Nojoto: Largest Storytelling Platform

Best উষ্ণীষ Shayari, Status, Quotes, Stories

Find the Best উষ্ণীষ Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about

  • 22 Followers
  • 2989 Stories

Jayanta Roy

শব্দ-খোঁজা' এই কনটেস্টে আমাদের দেওয়া ব্যাকগ্রাউন্ড থেকে খুঁজে নিতে হবে একটি উপযুক্ত শব্দ, আর সেই শব্দ প্রথমে ব্যবহার করে লিখে ফেলতে হবে, দুলাইন বা চারলাইনের কবিতা কিংবা টুকরো কথা। তাহলে আর দেরি কেন, খুঁজে নিয়ে শব্দ লিখে ফেলো তোমাদের মনের কথা, নিজের ভাষায়। কোলাব অপশন বন্ধ রাখতে ভুলো না যেন। জুড়ে থাকো আমাদের সাথে। #শব্দখোঁজা_০৯ #বাংলা

read more
ওই যে অস্তরাগের সূর্য,
কাছাকাছি তুই আমি,হাইওয়ে জুড়ে ঘরে ফেরার
ব্যস্ততা...
এখন কিছুটা নিশ্চুপ আমরা...
মধ্যবর্তী এক অনুরাগের চোরা স্রোত বয়ে যায়.. শব্দ-খোঁজা' 
এই কনটেস্টে আমাদের দেওয়া ব্যাকগ্রাউন্ড থেকে খুঁজে নিতে হবে একটি উপযুক্ত শব্দ, আর সেই শব্দ প্রথমে ব্যবহার করে লিখে ফেলতে হবে, দুলাইন বা চারলাইনের  কবিতা কিংবা টুকরো কথা।
তাহলে আর দেরি কেন, খুঁজে নিয়ে শব্দ লিখে ফেলো তোমাদের
মনের কথা, নিজের ভাষায়। 
কোলাব অপশন বন্ধ রাখতে ভুলো না যেন।
জুড়ে থাকো আমাদের সাথে।
#শব্দখোঁজা_০৯
#বাংলা

Jayanta Roy

সবাই ভালো আছো তো? "উষ্ণীষ" আজ তোমাদের জন্য নিয়ে এসেছে কনটেস্ট -- "শব্দের আয়না" এখানে আমরা  শব্দ দিয়ে দেবো। সেই শব্দ এবং তার যে কোনো একটি প্রতিশব্দকে নিয়ে লিখে  ফেলো  মন ছুঁয়ে যাওয়া দুই লাইনের অথবা চারলাইনের কোলাব। মনে রেখো একটি কোলাবে আমাদের দেওয়া শব্দ এবং অন্যটিতে থাকতে হবে প্রতিশব্দ। collab অপশন অন রেখে তোমার বন্ধুদের আমন্ত্রণ জানাও তোমার সাথে কোলাব করার জন্য।

read more
সময় ডাকবে কাকে, সে পথ কী কখনও জানে,
জন্ম কিংবা লীন হয়ে যাওয়া অভিযান সন্ধানে | সবাই ভালো আছো তো?
"উষ্ণীষ" আজ তোমাদের জন্য নিয়ে এসেছে কনটেস্ট --
 "শব্দের আয়না" 
এখানে আমরা  শব্দ দিয়ে দেবো। সেই শব্দ এবং  তার যে কোনো একটি  প্রতিশব্দকে নিয়ে  লিখে  ফেলো  মন ছুঁয়ে যাওয়া দুই লাইনের অথবা চারলাইনের  কোলাব।
মনে রেখো একটি কোলাবে আমাদের দেওয়া শব্দ এবং অন্যটিতে থাকতে হবে প্রতিশব্দ।  

