Bangladesh
BANGLE TIMES
দুর্গাপুজোয় চার কোটি টাকা বরাদ্দ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, নিরাপত্তাতেও বাড়তি নজর স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন, পুজোয় নিরাপত্তার জন্য সাময়িক ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ হবে। সময় ভাগ করে তাঁদের দায়িত্ব বণ্টন করা হবে। পদ্মাপারের দুর্গাপুজো শান্তিপূর্ণ ভাবে আয়োজন করতে পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। পুজোর সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কী ভাবে বজায় রাখা হবে, কী ভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা নিয়ে মঙ্গলবার বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকে একটি বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মন্দির কমিটিগুলির জন্য এ বার প্রধান উপদেষ্টার তহবিল থেকে বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে। যা পূর্ববর্তী বরাদ্দের প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন তিনি। ©BANGLE TIMES #Bangladesh
BANGLE TIMES
হাসিনা জমানার গোপন গুমখানা ‘আয়নাঘর’ থেকে মুক্তি তিন বন্দির, বাকিদের কী হবে? অপেক্ষায় ঢাকা আয়নাঘরের দেওয়ালে অনেক লেখা। খোদাই করে লিখে রেখে গিয়েছেন সবাই। কেউ লিখেছেন, আমাকে বাড়ি থেকে তুলে এনেছিল ডিজিএফআই। কেউ লিখেছেন ফোন নম্বর। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সোমবার। তার পরেই হাসিনা জমানার ‘আয়নাঘর’ থেকে মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের দুই ‘বিশেষ’ বন্দি আবদুল্লাহিল আমান আজ়মি এবং মীর আহমেদ বিন কাসেমকে। আজ়মি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়ার। তাঁর বাবা প্রয়াত গোলাম আজ়ম ছিলেন জামাতে ইসলামির ‘আমির’ (প্রধান)। আর কাসেম হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাসেম আলির কনিষ্ঠ পুত্র। পেশায় ব্যারিস্টার। আট বছর আগে দু’জনকেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশের আইনশৃঙলা রক্ষা বাহিনী। তার পর থেকে তাঁদের খোঁজ মেলেনি। ‘আয়নাঘর’ থেকে তাঁদের মুক্তির পরে বাংলাদেশের সেনাকর্তাদের একাংশ এবং বাংলাদেশের নাগরিকদের একাংশ দাবি করেছেন, ‘আয়নাঘর’-এর বাকি বন্দিদেরও মুক্ত করা হোক। ©BANGLE TIMES #Bangladesh