Nojoto: Largest Storytelling Platform

জেদ ভুলে ভারতের সঙ্গে দ্বন্দ্ব মেটান, ‘চিনপন্থী’ ম

জেদ ভুলে ভারতের সঙ্গে দ্বন্দ্ব মেটান, ‘চিনপন্থী’ মুইজ্জুকে পরামর্শ প্রাক্তন প্রেসিডেন্টের

 জেদ না করে ভারতের (India) সঙ্গে সম্পর্ক ঠিক করুন! মহম্মদ মুইজ্জুকে সাফ সতর্কবার্তা দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি। তাঁর কথায়, চিনের থেকে ঋণ নিয়েই বিপাকে পড়েছে মালদ্বীপ। তাই জেদ ধরে বসে না থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। প্রতিবেশী দেশগুলো মালদ্বীপকে অবশ্যই সাহায্য করবে।

গত বছরের নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মুইজ্জু (Mohamed Muizzu)। প্রথম থেকেই তিনি ভারতের বিরুদ্ধে কড়া ভাষা প্রয়োগ করেছেন। নির্বাচনী প্রচার থেকে শুরু করে প্রেসিডেন্টের ভাষণ- বারবার ভারতবিরোধী সুর মুইজ্জুর গলায়। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই মালদ্বীপ (Maldives) থেকে ভারতীয় সেনা সরানোর প্রক্রিয়াও শুরু করেন। নির্দেশ দেওয়া হয় ১০ মে-র মধ্যেই সব সেনা সরিয়ে নিতে হবে ভারতকে।

©BANGLE TIMES
  #lMoizu