 collab অপশন অন রেখে তোমার বন্ধুদের আমন্ত্রণ জানাও তোমার সাথে কোলাব করার জন্য।

Jayanta Roy

আজ নিয়ে এলাম কনটেস্ট - চিত্রকলমে। উপরের ছবিটি ভালো করে দেখে নাও। ছবিটির সম্পর্কে লিখে ফেলো - অনুকবিতা শর্ত একটাই - লাইন সংখ্যা যেন ৬ এর বেশি না হয়! আর অবশ্যই তোমার কোলাব অপশনটি অফ্ (বন্ধ) রেখো। প্রয়োজনে ফিল্টার ব্যবহার করতে পারো। অবশ্যই এই হ্যাশট্যাগটি রেখো #চিত্রকলমে_১৫

read more
অপার্থিব সেতু সরনী ওই অস্তাচলের জলরাশি বিস্তৃতি,
কালঘুম ডাকে ওই ওই কালো হাতছানি ডুবন্ত কালো ছোপ ছোপ স্মৃতি;
দিশাহীন বিহঙ্গ ঝাঁক ঝাঁক প্রহেলিকাময় হিমশীতল রক্তিম দিগন্তে...
দিনান্তে ছায়া-মায়া পথ নির্জন আত্মবলয় ভাসমান একান্তে| আজ নিয়ে এলাম  কনটেস্ট -  চিত্রকলমে।

 উপরের ছবিটি ভালো করে দেখে নাও।  ছবিটির সম্পর্কে লিখে ফেলো - অনুকবিতা 
শর্ত একটাই -  লাইন সংখ্যা যেন ৬ এর বেশি না হয়! 

আর অবশ্যই তোমার কোলাব অপশনটি অফ্ (বন্ধ) রেখো। প্রয়োজনে ফিল্টার ব্যবহার করতে পারো।

অবশ্যই এই হ্যাশট্যাগটি রেখো #চিত্রকলমে_১৫

Jayanta Roy

সুপ্রভাত সদস্যবন্ধুরা, আজ 🌄ভোরের কুয়াশা🌼 এর লেখা এই লাইনটি রইলো তোমাদের জন্য। #Collab করো করো ইচ্ছামতো নিজের ভাবনা দিয়ে। লাইন সংখ্যা নেই কোনো। প্রতিদিনের BEST of USHNISH সেরা লেখাটি পোস্ট অথার্ৎ সময়সীমা একদিন। । -----------------------------------------

read more
ওই দূর নীলিমা ডাক পাঠিয়েছে আবার ;
এক ছুটে যাই সাগর পার নোনা হাওয়া,
চেয়ে দেখো,আমি সেই আমি, শুক কিংবা সন্ধ্যাতারার নীলচে সোহাগ রেণু মেখে নাও...  সুপ্রভাত সদস্যবন্ধুরা,

আজ   🌄ভোরের কুয়াশা🌼    এর লেখা এই লাইনটি রইলো তোমাদের জন্য।

#Collab করো করো ইচ্ছামতো নিজের ভাবনা দিয়ে। লাইন সংখ্যা নেই কোনো।

প্রতিদিনের   BEST of USHNISH     সেরা লেখাটি পোস্ট অথার্ৎ সময়সীমা একদিন। । 
-----------------------------------------

Jayanta Roy

সুপ্রভাত সদস্যবন্ধুরা, আজ Tinku Ranjan Mitra এর লেখা এই লাইনটি রইলো তোমাদের জন্য। #Collab করো করো ইচ্ছামতো নিজের ভাবনা দিয়ে। লাইন সংখ্যা নেই কোনো। প্রতিদিনের BEST of USHNISH সেরা লেখাটি পোস্ট অথার্ৎ সময়সীমা একদিন। । -----------------------------------------

read more
সাংকেতিক চ্যালেঞ্জ,ধান্দাবাজ সম্ভাবনা
দীর্ঘছায়াপথ যত্রতত্র বীজানু পথ ক্ষত বিষাক্ত ;
সুপ্ত হৃদয়ের অবলেখনে বাসা বেঁধেছে পরিত্রাহি
গলন্ত তরল  ভীষণ ধাতব তপ্ত ;  সুপ্রভাত সদস্যবন্ধুরা,

আজ   Tinku Ranjan Mitra    এর লেখা এই লাইনটি রইলো তোমাদের জন্য।

#Collab করো করো ইচ্ছামতো নিজের ভাবনা দিয়ে। লাইন সংখ্যা নেই কোনো।

প্রতিদিনের   BEST of USHNISH     সেরা লেখাটি পোস্ট অথার্ৎ সময়সীমা একদিন। । 
-----------------------------------------

Jayanta Roy

এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি খোপের পাশে দুটি শব্দ দেওয়া আছে। যে কোন একটি খোপে তুমি একটি শব্দ বেছে নিয়ে,সেটিকে কেন্দ্র করে দুই/ চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য দিকে অন্য শব্দটিকে কেন্দ্র করে অন্য একটি দুই/ চার লাইনের অনুকবিত লেখার জন্য। একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না। অবশ্যই হ্যাশট্যাগে রেখো : #upic100 #উষ্ণীষ #ushnish #yqdada #yqbaba

read more
ঘৃণা--ঘৃণা--ঘৃণা...
বুকেতে আগুন দাবানল জ্বলে
তুমি বোঝো হৃদয়হীনা?
অলিন্দ-নিলয় জুড়ে ঘৃণা শুধুই ঘৃণা |
 এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি খোপের পাশে দুটি শব্দ দেওয়া আছে। যে কোন একটি খোপে তুমি একটি শব্দ বেছে নিয়ে,সেটিকে কেন্দ্র করে দুই/ চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য  দিকে অন্য শব্দটিকে কেন্দ্র করে অন্য একটি দুই/ চার লাইনের অনুকবিত লেখার জন্য। 
 
একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না।

অবশ্যই হ্যাশট্যাগে রেখো :
#upic100 #উষ্ণীষ #ushnish
#yqdada #yqbaba

Jayanta Roy

এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি খোপের পাশে দুটি শব্দ দেওয়া আছে। যে কোন একটি খোপে তুমি একটি শব্দ বেছে নিয়ে,সেটিকে কেন্দ্র করে দুই/ চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য দিকে অন্য শব্দটিকে কেন্দ্র করে অন্য একটি দুই/ চার লাইনের অনুকবিতা লেখার জন্য। একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না। অবশ্যই হ্যাশট্যাগে রেখো : #upic96 #উষ্ণীষ #ushnish #yqdada #yqbaba

read more
কান্না হাসি চক্রাকারে 
আবর্তিত মনের ঘরে,,
বিরহী প্রেমিক রূপসায়রে
মুক্তো খোঁজে অগোচরে...  এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি খোপের পাশে দুটি শব্দ দেওয়া আছে। যে কোন একটি খোপে তুমি একটি শব্দ বেছে নিয়ে,সেটিকে কেন্দ্র করে দুই/ চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য  দিকে অন্য শব্দটিকে কেন্দ্র করে অন্য একটি দুই/ চার লাইনের অনুকবিতা লেখার জন্য। 
 
একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না।

অবশ্যই হ্যাশট্যাগে রেখো :
#upic96  #উষ্ণীষ #ushnish
#yqdada #yqbaba

Jayanta Roy

এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি খোপের পাশে দুটি শব্দ দেওয়া আছে। যে কোন একটি খোপে তুমি একটি শব্দ বেছে নিয়ে,সেটিকে কেন্দ্র করে দুই/ চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য দিকে অন্য শব্দটিকে কেন্দ্র করে অন্য একটি দুই/ চার লাইনের অনুকবিতা লেখার জন্য। একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না। অবশ্যই হ্যাশট্যাগে রেখো : #upic94 #উষ্ণীষ #ushnish #yqdada #yqbaba

read more
কবির ভাবনাগুলো স্মৃতিবিদ্ধ
কল্পনার অনুদান,
জীবন--মৃত্যু প্রতিপল বাস্তব,
তবু অবিচ্ছেদ্য পারস্পরিক পিছুটান | এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি খোপের পাশে দুটি শব্দ দেওয়া আছে। যে কোন একটি খোপে তুমি একটি শব্দ বেছে নিয়ে,সেটিকে কেন্দ্র করে দুই/ চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য  দিকে অন্য শব্দটিকে কেন্দ্র করে অন্য একটি দুই/ চার লাইনের অনুকবিতা লেখার জন্য। 
 
একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না।

অবশ্যই হ্যাশট্যাগে রেখো :
#upic94 #উষ্ণীষ #ushnish
#yqdada #yqbaba

Jayanta Roy

এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি খোপের পাশে দুটি শব্দ দেওয়া আছে। যে কোন একটি খোপে তুমি একটি শব্দ বেছে নিয়ে,সেটিকে কেন্দ্র করে দুই/ চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য দিকে অন্য শব্দটিকে কেন্দ্র করে অন্য একটি দুই/ চার লাইনের অনুকবিতা লেখার জন্য। একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না। অবশ্যই হ্যাশট্যাগে রেখো : #upic91#উষ্ণীষ #ushnish #yqdada #yqbaba

read more
বুকের ভেতর দুঃখ চাপি,মুখেতে হাসির ছোঁয়া ;
অন্তঃস্থলে লাভাস্রোত,দেখবে না কেউ ধোঁয়া ;
ব্যথার সাগর সাঁতরে যতই যন্ত্রণা হোক মনে
অভিনয়টুকুই হোক সম্বল,সুখের বিজ্ঞাপনে....  এই সুন্দর ওয়ালপেপারটি-তে দেখতে পাচ্ছো দুটি খোপের পাশে দুটি শব্দ দেওয়া আছে। যে কোন একটি খোপে তুমি একটি শব্দ বেছে নিয়ে,সেটিকে কেন্দ্র করে দুই/ চার লাইনের একটি সুন্দর অনুকবিতা লিখে বন্ধুদের আমন্ত্রণ জানাও অন্য  দিকে অন্য শব্দটিকে কেন্দ্র করে অন্য একটি দুই/ চার লাইনের অনুকবিতা লেখার জন্য। 
 
একটি ওয়ালপেপারে দুটি লেখার বেশি গ্রাহ্য করা হবে না।

অবশ্যই হ্যাশট্যাগে রেখো :
#upic91#উষ্ণীষ #ushnish
#yqdada #yqbaba

Jayanta Roy

আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন ধরনের খেলা - বাক্যকাব্য। এই খেলাতে উপরে দেওয়া যে কোন সাদা রঙের আয়তাকার বাক্সের মধ্যে তুমি লেখো তোমার অনুকবিতা। এবং বন্ধুদের আমন্ত্রণ জানাও তোমার সাথে কোলাব করার জন্য। একটি কোলাবে সর্বমোট তিনজনকে কোলাব করতে হবে। তিনজনের বেশি লেখা গ্রাহ্য করা হবে না। ____________________________________ #বাক্যকাব্য১০০ #উষ্ণীষ #ushnish #collabwithushnish #yqbaba #yqdada ____________________________________ তোমাদের লেখার মধ্যে থেকে শ্রেষ্ঠ লেখাগুলি রোজই feature করা

read more
চোখ কিন্তু মনের ভাষা
অজান্তেই পড়ে নেয়--
ভালোবেসে আজ কাছে নিয়ে
ভেঙোনা এই হৃদয়...  আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নতুন ধরনের খেলা - বাক্যকাব্য।

এই খেলাতে উপরে দেওয়া যে কোন সাদা রঙের আয়তাকার বাক্সের মধ্যে তুমি লেখো তোমার অনুকবিতা। এবং বন্ধুদের আমন্ত্রণ জানাও তোমার সাথে কোলাব করার জন্য। 
একটি কোলাবে সর্বমোট তিনজনকে কোলাব করতে হবে। তিনজনের বেশি লেখা গ্রাহ্য করা হবে না। 
____________________________________
#বাক্যকাব্য১০০ #উষ্ণীষ #ushnish #collabwithushnish #yqbaba #yqdada 
____________________________________
তোমাদের লেখার মধ্যে  থেকে শ্রেষ্ঠ লেখাগুলি রোজই feature করা
loader
Home
Explore
Events
Notification
Profile